Image
MCQ
2582. গ্যাসে যখন তাপ শোষিত হয় তখন এনট্রপির পরিবর্তন কী হবে?
পজিটিভ
নেগেটিভ
পজিটিভ বা নেগেটিভ
কোনোটিই নয়
2583. কার্নোট সাইকেলের দক্ষতা বাড়ে কীভাবে?
সর্বোচ্চ তাপমাত্রা বাড়ালে
সর্বোচ্চ তাপমাত্রা কমালে
সর্বনিম্ন তাপমাত্রা বাড়ালে
সর্বনিম্ন তাপমাত্রা কমালে
2584. সর্বপ্রথম অটো সাইকেলের উপর ভিত্তি করে ইঞ্জিন চালাতে সক্ষম হয় কোন বিজ্ঞানী?
ড. নিকোলাস
নেলসন অটো
ড. জর্জ অটো
ড. ভিয়া অটো
2586. কার্নোট-চক্র নিম্নলিখিত কোন প্রক্রিয়া নিয়ে গঠিত?
দুইটি সমচাপ এবং দুটি রুদ্ধতাপ প্রক্রিয়া
দুইটি সমআয়তন এবং দুটি রুদ্ধতাপ প্রক্রিয়া
দুইটি সমতাপ এবং দুইটি রুদ্ধতাপ প্রক্রিয়া
একটি সমচাপ, একটি সমায়তন এবং দুটি রুদ্ধতাপ প্রক্রিয়া
2588. কার্নোট (Carnot) চক্রে সর্বোচ্চ দক্ষতা (Efficiency) হয় কীসে?
পেট্রোল ইঞ্জিনে
ডিজেল ইঞ্জিনে
গ্যাস টারাবাইনে
নিভার্সিবল ইঞ্জিনে
2589. পদার্থের একক ভরের মোট তাপের পরিমাণকে কী বলে?
এনট্রপি
এনট্রপি
এনথালপি
কোনোটিই নয়
2591. এনট্রপি কোন ডায়াগ্রাম থেকে পাওয়া যায়?
P-V ডায়াগ্রাম
T-S ডায়াগ্রাম-
P-h ডায়াগ্রাম
T-h ডায়াগ্রাম
2592. কার্নোট সাইকেলের দক্ষতা নির্ভর করে কীসের উপর?
তাপমাত্রার সীমা
প্রেসার রেশিও
অ্যয়তন সংকোচন রেশিও
কাট অফ রেশিও
2593. কোন সাইকেলকে র্যাঙ্কিন সাইকেলের পরিমিত (Modified) সাইকেল বলা হয়?
অটো সাইকেলকে
কার্নোট সাইকেলকে
ডিজেল সাইকেলকে
ভেপার সাইকেলকে
2594. মলিয়ার ডায়াগ্রামের সাহায্যে কী প্রকাশ করা হয়?
এনট্রপি ও এনথালপির সম্পর্ক
সুপ্ততাপের সম্পর্ক
স্টিমের সম্পর্ক
স্টিমে জলীয় বাষ্পের সম্পর্ক
2595. একটি গ্যাসীয় সিস্টেমে 1103 শক্তি প্রয়োগ করা হলো এবং এটির আভ্যন্তরীণ শক্তি 40J পরিমাণ বৃদ্ধি পেল। বাহ্যিক কাজের পরিমাণ-
150J
70J
110J
40J
2596. স্টিম ইঞ্জিন নিম্নের কোন সাইকেল অনুসারে কাজ করে থাকে?
অটো সাইকেল
র‌্যাকিন সাইকেল
ডিজেল সাইকেল
ডুয়েল সাইকেল
2597. গ্যাসের আণবিক গতির সাথে যে শক্তি নিহিত -
গতিশক্তি
অভ্যন্তরীণ শক্তি
এন্ট্রপি
এনথালপি
2598. আন্তঃশক্তির যোগফল এবং চাপ ও আয়তনের গুণফল হলো-
সম্পাদিত কাজ
এনট্রপি
এনথালপি
কোনোটিই নয়
2599. একটি কার্নট ইঞ্জিনের সিংকের তাপমাত্রা 27°C। এটির দক্ষতা 25% হলে উৎসের তাপমাত্রা কত?
227°C
327°C
127°C
27°C