MCQ
26141. নিচের কোনটি চিরহরিৎ বৃক্ষ?
তাল
কড়ই
সেগুন
শিমুল
ব্যাখ্যা: ব্যাখ্যা: চিরহরিৎ বৃক্ষঃ আম, জাম, কাঁঠাল, তাল, সুপারি।
26142. নিচের কোন বৃক্ষটি অন্তঃবর্ধক বৃক্ষ?
আম
সুপারি
নারিকেল
তাল
26143. কাঠে কার্বনের পরিমাণ কত? [BGDCL-17]
৩৯%
৪৯%
৫৯%
৬৯%
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাঠে বিভিন্ন প্রকার রাসায়নিক উপাদান থাকে। এতে ৪৯% কার্বন, ৪৪% অক্সিজেন, ৬%
হাইড্রোজেন ও ১% ভস্ম থাকে।
26144. নিচের কোনটি পুনর্নির্মিত কাঠ?
পারটেক্স বোর্ড
সানবোর্ড
হার্ডবোর্ড
ভিনিয়ার
26145. ভালো ইটের চাপশক্তির পরিমাণ সাধারণত কত? [R&H-06]
১০০-১১০ কেজি/বর্গ সেমি
১২০-১৩০ কেজি/বর্গ সেমি
১৪০-১৫০ কেজি/বর্গ সেমি
১৫০-১৬০ কেজি/বর্গ সেমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভালো ইটের গড় চাপশক্তি 100 kg/cm²-এর কম নয় এবং 125 kg/cm²-এর বেশি নয়।
26146. সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টে জিপসামের পরিমাণ কত? [R&H-06, MODMR-06)
২%-২.৫%
২%-৩%
২%-৪%
৩%-৪%
26147. বিটুমিনজাত সামগ্রীর বর্ণ কীরূপ?
কৃষ্ণ
শ্বেত
নীল
রক্তিম
26148. ক্লে সিমেন্ট কোন ধরনের নির্মাণকাজে ব্যবহৃত হয়? [BGDCL-17]
সমুদ্র এলাকার স্থাপনা
বাঁধ নির্মাণে
সেতু নির্মাণে
কনভার্টেড এলিভেশন
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্লে সিমেন্ট দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে। সমুদ্র এলাকায় অনেক সময় পানির নিচে কংক্রিট স্থাপন করতে হয়। ঢালাই শক্ত হওয়ার জন্য বা কংক্রিটকে দ্রুত জমাট বাঁধতে Clay cement সহায়তা করে।
26149. কাচ তৈরিতে ব্যবহৃত প্রধান কাঁচামালের নাম উত্তর কী? [BGDCL-17]
সোডা
বালি
পটাশ
পানি
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাচ তৈরিতে তিনটি উপাদানের প্রয়োজন হয়। যেমন- সিলিকা, সোডা এবং চুন। তবে কাচ তৈরির প্রধান উপাদান হচ্ছে বালি বা সিলিকা।
26150. বৃক্ষের কোন অংশ থেকে সংগৃহীত কাঠ সর্বোত্তম?
অসারাংশ
মজ্জা
সারাংশ
কোনোটিই নয়
26151. ১ ব্যাগ সিমেন্টে কত গ্যালন পানি লাগে? [RAJUK-17]
৮ গ্যালন (প্রায়)
৭ গ্যালন (প্রায়)
৯ গ্যালন (প্রায়)
১০ গ্যালন (প্রায়)
ব্যাখ্যা: ব্যাখ্যা: পানি-সিমেন্ট অনুপাত ০.৮ হলে ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ৯ গ্যালন।
০.৮ = পানি/১১২
পানি = ০.৮×১১২/১ ০ = ৯ গ্যালন।
26152. নৌকার কাজে সর্বাধিক ব্যবহৃত কাঠ পরিশুষ্ককরণ পদ্ধতি কোনটি?
স্ফুটন পরিশুদ্ধকরণ
ধোঁয়ার পরিশুদ্ধকরণ
বাষ্পে পরিশুষ্ককরণ
রাসায়নিক পরিশুদ্ধক
26153. দেশীয় কাঠের মধ্যে সর্বোত্তম কাঠ কোনটি?
জারুল
সেগুন
শাল
সুন্দরী
26154. পোর্টল্যান্ড সিমেন্টে লাইম কত? [BGDCL-17)
৬০%
৬৩%
৬৫%
৬২%
ব্যাখ্যা: ব্যাখ্যা: পোর্টল্যান্ড সিমেন্টে লাইম বা ক্যালসিয়াম অক্সাইড (CaO) থাকে ৬৩%।
26155. সুন্দরী কাঠের উচ্ছিষ্ট থেকে তৈরি বোর্ডের নাম কী?
সানবোর্ড
হার্ডবোর্ড
ব্যাটেন বোর্ড
কোনোটিই নয়
26156. সিমেন্টের প্রাথমিক সেটিং টাইমে ব্যবহৃত সুচের আকার কোনটি? [R&H-06, MODMR-06)
১ বর্গমিমি
২ বর্গমিমি
৫ বর্গমিমি
১০ বর্গমিমি
26157. চেরাই করা কাঠকে কী ধরনের টিম্বার বলা হয়?
স্ট্যান্ডিং টিম্বার
লগ টিম্বার
রাফ টিম্বার
কনভার্টেড টিম্বার
ব্যাখ্যা: ব্যাখ্যা:
• জীবিত গাছকে স্ট্যান্ডিং টিম্বার (Standing timber) বলে।
• কাটা গাছকে রাফ টিম্বার (Rough timber) বলে।
• টিম্বারকে নির্দিষ্ট অংশে খণ্ড করা বাকল ছড়ানো অংশকে লগ টিম্বার বলে।
• লগকে বিভিন্ন আকৃতিতে চেরাই করা কাঠকে কনভার্ট টিম্বার বলে।
26158. নিচের কোনটিতে বিটুমিন সম্পূর্ণরূপে দ্রবণীয়?
তারপিন
পানি
স্পিরিট
অ্যালকোহল
26159. নিচের কোনটি উন্নত মানের কাঠ?
সাম্যরঙের কাঠ
রসযুক্ত কাঠ
দুর্গন্ধযুক্ত কাঠ
দোমড়ানো কাঠ
ব্যাখ্যা: ব্যাখ্যা: উত্তম টিম্বারের বৈশিষ্ট্য:
(i) শক্তি ও স্থায়িত্ব (
ii) রঙের সাম্যতা
(iii) সারাংশ
(iv) চেরাই
(v) গন্ধ
(vi) শব্দ
(vii) স্থিতিস্থাপকতা ইত্যাদি।
26160. ইটের লবণাক্ততা পরীক্ষার জন্য ইটকে কত সময় পরিমাণমতো পানিতে ভিজিয়ে রাখতে হয়? [MODMR-06]
৪৮ ঘণ্টা
২৪ ঘণ্টা
১২ ঘণ্টা
৬ ঘণ্টা