MCQ
26181. তিন দিনে সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথ-এর ন্যূনতম মান কত হওয়া উচিত?
১১০ কেজি/বর্গসেমি
১১৫ কেজি/বর্গসেমি
১২০ কেজি/বর্গসেমি
১২৫ কেজি/বর্গসেমি
26182. ASTM-এর পূর্ণরূপ কী? [LGED-19]
American Society of Testing Materials
American Society for Testing and Materials
American Standard of Test and Mechanics
American Standard of Testing Materials
26183. General Portland Cement-এর Setting time হলো-
৩০ মিনিট থেকে ১০ ঘণ্টা
৩০ মিনিট থেকে ২৪ ঘণ্টা
৫ মিনিট থেকে ১০ ঘণ্টা
৩০ মিনিট থেকে ১২ ঘণ্টা
26184. বাংলাদেশে কত পদ্ধতিতে সিমেন্ট প্রস্তুত করা হয়?
তিন পদ্ধতিতে
দুই পদ্ধতিতে
চার পদ্ধতিতে
এক পদ্ধতিতে
26185. পোর্টল্যান্ড সিমেন্টে পানি-সিমেন্টের অনুপাত কত?
১
০.৭
০.৮
০.৮৫
26186. বাকল অপসারিত গাছের কাণ্ডকে কী ধরনের টিম্বার বলে? [RAJUK-17, PPA-18]
রাফ টিম্বার
স্ট্যান্ডিং টিম্বার
লগ টিম্বার
কনভার্টেড টিম্বার
26187. Quick Setting Cement-এর Setting time হলো- [PPA-18]
৫ মিনিট থেকে ১০ মিনিট ৫ মিনিট থেকে ৩০ মিনিট
৫ মিনিট থেকে ৬০ মিনিট
৫ মিনিট থেকে ৩০ মিনিট
৫ মিনিট থেকে ২৫ মিনিট
26188. হালকা পুরুত্বের কাঠের পাতকে কী বলা হয়? [PPA-18]
ব্যাটেন বোর্ড
প্লাইউড
ভিনিয়ার
পুনর্নির্মিত বোর্ড
26189. লি. চ্যাটেলিয়ার যন্ত্রের সাহায্যে সিমেন্টের কোন টেস্ট করার কাজে ব্যবহৃত হয়?
Fineness test
Soundness test
Consistency test
Compressive strength test
26190. Portland cement-এর Normal consistency-এর মান কত?
১০%
১৫%
২০%
২৫%
26191. নিচের কোনটি পিচ্ছিলকারক? [PPA-18]
পানি
কয়লা
মাটি
তেল
26192. সিমেন্টের সবচেয়ে প্রয়োজনীয় টেস্ট কোনটি?
Tensile strength
Fineness
Setting time
Compressive strength
26193. বিটুমিন সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়- --(DM-19)
Tarpene
Water
Spirit
Alcohol
26194. সাধারণ নির্মাণকাজে যে সিমেন্ট ব্যবহৃত হয়, তাকে বলে-
Normal Portland Cement
Quick Setting Portland Cement
White Cement
Ordinary Lime Cement
26195. নিচের কোনটি কৃত্রিম পাথর? [PPA-18]
মোজাইক পাথর
শেল পাথর
বেলেপাথর
নিস পাথর
26196. উল্লিখিত পরীক্ষাসমূহের মধ্যে কোনটি বিটুমিন পরীক্ষায় ব্যবহৃত হয় না? (LGED-19)
Penetration Test
Viscosity Test
Compressive Strength Test
Specific Gravity Test
26197. কোন ধরনের সিমেন্ট অ্যাডমিক্সচার লোহার ক্ষতিসাধন করে?
গতি মন্থর
ব্যয় বন্ধক
ফুর ফিলার
গতি বর্ধক
26198. GI Sheet চওড়া- [MOCA-19]
২'-৩"
২-৬"
২'-৮"
৩'-০"
26199. আদর্শ মশলার সিমেন্ট ও বালির অনুপাত কোনটি?
১:৪
১:৩
১:২:৫
১:২
26200. ইমারত, সেতু ও কালভার্ট নির্মাণে আমরা সাধারণত ব্যবহার করি---
Alumina cement
Portland cement
Pozzolac cement
Slag cement