MCQ
26201. Sunshade-এর নিচে পানি গড়ানো ঠেকাতে সিমেন্টের যে ব্যান্ড দেয়া হয়, তার নাম- (MD-19)
Drop Course
Water Course
Rain Course
Dip Course
26202. Fine aggregate-এর সর্বনিম্ন Particle size কত? (MOCA-19)
0.75mm
0.0075mm
0.075mm
1mm
26203. পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান দুটি উপাদান কী কী?[PWD-2000; PPA-18, MOLE-19]
লাইম ও সিলিকা
লাইম ও আয়রন অক্সাইড
সিলিকা ও অ্যালুমিনা
লাইম ও অ্যালুমিনা
26204. Length Comparator যন্ত্রটি সিমেন্টের কোন test-এর জন্য ব্যবহৃত হয়?[LGED-19]
Normal consistency test
Soundness test
Setting time test
Fineness test
26205. নিচের কোন সামগ্রীটি পেইন্টের মূল উপাদান?
হোয়াইট লেড
তিষির তেল
জিঙ্ক সালফেট
তারপিন তেল
26206. সিমেন্টের কী পরীক্ষার জন্য. Vicat's apparatus ব্যবহৃত হয়? [MOLE-19]
Fineness
Setting time
Specific gravity
Compressive strength
26207. নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান নয়? {DM-19}
Fly ash
Di-Calcium Silicate
Tri-Calcium Silicate
Tri-Calcium Aluminate
26208. ২৫ গ্রাম ও ৩০ গ্রাম এর দুইটি বালুর FM যথাক্রমে ১.৫ ও ২.০ হলে মিশ্রিত বালুর FM- --[MOCA-19]
২.১৬
১.৭৭
১.৮
২.৫
26209. Oil Paint-এর কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান? [HED-19]
Thinner
Pigment
Vehicle
সবগুলো
26210. বালির ২টি নমুনার FM (সূক্ষ্মতা গুণাঙ্ক) যথাক্রমে ২.৫০ ও ২.২৫। সমান অনুপাতে ৬৩ ঘ এই দুই ধরনের বালির মিশ্রণের Combined FM কত? [LGED-19]
২.৩৭
৪.৫০
৪.৭৫
২.৬৫
26211. সিমেন্ট কী?
জোড়ক পদার্থ
উন্নতমানের জোড়ক পদার্থ
কাদাজাতীয় পদার্থ
কোনোটিই নয়
26212. এক ঘনমিটার চুনের ওজন--- [BBA-19; BSCIC-19]
৬৪০ কেজি
৬৯০ কেজি
৭০০ কেজি
৬৮০ কেজি
26213. Fine aggregate-এর সর্বোচ্চ Particle size কত?(MOCA-19)
2.75mm
6.5mm
4.75mm
1.25mm
26214. নিচের কোন Test সিমেন্ট-এর জন্য প্রযোজ্য নয়? [MOCA-19]
Compressive strength
Slump
Setting time
Fineness
26215. কাঠের Seasoning-এর উদ্দেশ্য কী? [PWD-04; DM-19; MOEF-19]
জলীয় বাষ্প হ্রাস করা
ছত্রাকের আক্রমণ প্রতিহত করা
কাঠের আয়ুষ্কাল বৃদ্ধি করা
সবগুলো
26216. সিমেন্টে কোন উপাদান থাকার ফলে Setting ধীরে হয়?[MOCA-19]
Silica
Alumina
Lime
Iron oxide
26217. ১.২৫ FM এবং ২.৭৫ FM-এর বালি একত্রে মিশ্রিত করে ১.৭৫ FM-এর বালি পেতে হলে কী অনুপাতে মোটা দানার বালির সাথে মিহি দানার বালি মিশাতে হবে?[R&H-06, MOEF-19]
১:১.৫
১:২.৫
১:২
১:৩
26218. ASTM No.-4 sieve-এর Opening কত? (MOCA-19)
2mm
3.25mm
4.75mm
0.475mm
26219. Brick construction-এর জন্য lime-sand mortar- এর অনুপাত কত হয়?[MOCA-19]
1:1
1:2
1:4
1:3
26220. Vicat's apparatus cement কোন test করার কাজে ব্যবহৃত হয়? [MOCA-19)
Fineness test
Soundness test
Consistency test
Compressive strength test