MCQ
26161. নিচের কোন সামগ্রীটি পেইন্টের দ্রাবক?
লিথোপেন
তারপিন তেল
আম্বর
লেড অ্যাসিটেট
ব্যাখ্যা: ব্যাখ্যা: পেইন্টের দ্রাবক-
(i) তারপিন তেল
(ii) ন্যাপথা
(iii) পেট্রোলিয়াম।
26162. বছরের কোন সময় গাছ কাটা উত্তম?
গ্রীষ্মকালে
বসন্তকালে
শরৎকালে
শীতকালে
26163. নিচের কোনটি পেইন্টের শুষ্কীকরণ উপাদান?
লেড মনোক্সাইড
ক্রোম গ্রিন
ক্যাস্টার অয়েল
আয়রন অক্সাইড
ব্যাখ্যা: ব্যাখ্যা: পেইন্টের শুষ্কীকরণ উপাদান-
(i) তিসির তেলে দ্রবণীয় শুদ্ধীকর
(ii) পেস্ট শুষ্কীকর ও
(iii) তরল শুদ্ধীকর।
তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লেড মনোক্সাইড। এ ছাড়াও লেড অ্যাসিটেড, ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড, জিংক সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট ইত্যাদি শুষ্কীকরণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়।
26164. চেরাই প্রক্রিয়া প্রধানত কত প্রকার?
৫ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
৭ প্রকার
26165. টিম্বার চেরাইয়ে বাকলের জন্য অপচয়ের পরিমাণ কত?
২০%
১৫%
১০%
৫%
ব্যাখ্যা: ব্যাখ্যা: (i) টিম্বার চেরাইয়ে অপচয়ের পরিমাণ-৫%
(ii) জলীয় কণা-৫%
(iii) পার্শ্ব চেরাই ও পার্টিশন ১৮%
(iv) করাতের গুঁড়া- ১৮%
26166. স্কাই লাইটে কোন ধরনের গ্লাস ব্যবহৃত হয়?
শিট গ্লাস
সোডা লাইম গ্লাস
ওয়ার্ড গ্লাস
প্লেট গ্লাস
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্কাই লাইটে ওয়ার্ড গ্লাস ব্যবহৃত হয়।
26167. টিম্বারের জলীয়াংশের পরিমাণ কত হলে কাঠ পচন ছত্রাক টিম্বারের বিনাশ ঘটায়?
১০%- ১৫%
৫%-১০%
৩০% - ৩৫%
২০% - ২৫%
ব্যাখ্যা: ব্যাখ্যা: টিম্বারের জলীয়াংশের পরিমাণ 20%-25% হলে পচন ছত্রাক টিম্বারে বিনাশ ঘটায়।
26168. কাঠের নানা আকৃতির টুকরাকে কী বলা হয়?
অ্যান্ড
স্ক্যান্টলিং
ব্যাটেন
ডিল
26169. কাটা গাছকে কী ধরনের টিম্বার বলা হয়?
লগ টিম্বার
রাফ টিম্বার
স্ট্যান্ডিং টিম্বার
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা:
জীবিত গাছকে স্ট্যান্ডিং টিম্বার (Standing
timber) বলে।
কাটা গাছকে রাফ টিম্বার (Rough timber) বলে।
• টিম্বারকে নির্দিষ্ট অংশে খণ্ড করা বাকল ছড়ানো অংশকে লগ টিম্বার বলে।
• লগকে বিভিন্ন আকৃতিতে চেরাই করা কাঠকে
কনভার্ট টিম্বার বলে।
26170. টিম্বার পরিশুষ্ককরণকালে টিম্বার সংকোচন সৃষ্টি হয় কী কারণে?
জলীয়কণার উপস্থিতিতে
তাপে আন্তঃপীড়ন সৃষ্টি হওয়ার জন্য
উত্তপ্ত আবহাওয়ার জন্য
কোনোটিই নয়
26171. নিচের কোন সামগ্রীটি পেইন্টের বাহন?
রেড লেড
বাদাম তেল
ম্যাঙ্গানিজ সালফেট
ন্যাপথা
ব্যাখ্যা: ব্যাখ্যা: আমাদের দেশে তিসির তেল পেইন্টের বাহন হিসেবে ব্যবহৃত হয়। এ ছাড়াও বাদাম তেল, গর্জন তেল, কাস্টার তেল, সয়াবিন তেল, কটনসিড তেল, মাছের তেল ইত্যাদি পেইন্টের বাহন হিসাবে ব্যবহৃত হয়।
26172. টিম্বারের পচন কত প্রকার?
৬ প্রকার
2 প্রকার
৪ প্রকার
৩ প্রকার
26173. কাঠ কত ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা হয়?
৩০°F
80°F
৭০°F
৫০°F
26174. টিম্বার বৃক্ষের বেড় ন্যূনতম কত মিটার হবে?
০.২ মিটার
০.৪ মিটার
০.৬ মিটার
০.৮ মিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রকৌশল কাজে সাধারণত ন্যূনতম (0.6m) বা,
1.5ft বেড়ের গাছ হতে প্রাপ্ত কাঠকে টিম্বার বলে।
26175. টিম্বার চেরাইয়ে করাতে গুঁড়ার জন্য অপচয়ের পরিমাণ কত?
১২%
৫%
২৫%
১৮%
26176. নিচের কোনটি কাঠ সাদৃশ্য সামগ্রী?
প্লাস্টিক বোর্ড
বেকালাইট বোর্ড
লেমিনেটেড বোর্ড
কোনোটিই নয়
26177. বাংলাদেশে প্রচলিত ইটের ওজন কত?[PPA-18: RAJUK-17)
৩.০০০ কেজি
২.৭৫০ কেজি
৪.১২৫ কেজি
৩.১২৫ কেজি
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের প্রমাণ সাইজ ইটের আকার ৯.৫" x ৪.৫" x ২.৭৫" এবং ওজন ৩.১২৫ কেজি।
26178. কাঠে হাইড্রোজেনের পরিমাণ কত?
৬%
৯%
১২%
১৫%
26179. নিচের কোনটি সিমেন্টের উপাদান নয়? [RAJUK-17]
CaO
AlO3
SiO2
MgO
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিস্টেমের উপাদানগুলো হচ্ছে- CaO, SiO₂, MgO, Al2O3, SO3, Fe2O3
26180. নিচের কোনটি উদ্বায়ী পদার্থ?
ওয়াক্স
সেলাক
অ্যালকোহল
কোনোটিই নয়