2667. নিচের কোনটিকে পরম শূন্য তাপমাত্রা ধরা হয়?
ব্যাখ্যা: যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় অর্থাৎ যার নিচে আর কোনো তাপমাত্রা থাকে না, তাকে পরম শূন্য তাপমাত্রা বলে।
-273° সেলসিয়াস বা ০ (শূন্য) কেলভিন তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এই তাপমাত্রা সকল গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়।