EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2681. রক্তে রক্ত কণিকার পরিমাণ কত?
৪৫%
৫০%
৫৫%
৬০%
ব্যাখ্যা: তথ্য: রক্তে রক্ত কণিকার পরিমাণ ৪৫%। বাকী ৫৫% রক্তরস একজন পূর্ণবয়ষ্ক মানুষের দেহে রক্তের পরিমাণ ৫-৬ লিটার যা মোট ওজনের ৮%।
2682. দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৫১ হলে সংখ্যা দুইটি কত?
৫৪,৫৫
৪৬,৪৭
৬৭,৬৮
৭৫,৭৬
ব্যাখ্যা: তথ্য: ক্রমিক সংখ্যা দুইটির বড় সংখ্যা (১৫১+১)/২ =৭৫ ছোট =(১৫১-১)/২ =১৫২/২=৭৬
2683. তাপ মাপা হয় কী দ্বারা?
থার্মোমিটার
ব্যারোমিটার
ক্যালরিমিটার
ম্যানোমিটার
ব্যাখ্যা: তাপ (Heat): তাপ একপ্রকার শক্তি, যা কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় বা অবস্থার পরিবর্তন ঘটে। (ক) তাপ পরিমাপ যন্ত্রের নাম ক্যালরিমিটার। তাপের একক ক্যালরি (Cal), ব্রিটিশ তাপীয় (BTU) একক প্রভৃতি। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার। তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস (°C), ডিগ্রি ফারেনহাইট (°F), কেলভিন (K)।
2684. এক পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1°C উঠাতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে কী বলে?
1 CHU
1 Calory
1 BTU
কোনোটিই নয়
ব্যাখ্যা: সিএইচইউ (CHU): এক পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা। 1°C বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে সিএইচইউ বলে।
2685. কবি কায়কোবাদের মহাকাব্য কোনটি?
শিবমন্দির
মহাশ্মশান
বিরহ বিলাপ
অশ্রুমালা
ব্যাখ্যা: তথ্য:বাংলা সাহিত্যের সর্ববৃহৎ মহাকাব্য" মহাশশ্মশান" খ্যাত মহাকবি কায়কোবাদ, প্রকৃত নাম কাজেম আল কোরেশী। তিনি জন্মগ্রহন করেন ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা গ্রামে ১৮৫৭ সালে। তার পিতা শাহামত উলনঢাহ আল কোরেশী ছিলেন ঢাকা জজ কোটের উকিল। মহাকবি কায়কোবাদ মূলত ছিলেন কবি। ১৮৬০ সালে, মাত্র ১৩ বছর বয়সে আমাদের মহাকবি রচনা করেছিলেন তার প্রথম মহাকাব্য "বিরহ বিলাপ"।
2687. 'পদ্মানদীর মাঝি' কার উপন্যাস?
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
বুদ্ধদের বসু
ব্যাখ্যা: তথ্য: আধুনিক বাংলা উপন্যাসের বিশাল আঙ্গিনায় নদীজীবী মানুষসের নিয়ে রচিত প্রথম উপন্যাস পদ্মা নদীর মাঝি। ১৯৩৬ সালে এটি প্রকাশিত হয়। মানিক বন্দ্যোপাধ্যয়ের গ্রন্থসমূহের মধ্যে এটিই সর্বাধিক অনূদিত গ্রন্থ। উপন্যাসটিতে লেখক জেলে-জীবন ও জল- জীবন অঙ্কনে এবং চরিত্রচিত্রণে অপূর্ব মুন্সিয়ানার পরিচয় রেখেছেন।
2689. এক গ্রাম পানির তাপমাত্রা 1°C. উঠাতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সে পরিমাণ তাপকে কী বলে?
1 বিটিইউ
1 ক্যালোরি
1 সিএইচইউ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ক্যালরি (Calorie) : সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালরি। এক গ্রাম ভরবিশিষ্ট বিশুদ্ধ পানির তাপমাত্রা I°C (14.5°C হতে 15.5°C পর্যন্ত) বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ক্যালরি বলে। 1 ক্যালরি = 1 গ্রাম পানি x I°C তাপমাত্রা।
2690. অরিণ ও ওয়াফি এর বর্তমান বয়সের সমষ্টি ১৬ বছর। ৪ বছর পরে অরিণের বয়স ওয়াফির বয়সের তিনগুণ হলে অরিণের বর্তমান বয়স কত?
৮ বছর
১০ বছর
১২ বছর
১৪ বছর
ব্যাখ্যা: তথ্য: ধরি, অরিণের"বর্তমান বয়স X বছর ওয়াফির="(16-x)" x+4=3 (20-x) বা x+4=60-3x বা x+3x=60-4] বা x=56/4 x=14
2691. কোনটি থার্মোডাইনামিক্স-এর প্রয়োগক্ষেত্র?
রেফ্রিজারেশন
পাওয়ার প্লান্ট
অটোমোবাইল
সবগুলো
ব্যাখ্যা: স্টিম পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, অন্তর্দহন ইঞ্জিন, গ্যাস টারবাইন, গ্যাস ডাইনামিক, জেট প্রোপালশন, রকেট প্রোপালশন, রেফ্রিজারেশন, এয়ারকন্ডিশনিং, কম্প্রেসর, কেমিক্যাল প্রসেস প্ল্যান্ট এবং ডাইরেক্ট এনার্জি কনভার্শন ডিভাইস।
2692. উষ্ণতা কোন মাত্রায় সেন্টিগ্রেটেড এবং ফারেনহাইট স্কেলের মান সমান?
40°
-40°
32°
64°
2693. মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4°F-এ সেন্টিগ্রেড স্কেলে কত?
36.89°C
89.36°C
63.98°F
69.38°F
2695. কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
আলোক
বেতার তরঙ্গ
শব্দ তরঙ্গ
রঞ্জন রশ্মি
ব্যাখ্যা: তথ্য: রঞ্জন রশ্মি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ। এর অপর নাম এক্স-রে (x-ray)। রঞ্জনরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য (সাধারণত ১০-০.০১ ন্যানোমিটার) সাধারণ আলোর চেয়ে অনেক কম বলে দর্শন অনুভূতি সৃষ্টি করতে পারে না। ১৮৯৫ সালে নভেম্বর মাসের আট তারিখে উইলিয়াম রন্টগেন এই রশ্মি আবিষ্কার করেন। তরঙ্গদৈর্ঘ্য যত ছোট হয় পদার্থ ভেদ করার ক্ষমতা তত বেশি হয়। চিকিৎসাক্ষেত্রে রোগনির্ণয়ে যুগান্তকারী পরিবর্তন এনেছে রঞ্জনরশ্মি।
2696. 'অলীক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
কল্পনা
অলৌকিক
লৌকিক
বাস্তব
ব্যাখ্যা: তথ্য: অলীক শব্দের অর্থ অসত্য, ললাট।
2697. মিনার ৬টি কলম আছে যার প্রতিটির মূল্য ২৫ টাকার বেশি কিন্তু ৩০ টাকার কম। ৬টি কলমের মূল্য কত?
১০০ টাকা
১৮০ টাকা
১৬৭ টাকা
১৫০ টাকা
ব্যাখ্যা: তথ্য: যেহেতু ৬টি কলমের প্রতিটির মূল্য ২৫ টাকার বেশি কিন্তু ৩০ টাকার কম সেহেতু ৬টি কলমের মূল্য অবশ্যই ১৫০ টাকার বেশি এবং ১৮০ টাকার কম। ৬ টি কলমের মূল্য ১৬৭ টাকা।
2698. থার্মোডাইনামিক্স শব্দের আভিধানিক অর্থ কোনটি-
তাপবিদ্যা
রসায়ন বিদ্যা
তাপগতিবিদ্যা
বিদ্যুৎ বিদ্যা
ব্যাখ্যা: থার্মোডাইনামিক্সঃ থার্মোডাইনামিক্স-এর আভিধানিক অর্থ হলো- তাপগতিবিদ্যা। Thermo এবং Dynamics-এ দু'টি গ্রিক শব্দ থেকে থার্মোডাইনামিক্স-এর উৎপত্তি। Thermo অর্থ তাপ বা গরম এবং Dynamics অর্থ চলমান বস্তুসংক্রান্ত বিদ্যা বা গতিবিদ্যা। সুতরাং থার্মোডাইনামিক্স হলো চলমান বস্তুর সাথে তাপের সম্পর্কসংক্রান্ত বিদ্যা। থার্মোডাইনামিক্স মূলত তাপ ও কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করে।
2699. তাপ হচ্ছে সকল শক্তির -
উপাদান
উৎস
সহায়ক
সামর্থ্য
ব্যাখ্যা: তাপ (Heat) : তাপ একপ্রকার শক্তি, যা কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় বা অবস্থার পরিবর্তন ঘটে।
2700. 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1°F বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে কী বলে?
BTU
CHU
Calory
কোনোটিই নয়