2652. কোনো নির্দিষ্ট এলাকা বা জায়গা যেখানে থার্মোডাইনামিক প্রক্রিয়া সংঘটিত হয় থাকে, তাকে কী বলে?
ব্যাখ্যা: কোন নির্দিষ্ট এলাকা বা জায়গা যেখানে থার্মোডায়নামিজ প্রক্রিয়া সংঘটিত হয় তাকে থার্মোডাইনামিক্স সিস্টেম বলে। সিস্টেমকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়-
১। কন্ট্রোল মাস সিস্টেমঃ
(ক) বন্ধ আবেষ্টনী (Closed system)
(খ) স্বয়ংসম্পূর্ণ বা বিচ্ছিন্ন আবেষ্টনী (Isolated system)
২। কন্ট্রোল ভলিউম সিস্টেম:
(ক) খোলা আবেষ্টনী (Open system)
বন্ধ আবেষ্টনী (Closed system) : যে সিস্টেমে শুধুমাত্র কাজ ও তাপ সীমানা অতিক্রম করতে পারে কিন্তু এর ভর স্থির থাকে তাকে ক্লোজড সিস্টেম বলে। যেমন- পিস্টনের মধ্যে গ্যাস হচ্ছে বন্ধ আবেষ্টানী।
খোলা আবেষ্টনী (Open system) : যে সিস্টেমে তাপ, কাজ ও ভর সীমানা অতিক্রম করে তাকে খোলা আবেষ্টনী বলে। যেমন- বয়লার, এয়ার কম্প্রেসর, টারবাইন ইত্যাদি ওপেন সিস্টেম।
স্বয়ংসম্পূর্ণ বা বিচ্ছিন্ন আবেষ্টনী (Isolated system) : যে সিস্টেমে তাপ, কাজ ও ভর কোনোটাই অতিক্রম করে না তাকে স্বয়ংসম্পূর্ণ বা বিচ্ছিন্ন আবেষ্টনী বলে। যেমন- ইউনিভার্স হচ্ছে আইসোলেটেড সিস্টেম।