EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
9581. To beg the question' means -
To refer to
To take for granted
To raise objections
To be discussed
ব্যাখ্যা: beg the question= take for granted =কোনো বিষয়ের সত্যতা সম্পর্কে সন্দেহ থাকা সত্ত্বেও (অযৌক্তিকভাবে) সত্য বলে ধরে নেয়া। কোােন বিষয় সম্পর্কে না ভেবেই বা প্রথমে নিশ্চিত না হয়ে তা সত্য বলে বিশ্বাস করা।
9582. Weal and woe' come ---
by and by
by the by
in a body
by turns
ব্যাখ্যা: in a body-together, একসাথে; by and by- পরে: by the by- প্রসঙ্গক্রমে; by turns/in turn পালাক্রমে
9583. The meaning of the idiom 'below the salt' is-
lowly
lack of salt salty
below the sea level
Below the salt lowly
9584. Sumon is beating around the bush. In other words, Sumon is
avoiding the main point
solving a problem
attacking aggressively
clearing the undergrowth
9585. The always do many good things for society.
ere long
big guns
sheet anchor
yellow dog
ব্যাখ্যা: ere long before long, soon, খুব তাড়াতাড়ি, শীমই; big guns সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বা ক্ষমতাশালী ব্যক্তি; sheet anchor last refuge, শেষ আশ্রয়; yellow dog coward (কাপুরুষ), mean fellow (হীন ব্যক্তি)
9586. Bear market বলতে কি বুঝায়?
মন্দা বাজার
তেজী বাজার
স্বাভাবিক বাজার
বাজার ফটকা
9587. Those customers are the most demanding we've ever had.
by far
from far
since far
So far
ব্যাখ্যা: until now- এখন পর্যন্ত। So far শুধু present perfect tense এ বাক্যের প্রথমে অথবা বাক্যের শেষে ব্যবহৃত হয়। By far --- by a great amount, অনেকাংশে, নিঃসন্দেহে, তুলনায় এগিয়ে। কেবলমাত্র the superlative form এর পূর্বে by far বসে।
9588. A 'bull market' means that share prices are –
moving
falling
rising
static
ব্যাখ্যা: Bull market হচ্ছে তেজী বাজার অর্থাৎ যখন শেয়ারের দাম বেড়ে যায়। Bullish a rising price, মূল্য বৃদ্ধি
9589. 'By and large' means—
Very large
Mostly
Everywhere
Nowhere
ব্যাখ্যা: By and large Mostly, mainly, প্রধানত, মূলত:
9590. Be that as it may means-
But
And
As well as
However
ব্যাখ্যা: Be that as it may However, সে যাহাই হোক।
9591. ১৯৪৭ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন।
নুরুল আমিন
আতাউর রহমান
খাজা নাজিমউদ্দীন
আবু হোসেন সরকার
9592. What does 'Abode of God' mean?
Home of God
Heaven
Garden
Residence
9593. Bootleg' means--
smuggle
export
import
distribute
ব্যাখ্যা: Bootleg smuggle চোরাকারবার করা, মূলত শুল্ক ফাঁকি দিয়ে/বেআইনীভাবে কোনো কিছু উৎপাদন ও বিক্রি করা।
9594. The phrase 'by all means' means-
meaningful
uncertainly
certainly
by hook or by crook
ব্যাখ্যা: By all means by hook or by crook, যেকোন উপায়ে, সর্ব উপায়ে;
9595. Choose the option that best expresses the word "brush up”
Reject
improve one's previous knowledge by study
pay no attention to
remove by sweeping
ব্যাখ্যা: brush up (পুরনো বিদ্যা, পূর্বে শেখা হয়েছে কিন্তু চর্চার অভাবে কিছুটা ভুলে যাওয়া হয়েছে এমন কিছু) ঝালিয়ে নেয়া
9596. A 'Bear market' means that share prices are
moving
falling
rising
static
9597. In share market 'Bearish indicates
a high price
a falling price
Bonus
Spot market
ব্যাখ্যা: Bear market হচ্ছে মন্দা বাজার অর্থাৎ যখন শেয়ারের দাম কমে যায়। Bearish a falling price, মূল্য পতন।
9598. Beat around the bush' means-
to walk in the bush for a long time.
to talk about something for a short time without coming to the main point.
to walk around the bush with the view to hunting doves
to talk about something for a long time without coming to the main point.
ব্যাখ্যা: Beat about/around the bush আসল কথা বা গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে দীর্ঘক্ষণ ধরে বাজে বকা।
9600. A bull in a China shop' বাক্যটির বঙ্গানুবাদ-
বন্যেরা বনে সুন্দর
পদ্মবনে মস্তহস্তী
চীনা দোকানে ষাঁড়
গোবরে পদ্মফুল