Image
Math MCQ
61. একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার ও গুণ হালে সূর্যের উন্নতি কোণ-
30°
45°
60°
90°
62. একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত ১৫.০০ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ৭৩৫ টাকা হলো। সদস্য সংখ্যা কত?
৩ জন
৫ জন
৭ জন
১৫ জন
63. প্রতি ইউনিট বিদ্যুতের দাম 10 টাকা হলে 10টি বাল্ব 3 ঘণ্টা জ্বালিয়ে রাখলে কত টাকা বিল পরিশোধ করতে হবে?
300 টাকা
100 টাকা
30 টাকা
3 টাকা
64. পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য ২০। ৮ বছর পর তাদের বয়সের সমষ্টি ৭২ বছর হলে পুত্রের বর্তমান বয়স-
১৮ বছর
১৬ বছর
১২ বছর
৮ বছর
65. কোন ব্যক্তি একটি নির্দিষ্ট অবস্থান থেকে 8kmh¹ বেগে কোথাও গিয়ে যদি আবার 7kmh¹ বেগে আগের জায়গায় ফিরে আসেন তবে তাঁর গড় বেগ হবে-
7.5kmh-¹
7kmh-¹
7.47kmh
15kmh-¹
67. ৫০ ও ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
৭৪
৭৫
৭৬
৭৭
68. ৬*১/৬ মুনাফা হারে কত সময়ে ৯৬ টাকার মুনাফা ১৮ টাকা হবে?
২ বছরে
২*১/২ বছরে
৩ বছরে
৪ বছরে
69. A = {a, b, c} এর P(A) তে কতটি উপাদান থাকবে?
৫টি
৬টি
৯টি
৮টি
70. ৯ জন শ্রমিক ৪ দিনে ১৮০০ টাকা আয় করেন। ৬ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন?
৫০
১৮
71. একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত হলো-
জ্যা
ব্যাস
ব্যাসার্ধ
বৃত্তকলা
72. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে?
১২
১৪
১৫
73. 6+12+18+24+ …….. + ধারাটির প্রথম 10টি পদের যোগফল কত?
320
325
340
330
74. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৭ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?
১০
১১
১৭
75. ২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে-
76. 60 kg ভরের এক ব্যক্তি 940 kg ভরের লিফটে চড়ে উপরে উঠতে থাকলে লিফটের ঝুলন রশিতে টান হবে (g = 10 ms²)
1000N
880N
9680N
11000N
79. নিম্নের কোন স্কেলটি সূক্ষতম?
স্লাইড ক্যালিপার্স
ক্রুগজ
মিটার স্কেল
স্ফোরোমিটার
80. কোন সংখ্যার বর্গমূলের সাথে 3 যোগ করলে 3 এর বর্গ হবে?
35
36
37
38