Math MCQ
21. একজন ব্যাটসম্যান ২১টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারির মাধ্যমে ৯৬ রান করে। তার বাউন্ডারির সংখ্যা কত?
১৫
১৬
১৪
১৩
22. log10x হলে x এর মান কত?
0.1
0.01
1/10000
0.001
23. সুদের হার কত হলে ১০০ টাকা সরল সুদে ৮ বছরে দ্বিগুণ হবে?
১২.৫%
১০%
১৬%
১০.৫%
24. 2x²+350 = 12x+340 হলে x = কত?
5
4
8
2
25. একটি ছাতা ৩৭৮ টাকায় বিক্রয়ে যত ক্ষতি হয় ৪৫০ টাকায় বিক্রয়ে তার তিন গুণ লাভ হয়। ক্রয়মূল্য কত?
৩৬৯ টাকা
৩৯৮ টাকা
৩৯৬ টাকা
৬৩৯ টাকা
26. ত্রিভুজের যে কোন মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি হবে-
সমকোণী ত্রিভুজ
সমবাহু ত্রিভুজ
সমদ্বিবাহু ত্রিভুজ
বিষমবাহু ত্রিভুজ
27. ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুইজন লোক কমিয়ে দিলে কাজটি শেষ করতে শতকরা কত দিন বেশি লাগবে?
২৫%
৩৩.১/৩
৫০%
৬৬.২/৩
28. একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 cm ও 1386 sq. cm. বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত?
66 cm
42 cm
21 cm
24 cm
29. দুটি ঘন্টা যথাক্রমে ৬ ঘন্টা এবং ৮ ঘন্টা পর পর বেজে উঠলে কতক্ষণ পর পর এরা একত্রে বেজে উঠবে?
৫ ঘন্টা
৮ ঘন্টা
১২ ঘন্টা
২৪ ঘন্টা
30. একটি বর্গক্ষেত্রের পরিসীমা 400 মিটার। এর ক্ষেত্রফল কত বর্গ কিমি.?
100
0.01
1.00
120
31. 5+8+11+14+ ....... ধারাটির কততম পদ 302?
60তম
70তম
90তম
100তম
32. দুটি ঘন্টা যথাক্রমে ৬ ঘন্টা এবং ৮ ঘন্টা পর পর বাজে। দুপুর ১২ টায় দুটি ঘন্টা একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে।
১২ টা ১০ মিনিট
১২ টা ১৮ মিনিট
১২ টা ২৪ মিনিট
১২ টা ৩০ মিনিট
33. নিম্নের কোনটি বৃত্তের সমীকরণ-
ax²+bx+c=0
y² = a(x - 2)
x² + (y-2)² = 7
y² = 2x +7
34. একটি ভগ্নাংশের লব ও হর উভয় থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি 2/3 হয়। কিন্তু লব ও হর উভয়ের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি03/4 হয়। ভগ্নাংশটি কত?
5/7
7/9
3/4
4/5
35. 2^(log23+log25) এর মান কত?
8
2
15
10
36. দুইটি সংখ্যার গ.সা.গু 11 ও ল.সা.গু 7700 একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত?
318
308
283
279
37. একটি কোণের দ্বিগুণ 60 হলে তার পূরক কোণ কত?
15
20
60
30
38. ৬, ১৭, ৪৯, ১৪৪....পরবর্তী সংখ্যাটি কত?
২৯
৩৫৬
৪০৮
৪২৮
39. কোন সংখ্যাকে ১০,০০০ দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ ৫৭ হয় তবে ঐ সংখ্যাটিকে ১০০০ দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে?
৫
৭
৫৭
৫৭০
40. ০ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে A বিন্দুতে স্পর্শক AB এবং ∠AOB = 60 হলে ∠ABO = কত?
30
45
35
65