Image
Math MCQ
161. বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
10 টাকা
12 টাকা
11.5 টাকা
11 টাকা
162. 1/√2,1,2.... ধারাটির কোন পদ ৪√2 হবে?
১০ তম পদ
১১ তম পদ
১২ তম পদ
৯ তম পদ
163. c={x:xঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x2<18); c সেটের উপাদানগুলো হবে_
1, 2, 3, 5
1, 3, 5, 7
2, 4, 6, 8
1, 2, 3, 4
164. BNBC অনুযায়ী গাড়ি চলাচলের জন্য র্যাম্পের অনুপাত-
১:৪
১:৬
১:৮৮
১:১২
165. ঘড়িতে যখন ৮ টাক বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে?
৯০°
৯৫°
১০৫°
১১০°
167. একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে ৪ অবস্থানে পৌছিল। A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট?
৩০ ফুট
৪০ ফুট
২০ ফুট
১০ ফুট
168. যদি 2 x3 = 812, 4 x 5=1620 হয় তবে 6 x7=?
2428
2442
42
1214
169. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেমি. এবং প্রস্থ 10 সেমি.। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেমি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
7.2 সেমি
7.1 সেমি.
7 সেমি.
7.3 সেমি.
170. আনুভূমিক DPC-তে ১:২:৪ অনুপাতের সিমেন্ট কনক্রিটের পুরুত্ব কত?
২ সেমি
৩ সেমি
৪ সেমি
৫-সেমি
171. দুইটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের ল.সা.গু. 140 হলে সংখ্যা দুইটির গ.সা.গু. কত?
9
6
4
12
172. একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য-
200 টাকা
210 টাকা
162 টাকা
198 টাকা
173. সাধারণত ভবনের আকৃতি কেমন হয়ে থাকে?
গোলাকার
বর্গাকার
কোনিকাল
চতুর্ভুজ
176. ১:২:৪ অনুপাতের ১০০ ঘনফুট কংক্রিটে কত ব্যাগ সিমেন্ট প্রয়োজন?
২২ ব্যাগ
১৮ ব্যাগ
১৩ ব্যাগ
২০ ব্যাগ
177. সাধারণ জানালার Sill-এর উচ্চতা কত?
৩' উচ্চতা
২'-৬" উচ্চতা
১' উচ্চতা
৪' উচ্চতা
178. 2x²+ 5x < 0 এর সমাধান কোনটি?
-3/2<x<1
-3/2≤x≤-1
-3/2< x ≤-1
- 3/2< x <-1
179. ব্রডগেজ রেললাইনের দুই রেলের অভ্যন্তরীণ Face-এর দূরত্ব কত?
১০০০ মিমি
১৪৫০ মিমি
১৬৭৬ মিমি
১৭৫০ মিমি
180. ০.৪০০.০২০০.০৮=?
০.০০০৬৪
০.৬৪০০০
৬.৪০০০০
০.০৬৪০০