Image
Math MCQ
201. একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ২ সে.মি. এবং উচ্চতা ৬ সে.মি. হলে, উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত?
১৬ বর্গ সে.মি.
৩৬ বর্গ সে.মি.
৪৮ বর্গ সে.মি.
৪৮ বর্গ সে.মি.
202. বার্ষিক ৫% হার মুনাফায় ৪০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
৪৪০ টাকা
৪৫০ টাকা
৪৪১ টাকা
৪৪৫ টাকা
203. ৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরের সংখ্যাটি কত?
৩৬
৪৫
৩৮
৩৪
204. 3x - y = 3, 5x + y = 21 হলে (x, y) এর মান-
(2, 5)
(2, 6)
(3, 6)
(3, 5)
205. কোনো গ্রামের জনসংখ্যা ৮% বৃদ্ধি পাওয়ায় ২১,৬০০ জন হলো। পূর্বে ঐ গ্রামের জনসংখ্যা জনসংখ্যা কত ছিল?
১৮,৫০০ জন
২০,০০০ জন
১৯,০০০ জন
১৮, ৩৬০ জন
206. 1 × 2-3 + 1 = 5 হলে x X এর মান কত?
3
4
5
6
207. পাড়ের বিস্তারসহ একটি পুকুরের ক্ষেত্রফল ৩০৩৬ বর্গ মিটার এবং পাড়ছাড়া শুধু পুকুরটির ক্ষেত্রফল ২৪০০ বর্গ মিটার। যদি পাড়ের বিস্তারসহ পুকুরটির দৈর্ঘ্য ৬৬ মিটার এবং পাড়ের বিস্তার ৩ মিটার হয়, তবে পুকুরটির প্রস্থ কত মিটার?
৪০ মিটার
২০ মিটার
৮০ মিটার
৪৬ মিটার
208. কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ২৮০ ও ৬২০। ত্রিভুজটি কোন ধরনের?
সমকোণী
সূক্ষ্মকোণী
স্থূলকোণী
সমদ্বিবাহু সমকোণী
209. . English grammar is not too difficult to understand. Here 'English' is-.
adverb noun adjective verb
noun
adjective
verb
210. ৫৬ টি কলা ৩৩৬ টাকায় কিনে ৪২টি কলা ২৫২ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক্ষতি ৫%
কোন লাভ বা ক্ষতি হবে না
লাভ ১০%
ক্ষতি ১০%
211. ১ হতে বড় ১০০০ এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ১৬ দ্বারা বিভাজ্য নয় কিন্তু ৩০ দ্বারা বিভাজ্য?
29
35
42
22
212. নিচের কোন ভগ্নাংশটি হতে বড়?
33/50
8/11
13/27
3/5
213. ১০০ হতে বড় দুইটি পূর্ণসংখ্যার যোগফল ৩০০ হলে সংখ্যা দুইটির অনুপাত কত?
১:৯
২:৫
২:৩
৩:৫
214. লবণের মূল্য ১০% বেড়ে যাওয়ায় ৭৫০০ টাকায় পূর্বাপেক্ষা ৩০ কেজি লবণ কম পাওয়া যায়। লবণের দাম কত টাকা বেড়েছে?
৫০০ টাকা
১৫০০ টাকা
৭৫০ টাকা
৮০০ টাকা
215. x²-7x + 12 ≤ 0 এর সমাধান সেট-
(-০০, 3]
(3, 4)
[3, 4]
[4,০০)
216. logg x = 3 হলে x এর মান কত?
32
8
3
√৪
217. x² + y² + z² = 2, xy + yz + zx = 1 হলে, (x + 2y)² + (y + 2z)² + (z + 2x)² এর মান-
12
19
16
14
218. ৮৫ লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত ৮: ৯। দ্রবণে কত লিটার সিরাপ আছে?
৪০ লিটার
৪৫ লিটার
২৫ লিটার
৩৫ লিটার
219. কোন স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ১৮০০ জন। কিছুদিন পরে ৪% ছাত্র চলে গেল, আর ৫% নতুন ছাত্রী ভর্তি হলো। এর ফলে ঐ স্কুলের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২% বেড়ে গেল। বর্তমানে ঐ স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
১৮৫০ জন
১৮৯০ জন
১৮৭২ জন
১৮৩৬ জন
220. কোন পরীক্ষায় গণিতে ৫২% ও বাংলায় ৪২% পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যদি উভয় বিষয়ে ১৭% পরীক্ষার্থী অকৃতকার্য হয়ে থাকে, তবে উভয় বিষয়ে শতকরা কতজন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে?
২৩%
৬%
৩০%
৮০%