MCQ
2361. যে আবদ্ধ পাত্রে পানি রেখে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্প তৈরি করা হয়, তাকে কী বলে?
স্টিম বয়লার
স্টিম টারবাইন
স্টিম কন্ডেন্সার
স্টিম ইনজেক্টর
2362. ইগনিশন হলো জ্বালানি বা কোনো দাহ্য পদার্থে-
অগ্নিসংযোগ
অক্সিজেন সংযোগ
বাতাস সংযোগ
হাইড্রোজেন সংযোগ
2363. পেট্রোল ইঞ্জিনে সিলিন্ডারের মধ্যে কী সরবরাহ করা হয়?
পেট্রোল ও বাতাসের মিক্সচার
অয়েল ও বাতাসের মিক্সচার
ডিজেল ও বাতাসের মিক্সচার
কোনোটিই নয়
2364. গ্যাসীয় জ্বালানিতে দাহ্য পদার্থ কোনটি?
CH4
N₂
CO₂
H₂O
2365. ভেপার লক কোন ইঞ্জিনে হয়?
ডিজেল ইঞ্জিনে
ইএফআই ইঞ্জিনে
পেট্রোল ইঞ্জিনে
বাষ্প ইঞ্জিনে
2366. পেট্রোলের আপেক্ষিক গুরুত্ব কত?
0.75
0.85
0.95
1.25
2367. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বয়লারের পরিবর্তে কী থাকে?
প্রাইম মুভার
ট্রান্সফর্মার
জেনারেটর
রিয়াাক্টর
2368. পেট্রোল ইঞ্জিনের কোন অংশ গভর্নর হিসেবে কাজ করে?
থ্রটল ভালভ
ইনটেক ভালভ
এগজস্ট ভালভ
নিডেল ভালভ
2369. বয়লার একটি যন্ত্র, যাকে বলা হয়-
স্টিম জেনারেটর
গ্যাস জেনারেটর
বিদ্যুৎ জেনারেটর
তাপ জেনারেটর
2370. চার স্ট্রোক সাইকেল ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যাফ্ট সম্পূর্ণ কার্য সমাধান করে থাকে কত ডিগ্রিতে?
৭২০°
৩৬০°
৫২০°
৪২০°
2371. পেট্রোল ইঞ্জিনের কোন অংশে ডিস্ট্রিবিউটর পরিচালনার জন্য গিয়ার লাগানো থাকে?
ক্যামশ্যাফ্টে
ক্র্যাঙ্কশ্যাফটে
ফ্লাইহুইলে
ইঞ্জিন হেডে
2372. ফাবুরেটর কোন ইঞ্জিনে ব্যবহার করা হয়?
পেট্রোল
ডিজেল
গ্যাস
স্টিম
2373. পেট্রোলিয়ামের আংশিক পাতনে কোনটি শুরুতে বাতাসে উন্মুক্ত করে দেয়া হয়?
ন্যাপথা
পেট্রোল
কেরোলিন
বিউটেন
2374. দুই স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফ্ট সম্পূর্ণ কার্য সাধন করে কত ডিগ্রিতে?
৩৬০°
৭২০°
৫২০°
৪২০°
2375. পেট্রোল ইঞ্জিনে কার্বুরেটর সংযুক্ত থাকে কোথায়?
সিলিন্ডার ব্লকে
সিলিন্ডার হেডে
ইনটেক মেনিফোন্ডে
লাইনারে
2376. পেট্রোল ইঞ্জিনের সংনমনের চাপ কত?
৩০-৪০ কেজি/সেমি
২৩-০.৪ কেজি/সেমি
৮-১৪ কেজি/সেমি
১২-২০ কেজি/সেমি
কোনোটিই নয়
2377. বয়লারের কাজ কী?
পানি গরম করা
পানিকে বাষ্পে পরিণত করা
পানি ঠান্ডা করা
পানি ধারণ করা
2378. বয়লারের কার্যকরী ক্ষমতাকে কী বলে?
বয়লার বেটিং
বয়লার ইউনিট
বয়লার ডিউটি
বয়লার স্পিড
2379. হাই-স্পিডে কার্বুরেটরের কোন অংশে জ্বালানি ও এয়ারকে মিশ্রণ করা হয়?
ভেনচুরিতে
এয়ার হর্নে
থ্রটল ভালভের নিচে
চেক ভালভের নিচে
2380. আংশিক পাতনে পেট্রোলিয়াম আলাদা করা হয়- (i) 21-70°C গ্যাসোলিন (ii) 121-170°C ন্যাপথা (iii) 171-270°C' ডিজেল কোটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i,ii, ও iii