Image
MCQ
2301. ফুট পাউন্ড-এর মান কত?
৩২ ফুট পাউন্ডাল বা ১.৩০×১০^ ৭আর্গ বা ১.৩৫ জুল
৪.২১৪×১০ আর্গ
১৩৮৫×৩০.৪৮ মিটার
উপরের কোনোটিই নয়
2302. ভ্যাকুয়াম পাম্প সাধারণত কেমন?
রেসিপ্রোকেটিং টাইপ
রোটারি টাইপ
সেন্ট্রিফিউগ্যাল টাইপ
একটিও না
2303. কম্প্রেসরের প্রধান কাজ কী?
কম্প্রেশন করা
ফ্রিজিং করা
কন্ডেনসেশন করা
কোনোটিই নয়
2305. এফপিএস পদ্ধতিতে কাজের নিরপেক্ষ একক কী?
ফুট পাউন্ডাল
আর্গ
ডাইন
ফুট পাউন্ড
2306. এয়ারকন্ডিশনিং সিস্টেমে কুলিং টাওয়ার কেন ব্যবহৃত হয়?
কোনো জায়গাকে ঠান্ডা করার জন্য
কোনো জায়গাকে গরম করার জন্য
সিস্টেমের তাপ প্রকৃতিতে ছেড়ে দেয়ার জন্য
কোনোটিই নয়
2309. 200 ডাইনের বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের অভিমুখে 300 সেমি সরানো হলে কাজের পরিমাণ কত হবে?
6x10^4 erg
6x10^4 erg
3x10^3 erg
6x10 ^3 erg
2312. অটোমোবাইল এয়ারকন্ডিশনিং-এ স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসরকে চালু এবং বন্ধ করার প্রক্রিয়াকে কী বলে?
সাইক্লিং
থার্মোস্ট্যাটিক
এক্সপানশন
কোনোটিই নয়
2314. According to first law of thermodynamics-
Work done by a system is equal to heat transferred by the system
Total internal energy of a system during a process remains constant
Internal energy, enthalpy and entropy during a process remain constant
Total energy of a system remains constant
2316. কোনো রেফ্রিজারেটরের COP 3.5 এবং ক্যাপাসিটি 7kW হলে, প্রয়োজনীয় বৈদ্যুতিক শক্তি কত? যদি বৈদ্যুতিক মোটরের দক্ষতা 90% হয়।
222kW
3.33kW
4kW
1.5 kw
2319. ভ্যাকুয়াম পাম্প ব্যবহার করা হয় কী জন্য—
ইভাকুয়েশন করার জন্য
তৈল চার্জ করার জন্য
গ্যাস চার্জিং-এর জন্য
উপরিউক্ত সব কাজ করার জন্য