Image
MCQ
2401. রেফ্রিজারেশন সাইকেলের সোর্স ও সিংকের তাপমাত্রা যথাক্রমে 50°C এবং 100°C হলে, COP কত হবে?
7.46
6.46
2.46
5.5
2403. ম্যাগনেটো ইগনিশন সিস্টেমে বিদ্যুতের উৎস হিসেবে ব্যবহার করা হয়?
ব্যাটারি
ম্যাগনেটো
ডায়নামো
জেনারেটর
2406. অ্যাবজর্পশন টাইপ রেফ্রিজারেটরে COP সমান-
T1(T2-T3)/T3(T1-T2)
T3(T1-T2)/T1(T2-T3)
T1(T1-T2)/T3(T2-T3)
T3(T2-T3)/T1(T1-T2)
2408. -20°C তাপমাত্রার 93kg বরফকে 0°C তাপমাত্রার বরফে আনতে কী পরিমাণ তাপের প্রয়োজন হবে?
3924.6kJ
39591 kJ
2923.61kJ
3849kJ
2409. বাতাস থেকে কন্ডেন্সেশন (Condensation)-এর জন্য 0.0% এটির আপেক্ষিক আর্দ্রতা কত হতে হবে?
-86.6°C
-157.7°C
-107.7°C
-95.2°C
2411. সিস্টেমে হিমায়কের সাথে হিমায়ন তেল সংযোজনের পদ্ধতিকে কী বলে?
পার্জিং
অয়েল এডিং
চার্জিং
কোনোটিই নয়
2412. একটি রেফ্রিজারেটরের ইভাপোরেটর 20KJ তাপ শোষণ করে এবং 40KJ তাপ ত্যাগ করে। এটির COP কত?
1
2
3
4
2413. রিলেটিভ কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স সমান-
তাত্ত্বিক COP/প্রকৃত COP
প্রকৃত COP/তাত্ত্বিক COP
প্রকৃত COP × তাত্ত্বিক COP
কোনোটিই নয়
2415. Environment friendliness বিবেচনায় সর্বোত্তম জ্বালানি কোনটি?
কাঠ
মিথেন
কেরোসিন
হাইড্রোজেন
2417. একটি রেফ্রিজারেটরের ইভাপোরেটর প্রতি মিনিটে 20kj তাপ শোষণ করে এবং এর কন্ডেন্সার প্রতি মিনিটে 25kj তাপ পরিত্যাগ করে। রেফ্রিজারেটরটির COP কত হবে?
4.0
1.25
2.25
5.0
2418. একটি রেফ্রিজারেশনের ঠান্ডা করার ক্ষমতা 10kW। রেফ্রিজারেশনের কম্প্রেসরের পাওয়ার ৪kW, তার COP –
2.22
1.25
3
2.5
2419. EATC-এর পূর্ণরূপ কোনটি?
Electronic Automatic Temperature Controller
Electrical Automobile Temperature Control
Electrogenograph Temperature Control
কোনোটিই নয়
2420. জ্বালানির প্রধান উপাদান কোনটি?
সালফার ও কার্বন
হাইড্রোজেন ও অক্সিজেন
কার্বন ও হাইড্রোজেন
অক্সিজেন ও কার্বন