MCQ
2321. কোনটি ক্ষতিকর গ্যাস?
ওজোন
হিলিয়াম
নাইট্রোজেন
কার্বন মনোক্সাইড
2322. 1 কিলোগ্রাম বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ 1 মিটার হয়, তাহলে কতটুকু কাজ হবে?
1 kg-m
1 cm.kg
1 kg-m²
kg-m/sec
2323. ইগনিশন সিস্টেম প্রধানত-
২ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
৮ প্রকার
2324. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?
ড. রুডলফ ডিজেল
জেমস্ ওয়াট
মিস্টার অটো
এডিসন
2325. চার স্ট্রোক ইঞ্জিনে স্পাক সংঘঠিত হয় কোথায়?
পাওয়ার স্ট্রোকে
এগজস্ট স্ট্রোকে
কম্প্রেশন স্ট্রোকে
সাকশন স্ট্রোকেদদ
2326. কোন স্ট্রোকে ভালভ দুটি বন্ধ থাকে?
পাওয়ার ও কম্প্রেশন
ইনটেক ও এগজস্ট
পাওযার ও এগজস্ট
কম্প্রেশন ইনটেক
2327. সুপারহিটেড ভেপারের আচরণ অনেকটা কীসের মতো?
পারফেক্ট গ্যাসের
বাতাসের
স্টিমের
সাধারণ গ্যাসের
2328. পাউন্ড বল কোনো বস্তুর উপর ক্রিয়া করে যদি 1 ফুট সরণ হয়, তবে তাকে বলা হয়-
1 ফুট-পাউন্ড
1 ফুট-পাউন্ডাল
1 পাউন্ড-ফুট
কোনোটিই নয়
2329. কোন ফুয়েলের জ্বালানি তাপীয় মান সর্বাধিক?
পিট কয়লা
কোক
বিটুমিন কয়লা
ডিজেল
2330. CNG গ্যাসের Octane নাম্বার কত?
90
100
110
120
2331. একটি ছোট ইঞ্জিনের ক্ষমতা বাড়ানো যায়-
সিলিন্ডার বড় করে
টার্বো চার্জিং করে
ডিজেল ব্যবহার করে
পিস্টনে Stroke বাড়িয়ে
2332. স্টিম ইঞ্জিন একটি-
অন্তর্দহন ইঞ্জিন
বহির্দহন ইঞ্জিন
গ্যাস ইঞ্জিন
উভয় ইঞ্জিন
2333. একটি সাবস্ট্যান্স (Substance) যার লিকুইড স্টেট সম্পূর্ণরূপে বাষ্পীভূত হয়, তখন তা-
ভেপার
পারফেক্ট গ্যাস
বাতাস
বাষ্প
2334. দুই স্ট্রোক সাইকেল ইঞ্জিনে ভালভ সাধারণত কতটি থাকে?
২টি
৪টি
৮টি
একটিও না
2335. জেমস্ ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কত সালে?
১৫৮৭ সালে
১৭৫৮ সালে
১৮৫৭ সালে
১৫৭৮ সালে
2336. নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ 1 মিটার হয়, তাহলে কাজের পরিমাণ-
1 নিউটন-মিটার
1 জুল
0 মিটার-নিউটন
কোনোটিই না
2337. 1 জুল-এর মান আগে?
10^7 আর্গ
10^9আগ
10^5 আর্গ
10^8 আর্গ
2338. ফুট পাউন্ডালের মান কত?
4.214 × 10 ^5erg
4.214 × 10^4erg
4.214 × 10^3 erg
4.2114 × 10^2 erg
2339. একই সাইজের SI ইঞ্জিনের কম্প্রেশন রেশিও-
CI ইঞ্জিনের চেয়ে কম
CI ইঞ্জিনের সমান
CI ইঞ্জিনের চেয়ে বেশি
CI ইঞ্জিনের সমান অথবা বেশি
2340. সিএনজি গ্যাসের প্রধান উপাদান কী?
মিথেন
ইথেন
বিউটেন
পেট্রোল