Image
MCQ
1101. সিস্টেমে হিমায়কের সাথে হিমায়ন তেল সংযোজনের পদ্ধতিকে কী বলে?
পার্জিং
অয়েল এডিং
চার্জিং
কোনোটিই নয়
1102. কন্ডেন্সেশনের সময় কন্ডেন্সারে কী অপরিবর্তিত থাকে?
তাপ ও চাপ
চাপ
তাপ
কোনোটিই নয়
1103. টাইমারের কাজ কোনটি?
ভোল্টেজ নিয়ন্ত্রণ করা
তাপমাত্রা নিয়ন্ত্রণ করা
কারেন্ট নিয়ন্ত্রণ করা
সবগুলো
1105. এয়ারকন্ডিশনিং-এ টেম্পারেচার ব্লেন্ড ডোর পরিচালনা করতে কোনটি ব্যবহার করা হয়?
অ্যাকচুয়েটর
সোলার সেন্সর
লিমিট কন্ট্রোল
কোনোটিই নয়
1110. ভেলার কম্প্রেশন সিস্টেমে অ্যামোনিয়াকে কম্প্রেসড করার পরে তাপমাত্রা কত হয়?
20° থেকে 50°C
70° থেকে 110° C
58° থেকে 201° C
50° থেকে 70°C
1113. কোনো হিমায়ন যন্ত্রে রেফ্রিজারেটিং ইফেক্ট এবং প্রয়োগকৃত কাজের অনুপাতকে কী বলে?
কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স অব রেফ্রিজারেশন
কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স অব হিট পাম্প
কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স
রেফ্রিজারেশন দক্ষতা
1114. উচ্চ স্ফুটনাঙ্কের রেফ্রিজারেন্টসমূহ নিম্নলিখিত কোন ধরনের কম্প্রেসরে সাধারণত অধিক ব্যবহৃত হয়ে থাকে?
রেসিপ্রোকেটিং
সেন্ট্রিফিউগ্যাল
স্ক্র টাইপ
কোনোটিই নয়
1115. ডমেস্টিক রেফ্রিজারেটরের কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স (COP) হলো-
১.০-এর সমান
১.০-এর কম
১.০-এর বেশি
উপরের সবগুলোই সঠিক
1116. ক্রোন ব্যবহারে যে পাইপ হয়, তা কীসের তৈরি?
ব্রাস
কপার
স্টিল
অ্যালুমিনিয়াম
1117. ইভাপোরেটিভ কন্ডেলার ঠান্ডা করা হয় কী দ্বারা?
পানির দ্বারা
পানি ও বাতাস দ্বারা
পানি ও কৃত্রিম প্রবাহ দ্বারা
কোনোটিই নয়
1118. বাতাস থেকে কন্ডেন্সেশন (Condensation)-এর জন্য 0.0% এটির আপেক্ষিক আর্দ্রতা কত হতে হবে?
-86.6°C
-157.7°C
-107.7°C
-95.2°C
1119. এয়ারকন্ডিশনিং পদ্ধতিতে হিমায়ন ইউনিটের অভ্যন্তরের বায়ু, বাষ্প, ধূলিকণা ও জলীয়কণা ইত্যাদি সিস্টেম থেকে বের করাকে কী বলে?
পার্জিং
ইভাকুয়েশন
চার্জিং
কোনোটিই নয়
1120. রেফ্রিজারেটরের কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স কীভাবে পরিমাপ করা হয়?
বস্তু হতে নিষ্কাশিত তাপ/প্রয়োগকৃত কাজ
বস্তুর হ্রাসকৃত তাপমাত্রা/প্রয়োগকৃত কাজ
বস্তু হতে নিষ্কাশিত তাপ/প্রয়োগকৃত বল
কোনোটিই নয়