EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Synonym and Antonyms MCQ
441. The synoyms of the word 'Envoy' is-
Ambassador
Executive
Politician
Artist
ব্যাখ্যা: Hints: 'Encoy' শব্দের সমার্থক শব্দ হচ্ছে Ambassador রাষ্ট্রদূত। অন্য তিনটি শব্দের মধ্যে politician- রাজনীতিবিদ, Executive- নির্বাহী এবং Artist অর্থ চিত্রশিল্পী।
442. What is the antonym of the word 'Compulsory'?
Mandatory
Obligatory
Voluntary
Complimentary
ব্যাখ্যা: Hints: Compulsory-অর্থ বাধ্যতামূলক। Mandatory এবং obligatory শব্দ দুটি Compulsory- এর synonym / Complimentary- প্রশংসা বা শ্রদ্ধাজ্ঞাপক। Voluntary- স্বেচ্ছাপ্রণোদিত/স্বতঃপ্রবৃত্ত যা প্রদত্ত শব্দটির antonym।
443. The word 'reliance' means-
Independence
sub-ordination
disbelief
dependence
ব্যাখ্যা: Hints: প্রদত্ত চারটি options-এর মধ্যে independence অর্থ স্বাধীনতা, sub-ordination অর্থ অধীনতা, disbelief অর্থ বিশ্বাসহীনতা। dependence অর্থ নির্ভরতা। Reliance অর্থ ভরসা বা নির্ভরতা।
444. The word 'tragic' means-
pathetic
sympathetic
pleasing
good luck
ব্যাখ্যা: Hints: Tragic (মর্মান্তিক) এর একই অর্থবোধক শব্দ হলো pathetic (করুণ; মর্মস্পশী)। আর অন্য তিনটি শব্দের অর্থ সহানুভূতিশীল (sympathetic); মনোরম, প্রীতিকর (pleusing); সৌভাগ্য (good luck)।
445. Which one is an antonym for 'lunatic"?
sane
crazy
lazy
plain
ব্যাখ্যা: Hints: Lunatic (পাগল)-এর antonym হলো sane (সুস্থ)। অপরদিকে crazy অর্থ পাগল; lazy অর্থ অলস আর plain অর্থ সাদাসিধে।
446. The word 'electorate' means-
election
a body of voters
candidates
election officer
447. What is the synonym of the word 'Repress'?
Control
Represent
Republish
Repute
ব্যাখ্যা: Hints: Repress- দমিয়ে রাখা/চেপে রাখা। Control দমন করা/নিয়ন্ত্রণ করা; Representiv)- প্রতিনিধিত্ব করা; Republish পুনর্মুদ্রণ এবং Repute সকলের বিবেচনায় অথবা ধারণায় কোনো কিছু হওয়া।
448. 'Handy' is the synonym of-
comfortable
convenient to use
useful
necessary
ব্যাখ্যা: Hints: 'Handy' শব্দের অর্থ সুবিধাজনক, দরকারি। প্রদত্ত চারটি options-এর মধ্যে comfortable অর্থ আরামদায়ক, useful অর্থ উপযোগী convenient to use অর্থ ব্যবহার করতে সুবিধাজনক এবং necessary- এর অর্থ প্রয়োজনীয়।
449. Which pair of word is synonymous?
conserve, consume
reduced, rubbish
recycle, destroy
waste, trash
ব্যাখ্যা: Hints: Reduced অর্থ হ্রাস করেছিল, rubbish অর্থ আবর্জনা; recycle অর্থ পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা, destroy অর্থ ধ্বংস করা; conserve অর্থ আলাপ করা/বিপরীত দিক, consume অর্থ ভোগ করা। অন্যদিকে waste ও trash দুটি শব্দের অর্থই আবর্জনা।
450. 'Renaissance' means
the revival of learning
revival of life
revival of humanrights
revival of medieval spirit
ব্যাখ্যা: Hints: Renaissance' শব্দের অর্থ শিল্প ও সাহিত্যের পুনঃজাগরণ। Options গুলোর মধ্যে revicail of learning এর অর্থ জ্ঞান, বিদ্যা বা পাণ্ডিত্য-এর পুনঃজাগরণ। Revival of human rigists অর্থ মানবাধিকারের পুনঃজাগরণ। Revival of life-এর অর্থ জীবনের পুনঃজাগরণ এবং revival of medieval spirit অর্থ মধ্যযুগীয় চেতনার জাগরণ।
451. The word 'parsimony' means-
pathetic
miserable
miserliness
lavish
ব্যাখ্যা: Hints: Parsimony' শব্দের অর্থ কৃপণতা'। প্রদত্ত চারটি options এর মধ্যে pathetic অর্থ হৃদয়স্পর্শী, miserlmess-কৃপণতা এবং Larish অর্থ মুক্তহক।
452. Identify the correct antonym for the word "peace':
happiness
contentment
violence
satisfaction
ব্যাখ্যা: Hints: উপরোক্ত শব্দ 'peace' এর সঠিক antonym হচ্ছে violenor বা সহিংসতা। অন্য তিনটি option-এ happiness অর্থ সুখ, contenment অর্থ তৃপ্তি এবং satisfaction অর্থ সন্তুষ্টি।
453. Which one is a synonym for 'prohibit?
forbit
order
support
protest
ব্যাখ্যা: Hints: Prohibit অর্থ বাধা দেয়া; নিষেধ করা আর protest অর্থ আপত্তি করা। সুতরাং Prohibit-এর সমার্থক শব্দ protest Forbit বলে কোনো শব্দ নেই। যদি forbid (নিষেধ করা) হতো তাহলে forbiul সমার্থক শব্দ হিসেবে অধিক গ্রহণযোগ্য হতো।
454. Another word for prejudice is
fear
disease
loneliness
bigotry
ব্যাখ্যা: Hints: প্রদত্ত চারটি options-এর মাঝে fear অর্থ ভয় বা ভীতি, disease-অর্থ রোগ, (গ) loneliness অর্থ একাকিত্ব এবং bigotry অর্থ পক্ষপাতদুষ্টতা। বাক্যে দেয়া শব্দ Prejudice এর অর্থ পক্ষপাতদুষ্টতা। সুতরাং Prejudice শব্দের অর্থ bigotry।
455. What does 'apartheid' refer to?
apart
distance
discrimination
dialogue
ব্যাখ্যা: Hints: প্রদত্ত চারটি শব্দের মধ্যে apart শব্দের অর্থ দূর, distance অর্থ দূরত্ব discrimination অর্থ বৈষম্য এবং dialogue অর্থ সংলাপ। 'apartheid' শব্দের অর্থ বৈষম্য।
456. Find out the odd pair
Short, long
Happy, pleased
Accept, reject
Correct, wrong
ব্যাখ্যা: Hints: প্রদত্ত চারটি options এর মধ্যে accept, reject; short, long: Correct wrong- এ তিন option-এর মধ্যকার দুটি শব্দ বিপরীত শব্দ। তবে happy, pleased-শব্দ দুটি সমার্থক।
457. What is the meaning of the word 'Viva voce'?
face to face
examination
interview
orally
458. What is the antonym of 'Apex?
top
base
peak
pinnacle
ব্যাখ্যা: Hints: 'Apex' শব্দের অর্থ চূড়া বা শীর্ষ। top অর্থ শীর্ষ, peak অর্থ শীর্ষ, pinnacle অর্থ শীর্ষ, base অর্থ ভিত্তি। অতএব, 'Apex' শব্দের antonym বা বিপরীত শব্দ base।
459. The antonym of the word 'Abandon' is-
Retain
Detain
Abdicate
Couture
ব্যাখ্যা: Hints: Abandon- পরিত্যাগ করা। এর বিপরীত শব্দ হলো Retain-রাখা, Abdicate-ছেড়ে দেয়া, Detain- আটকে রাখা এবং Couture - ফ্যাশনসম্মত পোশাক- পরিচ্ছদের নকশা তৈরি ও প্রস্তুতকরণ। সুতরাং Aburdon' শব্দের antonym হলো Retain)
460. When one is pragmatic, he is being-
Wastful
Productive
Practical
Spend thrift
ব্যাখ্যা: Hints: Pragmatic সেই ব্যক্তি যে বাস্তববাদী বা practical অন্যান্য option গুলোর মধ্যে nastfal অপব্যয়ী, Productive- উৎপাদনশীল, Spend thrift- কৃষ্ণসাধন করে চলা।