EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Synonym and Antonyms MCQ
481. The antonym of 'diligent' is
cheap
simply
indolent
garrulous
ব্যাখ্যা: Hints: Diligent (পরিশ্রমী)-এর বিপরীতার্থক শব্দ indolent (অলস)। Cheap-সন্তা, simply-পুরোপুরি, garrulous-বাচাল।
482. Find out the correct synonym of 'tenuous'
vital
thin
careful
dangerous
ব্যাখ্যা: Hints: Tenuous (ক্ষীণ, সরু, পাতলা)-এর synonym হলো thin। তাছাড়া vatal অর্থ অপরিহার্য,চরম; বিশেষ প্রয়োজনীয়, careful অর্থ মনোযোগী; সাবধানী আর dangerous অর্থ বিপজ্জনক।
483. Choose the word that has the same meaning as 'frightful':
awesome
terrific
terrible
unpleasant
ব্যাখ্যা: Hints: Frightful (ভয়ংকর, ভয়ানক, ভয়াবহ)-এর একই অর্থবোধক শব্দ হলো terrible( ভয়ংকর, ভীষণ)।
484. What is the antonym of 'famous'?
obscure
extra ordinary
frugal
careful
ব্যাখ্যা: Hints: Famous (বিখ্যাত, সুবিদিত, চমৎকার)-এর বিপরীত শব্দ হলো obscure যার অর্থ সুপরিচিত নয় এমন; অখ্যাত। অন্যদিকে extra ordinary অর্থ চমৎকার, frugal অর্থ মিতব্যয়ী আর careful অর্থ মনোযোগী সাবধানী।
485. What is the meaning of the word 'protrude'?
to stick out from something
to produce something
to prevent something
to provide something
ব্যাখ্যা: Hints: Protrude- বাইরে প্রসারিত করা অর্থাৎ to stick out from something
486. What is the synonym of 'look'?
gaze
glean
glass
glimpse
ব্যাখ্যা: Hints: Look (দৃষ্টি)-এর সমার্থক শব্দ glimpse (ক্ষণিক দৃষ্টি)। Gaze-স্থির দৃষ্টি, glean- ফসল কুড়ানো, gloss- শব্দের টীকা।
487. What is the meaning of the word 'Stupendous'?
Awesome
Stupidity
rude
Foolishness
488. Which of the following words means nearly the opposite of 'shrewd?
crafty
stupid
sagacious
cunning
ব্যাখ্যা: Hints: "Shrerod' অর্থ সুস্থ বিচারবুদ্ধি ও কাণ্ডজ্ঞান সম্পন্ন; বিচক্ষণ; তীক্ষ্ণবুদ্ধি যার বিপরীত শব্দ stupul (জড়বুদ্ধি; নির্বোধ; বোকা)। অন্যদিকে cunning অর্থ ধূর্ত, দক্ষ, রেটিং অর্থ কুশলী আর sagacious অর্থ সুস্থ বিচার বুদ্ধিসম্পন্ন, কাণ্ডজ্ঞানসম্পন্ন।
489. The synonym of 'frustrate' is-
improve
thwart
remove
eradicate
ব্যাখ্যা: Hints: Frustrate (বার্থ করা)-এর সমার্থক শব্দ thwart (ব্যর্থ করা)। Improve-উন্নতি সাধন করা, remote-দূর করা, eradicate সমূলে উৎপাটন করা।
490. Choose the Synonymous Words Meager:
Merge
Too small
Bright
Partial
ব্যাখ্যা: Hints: Meager অর্থ নগণ্য, সংখ্যায় অল্প অর্থাৎ too small। তাছাড়া Merge অর্থ একত্রীকরণ, Bright-উজ্জ্বল এবং Partial অর্থ আংশিক।
491. The antonym of the word 'liberty' is-
liberal
independent
bondage
freedom
ব্যাখ্যা: Hints: 'Liberty' শব্দের অর্থ স্বাধীনতা, বন্দিদশা, দাসত্ব, বৈদেশিক শাসন বা নিপীড়ন থেকে মুক্তি; এর বিপরীত শব্দ bondage, যার অর্থ বন্দিদশা, দাসত্বে আবদ্ধ। অন্যদিকে liberal এবং independent শব্দের অর্থ স্বাধীন আর frondom শব্দের অর্থ স্বাধীনতা।
492. What is the synonym of the word ' heckle'?
busy
disrupt
slow
Stipen
ব্যাখ্যা: Hints: Hole (প্রশ্নবাণে জর্জরিত করা)-এর সমার্থক শব্দ disrupt
493. The antonym of 'fatal' is
Constructive
Calamitous
Disgusting
Deadly
ব্যাখ্যা: Hints: Fatal (প্রাণনাশক বা মারাত্মক)-এর বিপরীতার্থক শব্দ constructive (গঠনমূলক)। Calamitous বিপন্নময়, deadly- মারাত্মক, disgusting-বিরক্তিকর।
494. 'Wisdom' means-
প্রজ্ঞা
জ্ঞান
বুদ্ধি
মেধা
ব্যাখ্যা: Hints: Wisdom অর্থ প্রজ্ঞা আর জ্ঞানের ইংরেজি knowledge, বুদ্ধির ইংরেজি intelligence আর মেধার ইংরেজি merit।
495. What is the synonym of 'Competent'?
Circumspect
Discrete
Capable
Prudent
ব্যাখ্যা: Hints: Competent (উপযুক্ত, সক্ষম, দক্ষ)-এর synonym হলো capable (সক্ষম)। তাছাড়া Circumspect অর্থ সতর্ক, Discrete অর্থ পৃথক, অসংলগ্ন আর Prudent অর্থ বিচক্ষণ।
496. The synonym of the word 'glamorous' is
gallant
cheerful
gluttoning
attractive
ব্যাখ্যা: Hints: Glamorous (জাদুময়; মোহিনী; রূপময়) শব্দের synonym হলো attractine যার অর্থ মনোহর, প্রীতিকর, চিত্তহারী। অন্যদিকে cheerful অর্থ প্রযুন্ম, galant অর্থ সাহসিক, দুঃসাহসিক।
497. 'Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
অবচেতন
চেতনাহীন
চেতনা
অর্ধচেতন
ব্যাখ্যা: Hints: Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ অবচেতন বা যেসব মানসিক ক্রিয়াকলাপ সম্বন্ধে মানুষ (পুরোপুরি) সচেতন থাকে না। চেতনাহীন শব্দটির ইংরেজি Inconscious
498. Identify the word that means the opposite of 'splendid':
extraordinary
ordinary
pompous
precious
ব্যাখ্যা: Hints: Splendid (জমকালো, চমৎকার)-এর বিপরীত শব্দ ordinary (সাধারণ, সাদামাটা ধাঁচের)। তাছাড়া extraordinary (চমৎকার), pompous (জাঁকালো, আড়ম্বরপূর্ণ) এবং precious (মহার্থ, বহুমূল্য ও অত্যন্ত সুন্দর) শব্দগুলো প্রদত্ত শব্দগুলোর সমার্থক।
499. Select the word that has the same meaning as 'stubborn':
obdurate
docile
impertinent
intractable
ব্যাখ্যা: Hints: 'Stubborn' (একগুঁয়ে, জেদি)-এর একই অর্থবোধক শব্দ হলা-obdurate। তাছাড়া docile অর্থ সহজে বশ মানে এমন, বাধ্য, impertinent অর্থ অপ্রাসঙ্গিক, অসঙ্গত আর intractable অর্থ সহজে নিয়ন্ত্রণ করা যায় না এমন, দুর্দান্ত।
500. BROCHURE means-
Opening
Pamphlet
Bureau
Censor
ব্যাখ্যা: Hints: Brochure (কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ সংবলিত পুস্তিকা) অর্থ Pmphlet