EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Synonym and Antonyms MCQ
561. The word 'neuron' is related to
brain
stomach
kidney
heart
ব্যাখ্যা: Hints: Neuron হলো স্নায়ুকোষ যা brain এবং শরীরের অন্যান্য অংশে বার্তা বহন করে। সুতরাং শব্দটি brain (মস্তিষ্ক) এর সাথে সম্পর্কিত।
562. What is the meaning of the word Tranquil?
Placid
Foolishness
Awesome
Stupidity
ব্যাখ্যা: Hints: Tranquil এবং placid অর্থ শান্ত। Awesome অর্থ চমৎকার; stupidity অর্থ চলচ্চিত্র নিবুদ্ধিতা আর foolishness অর্থ বোকামি।
563. Find the antonym of the word 'yam.'
desire
refuse
long
unite
ব্যাখ্যা: [Note: প্রদত্ত প্রশ্নে ভুল আছে। Yam (মিষ্টিআলু)-এর স্থলে yearn (আকুল কামনা করা) হলে এর বিপরীত শব্দ হবে refuse (প্রত্যাখ্যান করা; অস্বীকার করা)।। উত্তর: Note
564. Synonym of the word 'scrupulous' is:
careful
corrupt
wicked
mean
ব্যাখ্যা: Hints: Scrupulous (নৈতিক কোনো অন্যায় না করার বিষয়ে সতর্ক) এর সমার্থক শব্দ carcjul (সতর্ক)। অন্যদিকে mom অর্থ নীচ, wicked অর্থ দুষ্ট আর corrupt অর্থ দুর্নীতিপরায়ণ।
565. What is the antonym of Heat?
Cold
Coldness
Warn
Warmth
ব্যাখ্যা: Hints: 'Heat' (তাপ; গরম)-এর বিপরীত শব্দ হলো coldness (শীতলতা)।
566. Find out the odd word from the options:
Simple
Riddle
Labyrinth
Enigma
Maze
ব্যাখ্যা: Hints: আলাদা শব্দটি হলো Simple (সাদামাটা)। Option-এর বাকি শব্দগুলো সমার্থক, যাদের অর্থ গোলকধাঁধা।
567. What is the meaning of the word 'stanch'?
to reinforce
be weak
smooth out
put an end to
ব্যাখ্যা: Hints: Stanch - বন্ধ করা, শেষ করা। Ta reinfory-শক্তিশালী করা, ক্ষমতা বৃদ্ধি করা। Be uxak- দুর্বল হওয়া। Smooth out- মসৃণ করা, সমান করা। Put an end to- সাঙ্গ করা, শেষ করা, যবনিকাপাত করা।
568. The antonym of the word ---Consolidate
None
Amass
Merge
Disperse
ব্যাখ্যা: Hints: আলাদা শব্দটি হলো disperse। কারণ শব্দটির অর্থ সবদিকে ছড়িয়ে দেয়া বা পড়া। শব্দটি বাকি তিনটি শব্দের বিপরীত। বাকি তিনটি শব্দ consolidate, merge এবং amass অর্থ একত্রীকরণ করা।
569. The word 'pathetic' means
pleasing
hypothetic
sympathetic
tragic
ব্যাখ্যা: Hints: Pathetic (করুণ)-এর সমার্থক শব্দ হলো tragic (দুঃখজনক)। Hypothetic অর্থ উপপ্রয়েমমূলক, sympathetic অর্থ সহানুভূতিশীল আর pleasing অর্থ ভীতিকর।
570. Find out the odd word from the options:
Scoff
Dende
Jeer
Suave
Fleer
ব্যাখ্যা: Hints: Suare (লিপ্ততা; আপাতমধুরতা) শব্দটি অন্যান্য শব্দ থেকে আলাদা। option- Scoff, Jeer, Fleer, Deride শব্দগুলো সমার্থক, যাদের অর্থ বিদ্রূপ।
571. What is the meaning of the word 'belated"?
complaining
off hand
weak
tardy
ব্যাখ্যা: Hints: Belated- অতিশয় ধীরে চলা, খুব দেরিতে আসা, অতিশয় ধীর মন্থর। Complaining - অভিযোগ করার মতো। Off hand-ভাৎক্ষণিক, উপস্থিত, পূর্বচিন্তা ছাড়া। Weak- দুর্বল, বলহীন (Tardy- ধীর, অতিশয় মন্থর।
572. What is the synonym of 'Delude'?
Demand
Permit
Aggravate vate
Deceive
ব্যাখ্যা: Hints: Delude এবং deceive (প্রতারণা দাবী করা, permit অর্থ দাবী করা, অনুমতি প্রদান করা আর aggravate অর্থ অবস্থার অবনতি ঘটানো। করা) হলো পরস্পর সমার্থক শব্দ।
573. What do you mean by the word 'expunge'?
to delete
to add
to improve
to include
ব্যাখ্যা: Hints : Expunge এবং delete শব্দ দুটির অর্থ মুছে ফেলা। তাছাড়া add অর্থ যোগ করা,improve অর্থ উন্নতিসাধন করা আর include অর্থ অন্তর্ভুক্ত করা।
574. The antonym of the word 'meek' is -
lazy
fierce
strong
weak
ব্যাখ্যা: Hints: Meek (নম্র ও ধৈর্যশীল)-এর বিপরীত শব্দ হলো fierce (হিংস্র বা রাগী)।
575. Find the antonym of the word 'yearn'.
desire
refuse
long
unite
ব্যাখ্যা: Hints: Yourn (আবুল আকাঙ্ক্ষা অনুভব করা)-এর বিপরীত শব্দ refuse (প্রত্যাখ্যান করা; অনিচ্ছা প্রকাশ করা)। অন্যদিকে desire অর্থ আকাঙ্ক্ষা করা, long অর্থ প্রতিক্ষা করা আর unite অর্থ সংযোগ সাধন করা।
576. The antonym of the word Validate-
Corroborate
Certify
Ratify
None
ব্যাখ্যা: Hints: Option-গুলোর সব শব্দই সমার্থক হওয়ায় আলাদা বা ভিন্ন শব্দ নেই। Option-এর validate, ratify, certify এবং corroborate শব্দগুলোর অর্থ সত্য বলে দৃঢ়ভাবে সমর্থন করা; বৈধ বলে ঘোষণা করা। সুতরাং সঠিক উত্তর none।
577. The synonym of 'sagacious' is-
malicious
malice
judicious
critical
ব্যাখ্যা: Hints: Sagacious (কাণ্ডজ্ঞানসম্পন্ন)-এর সমার্থক শব্দ হলো judicious (বিচক্ষণ)। তাছাড়া malicious অর্থ বিদ্বেষপরায়ণ, malice অর্থ অশুভ কামনা, critical অর্থ সংকটপূর্ণ।
578. The correct antonym for 'superficial' is -
careless
indifferent
sufficient
deep
ব্যাখ্যা: Hints: Superficial (ভাসা-ভাসা)-এর সঠিক antonym হলো deep (গভীর)। অন্যদিকে careless অর্থ উদাসীন, indifferent অর্থ উদাসীন আর sufficient অর্থ পর্যাপ্ত।
579. Choose the synonym of Compassion :
sympathy
Compression
Contraction
Dislike
ব্যাখ্যা: Hints: Compassion (সমবেদনা)-এর সমার্থক শব্দ sympathy (সহানুভূতি)। অন্যদিকে compression অর্থ সংক্ষেপণসাধ্যতা, contraction অর্থ সংকোচন আর dislike অর্থ অপছন্দ।
580. Which one is not synonym of 'definite'?
bound
certain
guaranteed
vague
ব্যাখ্যা: Hints: Definite অপশনের অন্য শব্দগুলো (সুনির্দিষ্ট)-এর সমার্থক শব্দ নয় vague (অস্পষ্ট, ভাসাভাসা)। তাছাড়া definite শব্দটির সমার্থক শব্দ।