MCQ
21561. বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে?
আ
উ
এ
ও
21562. উপসর্গযুক্ত শব্দ-
বিদ্যা
বিষয়
বিদ্রোহী
বিপুল
21564. কোনটি প্রত্যয়-সাধিত শব্দ?
ভাইবোন
রাজপথ
বকলম
ঐকিক
21565. 'নাম রেখেছি কোমল গান্ধার' কাব্যের রচয়িতা-
রবীন্দ্রনাথ ঠাকুর
অমিয় চক্রবর্তী
বিষ্ণু দে
প্রেমেন্দ্র মিত্র
21566. সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব-
অস্তিত্ববাদ
অভিকব্যক্তিবাদ
পরাবাস্তববাদ
দ্বৈতাদ্বৈতবাদ
21567. বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ-
তৎসম
দেশি
তদ্ভব
বিদেশি
21568. 'Pedagogy' শব্দের পরিভাষা-
সহশিক্ষা
শিক্ষাতত্ত্ব
নারীশিক্ষা
শিক্ষানীতি
21570. বিভক্তিযুক্ত শব্দ কোনটি?
সরোবরে
চশমা
সরোজ
চম্পক
21571. 'শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ-
শির+ছেদ
শিরশ্+ছেদ
শিরঃ+ছেদ
শির+উচ্ছেদ
21572. 'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' গ্রন্থের রচয়িতা-
মুহম্মদ আবদুল হাই
মুহম্মদ শহীদুল্লাহ্
মুনীর চৌধুরী
মুহম্মদ এনামুল হক
21573. 'রঞ্জন' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?
বিসর্জন
মুক্তধারা
রক্তকরবী
ডাকঘর
21574. 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ'- গানটির রচয়িতা-
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
জসীমউদ্দীন
আব্বাস উদ্দীন আহমদ
21575. 'নীলকর' কোন সমাসের দৃষ্টান্ত?
দ্বন্দ্ব
বহুব্রীহি
নিত্য
উপপদ তৎপুরুষ
21576. শামসুর রাহমানের রচিত উপন্যাস-
রৌদ্র করোটিতে
প্রেম একটি লাল গোলাপ
পতঙ্গ পিঞ্জর
অদ্ভুত আঁধার এক
21577. 'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি-
রফিক আজাদ
আবুল হোসেন
আল মাহমুদ
আবুল হাসান
21578. "একুশ মানে মাথা নত না করা"- এই অমর পঙক্তির রচয়িতা-
আবদুল গাফফার চৌধুরী
আবুল ফজল
মুনীর চৌধুরী
সিরাজুল ইসলাম
21579. কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?
জ্যোতিপ্রকাশ দত্ত
রিজিয়া রহমান
শহীদুল জহির
দিলারা হাশেম