Image
MCQ
21601. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
নিরঞ্জনের রুম্মা
দোহাকোষ
গোপীচন্দ্রের সন্ন্যাস
ময়নামতীর গান
21602. বাংলা সাহিত্যের আদি কবি কে?
কাহ্নপা
লুইপা
চেগুনপা
ভুসুকুপা
21603. চর্যাগীতি রচনায় সংখ্যাধিক্যে দ্বিতীয় স্থানের অধিকারী কে?
জয়দেব
হরপ্রসাদ শাস্ত্রী
ভুসুকুপা
কাহ্নপা
21604. চর্যাপদে কতজন কবির পদ রয়েছে?
২৭
২৪
২৬
২৫
21605. 'অপণা মাংসে হরিণা বৈরী' লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
লোকসাহিত্য
চর্যাপদ
ব্রজবুলি
বৈষ্ণব পদাবলি
21606. বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা-
৪৬টি
সাড়ে ৪৬টি
৪৯টি
৫০টি
21607. চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
১০নং পদ
১৮ নং পদ
১৬ নং পদ
২৩ নং পদ
21608. চর্যাপদের আদি কবি কে?
কাহ্নপা
লুইপা
চেগুনপা
ভুসুকুপা
21609. কোন সাহিত্যেকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে ?
চর্যাপদ
গীতগোবিন্দ
পদাবলি
চৈতন্যজীবনী
21610. সবচেয়ে বেশী চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
লুইপা
ভুসুকুপা
শবরপা
কাহ্নপা
21611. প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন?
১৯
২৩
২৫
২৭
21612. 'চঞ্চল চীএ পইঠা কাল' কোন কবির চর্যাংশ?
লুইপা
এ শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর
কুকুরীপা
বিরূপা
21613. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
গোবিন্দদাস
কাহ্নপা
কায়কোবাদ
ভুসুকুপা
21614. বাংলা সাহিত্যের আদিগ্রন্থ 'চর্যাপদ' এর রচনাকাল ---
সপ্তম থেকে দ্বাদশ শতক
অষ্টম থেকে চতুর্দশ শতক
নবম থেকে চতুর্দশ শতক
দশম থেকে চতুর্দশ শতক
21615. চর্যাপদ কোন ছন্দে লেখা?
অক্ষরবৃত্ত
স্বরবৃত্ত
মাত্রাবৃত্ত
অমিত্রাক্ষর ছন্দ
21616. 'সন্ধ্যাভাষা' কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?
চর্যাপদ
মঙ্গলকাব্য
পদাবলি
রোমান্সকাব্য
21617. হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?
লুইপা
কাহ্নপা
ঢেগুণপা
ভুসুকুপা
21618. 'চর্যাপদ' রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন?
মধ্যযুগ অতি
আধুনিক যুগ
আদিযুগ
আধুনিক যুগ
21619. চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?
ড. মুহম্মদ শহীদুল্লাহ
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
হরপ্রসাদ শাস্ত্রী
ড. এনামুল হক
21620. 'টালত মোর ঘর নাহি পড়বেশী, হাড়ীত ভাত নাহি নিতি আবেশী'। চর্যাপদের এ চরণ দুটিতে কী বোঝানো হয়েছে?
একাকীত্বের কথা
প্রতিবেশীর প্রতি ভালোবাসা
দারিদ্রাক্লিষ্ট জীবনের চিত্র
আত্মীয়ের প্রতি ভালোবাসা