Image
MCQ
21581. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক-
জশুয়া মার্শম্যান
ডেভিড হেয়ার
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
21582. কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন?
সৈয়দ মোহাম্মদ শাহেদ
ড. মোহাম্মদ শহীদুল্লাহ
আনিসুজ্জামান
হরপ্রসাদ শাস্ত্রী
21583. . চর্যাপদ হলো-
একগুচ্ছ ধর্মোপদেশ
সাধন সংগীত
জীবনাচরণ পদ্ধতি
দেবী বন্দনা
21584. স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-
দ্বারকানাথ ঠাকুর
রথীন্দ্রনাথ ঠাকুর
দেবেন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
21585. কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন?
কাহ্নপা
ডাকার্ণব
লুইপা
মুনিদত্ত
21586. লুইপা কোন যুগের কবি?
প্রাচীন যুগ
মধ্যযুগ
আদি-মধ্যযুগ
আধুনিক যুগ
21587. ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?
কমলাকান্ত
লোকরহস্য
মুচিরাম গুড়ের জীবনচরিত
যুগলাঙ্গুরীয়
21588. উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?
কাহ্নপাদ
শান্তিপাদ
লুইপাদ
রমনীপাদ
21589. বাংলা ভাষায় প্রথম কবিতা সংকলন কোনটি?
বৈষ্ণব পদাবলি
দোহাকোষ
চর্যাপদ
ঐতরেয় আরণ্যক
21590. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?
খ্রিষ্টধর্ম
জৈনধর্ম
প্যাগনিজম
বৌদ্ধধর্ম
21591. আলাওল কোন শতাব্দীর কবি?
অষ্টাদশ
পঞ্চদশ
সপ্তদশ
ষোড়শ
21592. চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল?
নীতি চর্চা
সাহিত্য চর্চা
ধর্ম চর্চা
অনুবাদ চর্চা
21593. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা-
ব্রজবুলি
জগাখিচুড়ি
সন্ধ্যাভাষা
বঙ্গ-কামরূপী
21594. 'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা-
রামমোহন রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
অক্ষয়কুমার দত্ত
রাধানাথ শিকদার
21595. চণ্ডীচরণ মুন্সী কে?
শ্রীরামপুর মিশনের লিপিকার
সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক
কেরী সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা
ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত
21596. চর্যাপদের টীকাকারের নাম কী?
মীননাথ
হরপ্রসাদ শাস্ত্রী
প্রবোধচন্দ্র বাগচী
মুনিদত্ত
21597. কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?
রবীন্দ্র সংগীত
ভাটিয়ালি গান
নজরুল সংগীত
বাউল গান
21598. চর্যাপদ তিব্বতি ভাষায় কে অনুবাদ করেন?
মুনিদত্ত
কীর্তিচন্দ্র
প্রবোধচন্দ্র বাগচী
হরপ্রসাদ শাস্ত্রী
21599. 'যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।' কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত?
নূরনামা
মধুমালতী
নসিহতনামা
ইউসুফ-জুলেখা
21600. 'রুখের তেস্তুলি কুমীরে খাই' এর অর্থ কী?
তেজি কুমিরকে রুখে দিই
বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
গাছের তেঁতুল কুমিরে খায়
ভুল থেকে শিক্ষা নিতে হয়