Image
MCQ
24202. দেয়ালের সমান্তরালে ইটের স্থাপনাকে বলে
হেডার
ক্লোজার
স্ট্রেচার
অ্যারাইজার
24203. ব্রডগেজ রেললাইনের দুই রেলের অভ্যন্তরীণ Face-এর দূরত্ব কত? [BPSC-22]
১০০০ মিমি
১৪৫০ মিমি
১৬৭৬ মিমি
১৭৫০ মিমি
24204. Damp proof কেন দেওয়া হয়?
Salt intrusion বন্ধ করার জন্য
একটি plain surface তৈরি করার জন্য
Damp বন্ধ করার জন্য
Wall-এ ভালো bond তৈরি করার জন্য
24205. Superelevation on curves is provided by means of-
cant-board
spirit level
straight edge
all of these
24206. ঘরের দেয়ালের নিচ দিকের অংশটি Neat cement finishing অথবা Mosaic করা হয়, যাকে বলে-
Footing
Wall plate
Dado
Corbell
24207. কোন ধরনের রেলপথ সবচেয়ে চওড়া? [BPSC-22]
Narrow Gauge
Broad Gauge
Mitre Gause
Mix Gauge
24208. গৃহস্থালি কাজে প্রতিজনে প্রতিদিন পানির পরিমাপ
30 litre
45 litre
35 litre
40 litre
24210. কেন্দ্রাতিগ অনুপাত রেলসড়কে কত? [BBA-23]
১/৪
১/৮
১/৬
১/১০
24212. Slump test-এ Concrete-এর প্রতিটি স্ত রকে কীভাবে Compact করা হয়?
5/8" dia রড দিয়ে ২০ বার
5/4" dia রড দিয়ে ২০ বার
5/8" dia রড দিয়ে ২৫ বার
5/8" dia রড দিয়ে ৩২ বার
24213. থার্মাল ইনসুলেটিং ম্যাটেরিয়ালের কোন গুণটি অবশ্যই থাকা উচিত
অগ্নিরোধক
শব্দ প্রতিরোধক
তাপ প্রতিরোধক
আর্দ্রতা প্রতিরোধক
24214. ঢালাইয়ের পর column-এর খাড়া side-এর formwork কত দিন পর খোলা যায়?
১ থেকে ২ দিন
২৮ দিন
১৪ দিন
৭ দিন
24215. প্রজেক্ট ম্যানেজারের কাজ হলো-
মালামাল সংগ্রহ করা
জনশক্তি সংগ্রহ কর
অর্থের সংস্থান করা
কাজের পরিমাপ ও প্রকৃতি নির্ধারণ করা
24216. সচরাচর কংক্রিট স্থানান্তর পদ্ধতি হলো-
স্টিল প্যান
হুইল বার
ক্যাবল ওয়ে
স্কিপ
24217. নির্মাণকাজের সময় নিরাপদ নয় এরূপ কাঠামোকে বা পার্শ্ববর্তী মাটি রক্ষার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে বলে-
underpnning
scaffolding
shoring
jacking
24218. রাস্তা নির্মাণে Sub-base course নিচের কোনটির উপরেই বসানো হয়? [BPSC-22]
Sub-grade grade
Base
Wearing surface
None of these
24219. যে আকারের aggregate কংক্রিটে সবচেয়ে বেশি void সৃষ্টি করে, তা হলো-
irregular
angular
rounded
flaky
24220. স্বল্প সময়ে পানির নিচে কংক্রিট স্থাপনে কোন পদ্ধতি বেশি উপযোগী?
বালতি
গ্রাউটেড কংক্রিট
ট্রিমি
গ্রাব বাকেট