EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
24501. 48. The expression 'a stone's throw' means-
very near
an unkind person
we throw a stone whenever we find it
close-fisted
ব্যাখ্যা: A stone's throw অর্থ ঢিল নিক্ষেপ করলে যে দূরত্ব অতিক্রম হয়; সন্নিকট; সামান্য ব্যবধান অর্থাৎ প্রদত্ত phrase টির অর্থ very near দ্বারা প্রকাশ পায়।
24502. The idiomatic expression 'hold good' means
Respectable
Praiseworthy
Up-to-date
Valid
ব্যাখ্যা: Hints: 'Hold good' idiomatic expressionটির বাংলা অর্থ সত্য হয়ে থাকা বা বৈধ হয়ে থাকা অর্থাৎ Valid। অন্যদিকে respectable অর্থ সম্মান করা যায় এমন, praiseworthy অর্থ প্রশংসাযোগ্য আর up-to-date অর্থ আধুনিক।
24503. What do we mean by 'tooth and nail'?
very strong
desperately
to the core
dangerous
ব্যাখ্যা: Tooth and nail' অর্থ প্রাণপণে আর desperately বেপরোয়াভাবে। অর্থাৎ tooth and nail দ্বারা desperately অর্থ প্রকাশ পায়।
24504. 'সমুদ্র' শব্দের বিপরীত শব্দ হলো-
স্রোতস্বিনী
ঊর্মি
অর্ণব
তরঙ্গ
24505. The idiomatic expression 'cut back' means
return to previous position
stop production
reducing expenditure
reducing interest rate
ব্যাখ্যা: Hints: Cut back' idiom টির অর্থ ব্যয় সংকোচন করা অর্থাৎ reducing expenditure.
24506. Choose the correct meaning of the idiom 'At home'-
Home made of bricks
One who has lost home
Try to make a home
Familiar with
ব্যাখ্যা: At home' idiom টির সঠিক অর্থ familiar with (পরিচিত)।
24507. Meaning of the idiom 'have one's duck in a row' is-
well organized
being close
full count
do everything
ব্যাখ্যা: Hints: 'Have one's duck in a row' idiom টির অর্থ to be well prepared or well organized.
24508. The expression 'in a fix' means-
in a difficult situation
very slow
not able to move
without change
ব্যাখ্যা: "In a fix' expressionটির অর্থ উভয় সংকটে পড়া বা কঠিন এবং বিব্রতকর অবস্থায় পড়া অর্থাৎ in a difficult situation
24509. In Ready Made Garments Bangladesh may be considered to bear the-.
torch
credit
brunt
palm
ব্যাখ্যা: Hints: Bear the palm অর্থ বিজয়ী হওয়া। আর palm শব্দটি বিজয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। Palm যোগে প্রদত্ত বাক্যটির অর্থ তৈরি পোশাক খাতে বাংলাদেশ বিজয় অর্জন করবে বলে বিবেচনা করা হয়।
24510. 'A fish out of water' means-
Undescribable
Uneasy state
Aimlessly
Stop
ব্যাখ্যা: A fish out of water' অর্থ অস্বস্তিকর অবস্থা যা Uneasy state দ্বারা প্রকাশ পায়।
24511. 'ভার্যা'র বিপরীত শব্দ কোনটি?
সূর্য
দার
দয়িত
জায়া
24512. He escaped by---.
the hair's breadth
a hair's breadth
the breadth of a hair
a breadth of a hair
ব্যাখ্যা: Hints: Escape by a hair's breadth কোনো মতে/অল্পের জন্য রক্ষা পাওয়া। A hair's breadth যোগে বাক্যটির বাংলা: সে অল্পের জন্য রক্ষা পেল।
24513. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অর্ণব
প্রসূন
অংশুমালী
পল্লব
24514. 'যামিনী' এর প্রতিশব্দ কোনটি?
প্রসূন
দামিনী
শর্বরী
নিকর
24515. If you can win his attention --- for you.
the so much better
so much the better
the better so much
so much for better
ব্যাখ্যা: Hints: 'So much the better' phrase-টির অর্থ অধিকতর ভালো। So much the better যোগে বাক্যটির অর্থ- যদি তুমি তার দৃষ্টি আকর্ষণ করতে পারো, তাহলে তোমার জন্য অনেক ভালো হবে।
24516. 'সবিতা' শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
সূর্য
পদ্ম
নদী
পৃথিবী
24517. কোনটি 'সূর্য' এর সমার্থক শব্দ?
রবি
শশী
পবন
বসুধা
24518. 'সূর্য' শব্দের সমার্থক নয় কোনটি?
প্রভাকর
দিবাকর
সুধাকর
মিহির
24519. The phrase 'end in smoke' means-
Come to nothing
Lose sight of
Be confused
Be helpless
ব্যাখ্যা: Hints: 'End in smoke' অর্থ ব্যর্থতায় পর্যবসিত হওয়া বা come to nothing
24520. 'Null and void' এর বাংলা পরিভাষা কী?
বাতিল
পালাবদল
মামুলি
নিরপেক্ষ
ব্যাখ্যা: "Null and void' অর্থ আইনত অকার্যকর বা বাতিল।