Image
MCQ
2481. উত্তম রেফ্রিজারেন্টের স্ফুটনাঙ্ক হতে হবে-
কম
মধ্যম
বেশি
কোনোটিই নয়
2482. ইন্ডাস্ট্রিয়াল এবং ব্যবসায়িক ক্ষেত্রে নিচের কোন ধরনের রেফ্রিজারেন্ট ব্যবহৃত হয়?
অ্যামোনিয়া
সালফার ডাই-অক্সাইড
কার্বন ডাই-অক্সাইড
R-12
2483. কোন রেফ্রিজারেন্টের সর্বনিম্ন বয়েলিং পয়েন্ট কোনটি?
R-11
R-12
কার্বন ডাই-অক্সাইড (CO₂)
অ্যামোনিয়া
2484. রেফ্রিজারেশন সিস্টেম কত প্রকার?
৩ প্রকার
২ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
2485. সুপ্ততাপ সবচেয়ে বেশি নিম্নের কোনটির?
ফ্রেয়ন-১২
অ্যামোনিয়া
পানি
কোনোটিই নয়
2486. ফ্রেয়ন (Freon) এখন একটি অনুপযুক্ত রেফ্রিজারেন্ট হিসাবে বিবেচিত হচ্ছে, কারণ-
এর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে
এটি পৃথিবীর চারিদিকের ওজোন স্তরকে ধ্বংস করে
এখন এটির জন্য অন্য উপযুক্ত প্রতিস্থাপক পাওয়া যায়
এটির ব্যবহার বিপজ্জনক
2487. রেফ্রিজারেটরের রেফ্রিজারেন্টসমূহের নিম্নলিখিত কোন গুণটি থাকা প্রয়োজন?
উচ্চ তাপ
উচ্চ সুপ্ততাপ
নিম্ন সুপ্ততাপ
কোনোটিই নয়
2488. একটি রেফ্রিজারেন্ট-এর কাঙ্ক্ষিত গুণাগুণ কোনটি?
লো-বয়েলিং পয়েন্ট
হাই-ক্রিটিক্যাল তাপমাত্রা
হাই-লেটেন্ট হিট এবং ভেপারাইজেশন
উপরের সবকয়টি
2489. এয়ার রেফ্রিজারেশন সাইকেল ব্যবহৃত হয় কোথায়?
এয়ারকন্ডিশনিং-এ
গ্যাস লিকুইফিকেশনে
রেফ্রিজারেটর শিল্পে
আবাসিক রেফ্রিজারেটরে
2490. ইভাপোরেটর কী?
নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রার তরল
নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রার বাষ্প
নিম্নচাপ ও তাপমাত্রার বাম্প
উচ্চ চাপ ও তাপমাত্রার বাষ্প
2491. পানির স্ফুটনাঙ্ক কত?
১৮০ ডিগ্রি সেলসিয়াস
১০০ ডিগ্রি ফারেনহাইট
৮০ ডিগ্রি সেলসিয়াস
১০০ ডিগ্রি সেলসিয়াস
2492. নিম্নের কোন রেফ্রিজারেন্টটি খুবই বিষাক্ত এবং দাহ্য?
অ্যামোনিয়া
সালফার ডাই-অক্সাইড
কার্বন ডাই-অক্সাইড
ফ্রেয়ন-১২
2493. অ্যারোপ্লেন-এ নিম্নের কোন রেফ্রিজারেন্টটি ব্যবহৃত হয়?
কার্বন ডাই-অক্সাইড
ফ্রেয়ন-১২
ফ্রেয়ন-১১
বাতাস
2494. অ্যামোনিয়া রেফ্রিজারেন্ট কেমন?
বিষাক্ত
কখনও বিষাক্ত
অবিষাক্ত
কোনোটিই নয়
2496. গৃহস্থালি রেফ্রিজারেটর-এর ক্ষমতা সাধারণত কত?
১০ টন
০.১ টন
৮ টন
৫ টন
2497. রেফ্রিজারেশন কোন সাইকেল অনুসারে কাজ করে?
রিভার্স কার্নোর্ট সাইকেলে
কার্নোট সাইকেলে
ওজুল সাইকেলে
এরিসন সাইকেলে
2498. যে ফ্লুয়িড ইলেকট্রোলাক্স রেফ্রিজারেটরে ব্যবহৃত হয়, সেটি কী?
ওয়াটার এবং হাইড্রোজেন
অ্যামোনিয়া এবং হাইড্রোজেন
অ্যামোনিয়া, ওয়াটার এবং হাইড্রোজেন
কোনোটিই নয়
2499. একটি রেফ্রিজারেন্টের সর্বোচ্চ ক্রিটিক্যাল প্রেসার থাকে, সেটি কী?
R-11
R-22
R-12
অ্যামোনিয়া
2500. চাপ কমলে-
স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
স্ফুটনাঙ্ক হ্রাস পায়
স্ফুটনাঙ্ক অপরিবর্তিত থাকে
স্ফুটনাঙ্ক বৃদ্ধি হ্রাস পেতে পারে