MCQ
2501. লুব ওয়েল পাম্পের সর্বনিম্ন চাপ কত হওয়া উচিত?
সাকশন প্রেসারের সমান
ডিসচার্জ প্রেসারের সমান
সাকশন প্রেসার + ১.৫ কেজি/বর্গ সেমি
কোনোটিই নয়
2502. এমন একটি বন্ধ প্রকোষ্ঠ, যেখানে তাপ শক্তি প্রয়োগের মাধ্যমে পানিকে পূর্বনির্ধারিত চাপ ও তাপে বাষ্পে পরিণত করা হয়।
ফার্নেস
বয়লার
রেফ্রিজারেটর
টারবাইন
2503. ক্র্যাঙ্ককেজে কী থাকে?
লুব অয়েল
জ্বালানি
গ্রিজ
গ্যাস
2504. কোনো স্থানের অপ্রয়োজনীয় তাপ অপসারণ করে ঐ স্থানের তাপমাত্রা কমানোর প্রক্রিয়াকে কী বলে?
রেফ্রিজারেশন
তাপমাত্রা
কন্ডেন্সার
COP
2505. ব্রেক পাওয়ার (বিপি) পাওয়া যায় কোনটির মাধ্যমে?
ইঞ্জিন সিলিন্ডার
ক্র্যাঙ্কশ্যাফেটের
ক্র্যাংক পিনের
কোনোটিই নয়
2506. লুব্রিকেটিং সিস্টেম কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
2507. চার সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার-
1-3-4-2
1-3-2-4
1-2-4-3
সবগুলো
2508. লুব্রিকেশন সিস্টেমের সাধারণত কাজ কী?
যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয়, তাকে হ্রাস করে
এটির ইঞ্জিনের যন্ত্রাংশকে পরিষ্কার রাখে
এটির পিস্টন এবং সিলিন্ডার লাইনারের মধ্য স্থানে একটি আবরণ সৃষ্টি করে প্রজ্বলিত গ্যাসকে লিকেজ হতে দেয় না
উপরের সবগুলোই সত্য
2509. তাপমাত্রা বাড়লে ভিসকোসিটি-
কমে
বাড়ে
ঠিক থাকে
পরিলক্ষিত হয়
2510. ইঞ্জিন স্টার্টের সময় তাকে-
লোডে রাখতে হয়
লোডমুক্ত রাখতে হয়
অতিরিক্ত লোড দিতে হয়
কোনোটিই নয়
2511. গাড়িতে সাধারণত কেমন ব্রেক ব্যবহার করা হয়?
শু ব্রেক
ব্যান্ড অ্যান্ড ব্লক ব্রেক
ব্যান্ড ব্রেক
ইন্টারনাল এক্সপানডিং ব্রেক
2512. নিচের কোনটি কুলিং সিস্টেমের অংশ নয়?
রেডিয়েটর
কার্বুরেটর
থার্মোস্ট্যাট ভালভ
ওয়াটার জ্যাকেট
2513. রেফ্রিজারেন্ট নিয়ন্ত্রকের কাজ কী?
চাপ বৃদ্ধি করা
চাপ একই রাখা
চাপ কমানো
কোনোটিই নয়
2514. কুলিং সিস্টেমের কাজ কী?
ইঞ্জিনকে গরম করা
গতি বৃদ্ধি করা
গতিহ্রাস করা
ইঞ্জিনকে ঠান্ডা করা
2515. CFC মুক্ত রেফ্রিজারেন্ট কোনটি?
R-112
R-110
R-134a
R-122
2516. লিন মিক্সচারের অনুপাত কত?
১:১২
১:১৫
১:৯
১:৭
2517. একটি ছোট ইঞ্জিনের ক্ষমতা বাড়ানো যায় কীভাবে?
সিলিন্ডার বড় করে
টার্বো চার্জিং করে
ডিজেল ব্যবহার করে
পিস্টনের স্ট্রোক বাড়িয়ে
2518. ১৩০০ সিসি ইঞ্জিনের দ্বারা কী বুঝায়?
জ্বালানি ট্যাংকের ধারণক্ষমতা
পিচ্ছিলকারক তেলের ক্ষমতা
ক্লিয়ারেন্স আয়তন
সুয়েন্ট আয়তন
2519. কুলিং সিস্টেমের কোন অংশটি ইঞ্জিনের রানিং ১৯৭ খ তাপমাত্রায় রাখতে সাহায্য করে?
পাম্প
রেডিয়েটর
থার্মোস্ট্যাট
আপার হুস
2520. ক্র্যাঙ্ককেসের উদ্দেশ্য কী?
গ্যাসোলিন ও পানি সরিয়ে নেয়া
স্ল্যাগ ও সেডিমেন্ট সরিয়ে নেয়া
তেলকে ঠান্ডা করা
ক্র্যাঙ্ককেস-এ প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা