2511. লুব্রিকেশন সিস্টেমের সাধারণত কাজ কী?
যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয়, তাকে হ্রাস করে
এটির ইঞ্জিনের যন্ত্রাংশকে পরিষ্কার রাখে
এটির পিস্টন এবং সিলিন্ডার লাইনারের মধ্য স্থানে একটি আবরণ সৃষ্টি করে প্রজ্বলিত গ্যাসকে লিকেজ হতে দেয় না
ব্যাখ্যা: লুব্রিকেশন সিস্টেম উপরোক্ত ক, খ এবং গ এর পাশাপাশি নিম্নোক্ত কাজসমূহ করে থাকে, যথা-
(i) চলমান যন্ত্রাংশসমূহের ক্ষয় কমায়।
(ii) কুলিং মিডিয়াম হিসাবে কাজ করে।
(iii) বিয়ারিং এবং ইঞ্জিনের যন্ত্রাংশসমূহের ধাক্কা (Shock) শোষণ করে।
(iv) অক্সিডেশন (Oxidation) প্রতিরোধ করে।