Image
MCQ
2525. টোটাল ভলিউম ও ক্লিয়ারেন্স ভলিউমের অনুপাতকে কী বলে?
সম্প্রসারণ রেশিও
কম্প্রেশন রেশিও
ওপেন রেশিও
ক্লোজড রেশিও
2526. অটোমোবাইল কার ইঞ্জিনে সাধারণত কত রকমের পিস্টন রিং থাকে?
এক
দুই
তিন
চার
2527. দুটি তলের মধ্যকার লিকপ্রুফ সংযোগ দেয়ার জন্য কী ব্যবহার করা হয়?
বিয়ারিং
অয়েল প্যান
লাইনার
গ্যাসকেট
2528. গাড়ির ইঞ্জিনের পিস্টনের কাজ কোনটি?
পিস্টন ইঞ্জিনের শক্তিকে কানেকটিং রডের মাধ্যমে Crankshaft-কে চালিত করে Crankshaft-কে ঘূর্ণিত করে
এটি কানেকটিং রডের গাইড হিসেবে কানেকটিং রডকে চালিত করে
পিস্টন গ্রুন্ডের (খাঁজ) মধ্যে পিস্টন রিং ধারণ করে রাখে
উপরে লিখিত সবগুলোই সত্য
2529. ইনটেক ও এগজস্ট ভালভ একই সময়ে খোলা থাকাকে কী বলা হয়?
ভালভ ওভারল্যাপিং
পাওয়ার ওভারল্যাপিং
কম্প্রেশন ওভারল্যাপিং
ইনটেক ও ইগজস্ট স্ট্রোক ওভারল্যাপিং
2530. ইঞ্জিন সিলিন্ডারের ব্যাসকে কী বলে?
ব্যাসার্ধ
স্ট্রোক
বোর
ডেড সেন্টার
2531. কানেকটিং রড সংযোগ কোথায় থাকে?
পিস্টন ও ক্র্যাঙ্কশ্যাফটে
পিস্টনে
পিস্টন ও বিয়ারিং-এ
পিস্টন ও হেডে
2533. ইঞ্জিনে ওয়াটার জ্যাকেট কোথায় থাকে?
ইঞ্জিনের ভিতরে
সিলিন্ডাব ওয়ালের বাইরে
ইঞ্জিন ব্লাকে
সিলিন্ডার হেডে
2534. ফোর স্ট্রোক সাইকেল ইঞ্জিনের কার্যসম্পাদন কীভাবে সংঘটিত হয়?
সাকশন, কম্প্রেশন, এক্সপানশন এবং এগজস্ট
সাকশন, এক্সপানশন, কম্প্রেশন এবং এগজস্ট
এক্সপানশন, কম্প্রেশন, সাকশন এবং এগজস্ট
কম্প্রেশন, এক্সপানশন, সাকশন এবং এগজস্ট
2535. চার স্ট্রোক (4 stroke) ইঞ্জিনে একটি চক্র (Cycle) সম্পন্ন হয় কখন?
ক্র্যাঙ্কশ্যাফট-এর ১ ঘূর্ণনে
ক্র্যাঙ্কশ্যাফট-এর ২ ঘূর্ণনে
ক্র্যাঙ্কশ্যাফট-এর ৪ ঘূর্ণনে
চার বার স্পার্ক (Spark) হলে
2536. পিস্টন ও সিলিন্ডার ওয়াল-এর মধ্যবর্তী ফাঁককে কী বলে?
পিস্টন ক্লিয়ারেন্স
সিলিন্ডার ক্লিয়ারেন্স
রিং ক্লিয়ারেন্স
রিং গ্যাপ
2537. সিবি পয়েন্টের গ্যাপ সাধারণত কত?
৩৫ হতে ২৫ মিমি
২৫ হতে ৩৫ মিমি
৩৫ হতে ৫৫ মিমি
৪৫ হতে ৬৫ মিমি
2538. ক্যামশ্যাফ্টের কাজ কী?
ভালভ পরিচালনা
পুশরড পরিচালনা
ক্র্যাঙ্কশ্যাফ্ট পরিচালনা
জ্বালানি নিয়ন্ত্রণ