2529. গাড়ির ইঞ্জিনের পিস্টনের কাজ কোনটি?
পিস্টন ইঞ্জিনের শক্তিকে কানেকটিং রডের মাধ্যমে Crankshaft-কে চালিত করে Crankshaft-কে ঘূর্ণিত করে
এটি কানেকটিং রডের গাইড হিসেবে কানেকটিং রডকে চালিত করে
পিস্টন গ্রুন্ডের (খাঁজ) মধ্যে পিস্টন রিং ধারণ করে রাখে
ব্যাখ্যা: পিস্টন Internal combustion (IC) engine-এর একটি উপাদান। সিলিন্ডারের অভ্যন্তরে জ্বলন্ত Air-fuel মিশ্রণের চাপটিকে যে যন্ত্রের সাহায্যে ক্র্যাঙ্কশ্যাফটে রূপান্তর করা হয়, তা-ই হলো পিস্টন। পিস্টন উপরোক্ত ক, খ এবং গ এর কাজসমূহের পাশাপাশি নিম্নোক্ত আরো কিছু কাজ করে থাকে, যেমন-
(i) এটি সিলিন্ডারের আয়তন কমবেশি করে।
(ii) দহন চেম্বারে গ্যাসের অবিচ্ছিন্ন পরিবর্তন নিশ্চিত করে।
(iii) দহনে উৎপন্ন তাপ অপচয় হ্রাস করে।