Image
MCQ
25902. 'নীর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অগ্নি
চন্দ্র
গৃহ
বারি
25903. ১ ব্যাগ সিমেন্টে কত গ্যালন পানি প্রয়োজন হয়?
প্রায় ৭ গ্যালন
প্রায় ৮ গ্যালন
প্রায় ৯ গ্যালন
প্রায় ১০ গ্যালন
25904. 'বঙ্গভাষা' কবিতাটির রচয়িতা কে?
সুনীল গঙ্গোপাধ্যায়
হুমায়ূন আহমেদ
সমরেশ মজুমদার
মাইকেল মধুসূদন দত্ত
কোনোটিই নয়
25905. 'নন্দন' শব্দের অর্থ কোনটি?
বাতাস
ছেলে
নতুন
নীল
25906. কম্পাস জরিপে বিয়ারিং মাপার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
কম্পাস
ক্রিনোমিটার
টেস
থিওডোলাইড
25907. শওকত ওসমানের আসল নাম কী?
শেখ আজিজুর রহমান
শেখ রহমত রহমান
শেখ ফজলুল রহমান
শেখ বজলুর রহমান
কোনোটিই নয়
25908. নিচের কোনটি সিমেন্টের উপাদান নয়?
CaO
AlO3
SiO2
MgO
25909. এক কথায় প্রকাশ করুন: 'যে বিষয়ে কোনো বিরোধ নেই'।
অবিরোধী
অসংবৃত
নির্বিরোধী
অবিসংবাদী
কোনোটিই নয়
25910. নিচের কোন বানানটি শুদ্ধ?
অশরিরি
অশরীণী
অশরীরি
অশরীরী
25911. নিচের কোনটি 'পৃথিবী' শব্দের বিশেষণ?
বসুন্ধরা
ধরণী
পার্থিব
কোনোটিই নয়
25912. 'বালতি' কোন ধরনের শব্দ?
আরবি শব্দ
দেশি শব্দ
ফরাসি শব্দ
ফারসি শব্দ
কোনোটিই
25914. টেকোমিটার দিয়ে কী মাপা হয়?
বিয়ারিং
উচ্চতা
দৈর্ঘ্য
প্রন্থ
25915. ইটের গাঁথুনী শেষ হবার কত দিন পরে প্লাস্টার করা উচিৎ?
২ দিন
৮ দিন
১৫ দিন
২৮ দিন
25916. 'মন্বন্তর'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
মন + অন্তর
মনন + অন্তর
মনু + অন্তর
মনুন + অন্তর
কোনোটিই নয়
25917. রাস্তার প্রস্তুতি তল সংস্থাপনের জন্য নিচের কোনটি করা হয়?
কটুরিং
স্টেডিয়া জরিপ
লেভেলিং
প্লেন টেবিল জরিপ
25918. সেপটিক ট্যাংকের দৈর্ঘ্যকে প্রন্থ অপেক্ষা কত গুণ বেশি ধরে ডিজাইন করা হয়?
2
১০
১৫
২০
25919. বাংলাদেশে প্রচলিত ইটের দৈর্ঘ্য সাধারণত হয়?
9"
9.5"
9.25"
10"
25920. 'তামার বিষ' বাগধারার অর্থ-
গভীর আঘাত
ধাতব পদার্থের আঘাত
পুরানো ক্ষত
অর্থের কুপ্রভাব