MCQ
25861. শরতের শিশির-বাগধারা শব্দটির অর্থ কী?
সুসময়ের বন্ধু
সুসময়ের সঞ্চয়
শরতের শোভা
শরতের শিউলি ফুল
25862. 'তিমির' এর বিপরীতার্থক শব্দ- (প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিস সহায়ক: ২৩/ জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার: ১২]
আলো
অন্ধকার
কালো
তিরস্কার
25863. শিব রাত্রির সলতে-বাগধারাটির অর্থ কী?
শিবরাত্রির আলো
একমাত্র সঞ্চয়
একমাত্র সন্তান
শিবরাত্রির গুরুত্ব
25864. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
ঐচ্ছিক-অনাবশ্যিক
কুটিল-সরল
কম-বেশি
কদাচার-সদাচার
25865. 'চঞ্চল' এর বিপরীত শব্দ কোনটি- তিতাস গ্যাস লি. অফিসার: ১৮।
উৎরাই
অবিচল
অপটু
স্থির
25866. . 'প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ কী?
ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
ভূমিতে প্রোথিত তরুমূল
যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
25867. কোনটি 'গুপ্ত' এর বিপরীত শব্দ? প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ০৮/
প্রকাশ
উন্মীলিত
অব্যক্ত
ব্যক্ত
25868. 'কুটিল' এর বিপরীত শব্দ কোনটি? প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩)
অকুটিল
বাঁকা
সরল
হালকা
25869. 'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ- (১৫তম বিসিএস)
শৈত্য
শীতল
উত্তাপ
হিম
25870. 'ক্ষতি' এর বিপরীতার্থক শব্দ কোনটি? জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার (আইটি)। ১৬/ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক। ১২।
অনুকূল
ব্যবসা
সামান্য
ফায়দা
25871. 'জঙ্গম' এর বিপরীতার্থক শব্দ কোনটি? ২৪তম বিসিএস)
অরণ্য
সমুদ্র
পর্বত
স্থাবর
25872. 'অভিরাম' শব্দের অর্থ কী?
বিরামহীন
বালিশ
চলন
সুন্দর
25873. 'খিড়কি' এর বিপরীত শব্দ কী? ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২/ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন)। ১৩/
বাতায়ন
গুপ্ত পথ
চিলেকোঠা
ঘসিংহদ্বার
25874. 'তেজী' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? (১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৬/১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৫)
অন্তেজ
শক্তি
নিস্তেজ
তেজ
25875. 'খাতক' শব্দের বিপরীত শব্দ কোনটি? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা। ২৩/ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক: ১৯/১২তম বেসরকারী শিক্ষক নিবন্ধন:
বন্ধু
সম্পদ
মহাজন
জমি
25876. 'চিরন্তন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? জনতা ব্যাংক লি. অফিসার (আইটি): ১৬/ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (সুরমা): ১৩]
পুরাতন
তিরোভাব
ক্ষণকালীন
পরলোক
25877. 'গৌরব' এর বিপরীত শব্দ কী? বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার: ০৭।
অপমান
লজ্জা
অমর্যাদা
অহঙ্কার
25878. . 'চপল' এর বিপরীত শব্দ-বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের অফিসার:১৭/
স্তব্ধ
ঠাণ্ডা
গম্ভীর
রাশভারী
25879. দ্বারা, দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
তৃতীয়া বিভক্তি
প্রথমা বিভক্তি
দ্বিতীয়া বিভক্তি
শূন্য বিভক্তি
25880. 'গৃহী' শব্দের বিপরীত শব্দ- ৩৩তম বিসিএস)
সংসারী
সঞ্চয়ী
সংস্থিতি
সন্ন্যাসী