MCQ
26961. রোলিং মাধ্যমে মৃত্তিকাকে করা হয়-
কমপ্যাকশন
কনসলিডেশন
সোয়েলিং
কোনোটিই নয়
26962. প্রক্টরের প্রতি স্তরের মৃত্তিকা দৃঢ়ীকরণে কতবার হাতুড়ি ফেলতে হবে?
৪৫ বার
৩০ বার
২৫ বার
৫০ বার
26963. Standard Penetration Test (SPT)-এ ব্যবহৃত হ্যামারের ওজন কত? [BWDB-20]
৬১.৫ কেজি
৬৩.৫ কেজি
৬২.৫ কেজি
৬৫.৫ কেজি
26964. ভয়েড রেশিও এবং প্রযুক্ত চাপ লগারিদম স্কেলে প্লট করে যে কার্ড আঁকা হয়, তার নাম-
P log e কার্ড
pc কার্ড
pe কার্ড
e log p কার্ড
26965. মৃত্তিকার আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ, শিয়ার স্ট্রেংথের কত গুণ হয়?
৩ গুণ
২ গুণ
৫ গুণ
৪ গুণ
26966. Compression index কোন test থেকে বের করা হয়?
Direct shear test
Unconfined compression test
Standard penetration test
Consolidation test
26967. হস্তচালিত অগারের ব্যাস-
২৫ সেমি থেকে ২৭ সেমি
২৫ সেমি থেকে ৩০ সেমি
১০ সেমি থেকে ১৫ সেমি
১৫ সেমি থেকে ২০ সেমি
26968. স্থাপনার সেটেলমেন্ট নিরূপণের জন্য মাটির কোন ধর্ম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? [ΒΕΡΖΑ-23]
Permeability
Density
Shear strength
Consolidation
26969. আদর্শ প্রক্টর পরীক্ষায় মৃত্তিকা দৃঢ়ীকরণকালে হাতুড়িকে কত উঁচু থেকে ফেলতে হয়?
৩০.৫ সেমি
৩৫.৫ সেমি
৩৫ সেমি
২৮ সেমি
26970. Soil sample-এর bulk density = 2.3 kg/cm³, water content = 15% হলে dry density কত? [MOCA-19, MOLE-19, BB-21]
1 gm/cm³
1.5 gm/cm³
2 gm/cm³
2.5 gm/cm³
26971. নিম্নের কোনটি Shallow foundation?
Well foundation
Pile foundationion
Pier foundation
Footing
26972. e log p কার্ড থেকে মৃত্তিকার বিভিন্ন মাত্রা ৯০ ক চাপে কী জানা যায়?
পয়সনের অনুপাত
ভেদ্যতার মাত্রা
ভয়েড রেশিওর মাত্রা
কোনোটিই নয়
26973. স্থির নিশ্চল চাপা বলের মাধ্যমে সম্পৃক্ত মৃত্তিকাকে দৃঢ়াবদ্ধ করার প্রক্রিয়ার নাম-
সোয়েলিং
কনসলিডেশন
কমপ্যাকশন
সবগুলো
26974. কংক্রিটের বাঁধের জন্য কমপক্ষে কত মিটার পর পর বোরহোল করতে হয়?
২০ থেকে ৪০ মিটার
৩০ থেকে ৬০ মিটার
৪০ থেকে ৮০ মিটার
৫০ থেকে ১০০ মিটার
26975. দুই বিন্দুর পিজোমেট্রিক লেভেল পার্থক্যকে বলা হয়-
পজিশন হেড
হাইড্রলিক হেড
পিজোমেট্রিক হেড
কোনোটিই নয়
26976. সোয়েলিং-এর ফলে ভয়েড রেশিওর পরিমাণ কী হয়?
বৃদ্ধি পায়
একই থাকে
কমে যায়
শূন্য হয়ে যায়
26977. ট্রাই-অ্যাক্সিয়াল টেস্টে বিকৃতির মাত্রা সর্বাধিক কত ধরা হয়?
25%
27%
20%
30%
26978. ভূ-স্তর উদঘাটনের ধাপ কয়টি?
১টি
৩টি
৪টি
৫টি
26979. Liquid limit এবং Plastic limit-এর মধ্যে গাণিতিক পার্থক্যকে কী বলা হয়?
Liquid index
Plasticity index
Soil index
কোনোটিই নয়
26980. 0.4 হেক্টর জায়গার উপর প্রস্তাবিত ইমারতের জন্য সাধারণত কয়টি বোরহোল করতে হয়?
৫টি
৭টি
৬টি
১০টি