Image
MCQ
27061. কোনটি স্যানিটারি ফিটিং নয়?
সিঙ্ক
ওয়াটার ক্লোজেট
স্টপ কক
ইউরিন্যাল
27062. কাঠামোর সর্বনিম্ন অংশ-
ফুটিং
অফসেট
ভিত্তি
প্লিন্থ
27063. রান্নাঘর থেকে যে পাইপের মাধ্যমে দূষিত পানি নিষ্কাশন করা হয়-
সয়েল পাইপ
ভেন্ট পাইপল
ওয়েস্ট পাইপ
অ্যান্টিসাইফোনেজ পাইপ
27064. কংক্রিট ঢালাই-এর কত সময় পর কিউরিং করা প্রয়োজন?
4-10 hour
6-24 hour
6-12 hour
24-48 hour
27065. কোনটি প্রজেক্ট ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত?
প্রজেক্ট প্লানিং
প্রজেক্ট শিডিউলিং
প্রজেক্ট কন্ট্রোলিং
সব কয়টি
27066. ফাটলের হাত হতে ভিত্তিকে রক্ষা করতে হলে মাটির অভ্যন্তরে ভিত্তিকে প্রবেশ করাতে হবে কমপক্ষে-
50cm
60cm
80cm
90cm
27067. পাইপ লাইনের সমাপ্তি না ঘটিয়ে আপাতত বন্ধ রাখতে ব্যবহৃত হয়-
প্লাগ-
স্টপ কক
গেট ভালভ
সিঙ্ক
27068. 90°-এর চেয়ে অল্প কোণে লাইনের দিক পরিবর্তন করতে ব্যবহার হয়-
বেন্ড
এলবো
টি
রিডিউসার
27069. মাটির প্রকৃতির ওপর নির্ভর করে নিরাপদ সহগের মান ধরা হয়-
1 to 2
2 to 3
3 to 4
2 to 5
27070. প্লাম্বিং সার্ভিস হলো-
পানি সরবরাহ ব্যবস্থা করা
ড্রেনেজের ব্যবস্থা করা
স্যানিটারি ফিটিংস প্রদান করা
সব কয়টি
27071. ওয়াসার মূল পাইপ লাইন থেকে ভোক্তার পাইপ লাইনে ব্যবহৃত স্টপ কক পর্যন্ত দূরত্বকে বলে-
ভোক্তার পাইপ লাইন
ওয়াটার সাব-মেইন
যোগাযোগ পাইপ লাইন
ওয়াটার মেইন
27072. ব্রিজ Abutment-এর উভয় প্রান্তের মাটি ধরে রাখার জন্য যে Wall দেওয়া হয়, তাকে বলা হয়
Wing Wall
Breast Wall
Masonry Wall
Reinforced Concrete Wall
27073. কাঠামোর উপর আগত লোড প্রধানত কত প্রকার?
2
3
4
5
27074. বর্গাকার দালান অপেক্ষা আয়তাকার দালানের দেয়ালের খরচ বেশি হয়-
5-10%
10-15%
15-20%
20-25%
27075. প্রজেক্টের উদ্দেশ্য-
4টি
3টি
2টি
5টি
27076. গ্রীষ্মকালে ভেন্টিলেশন কাজে আপেক্ষিক তাপমাত্রা ধরা হয়-
22.9°F
23.9°F
22.9°C
23.9°C
27077. কৃত্রিম ভেন্টিলেশন-
2 প্রকার
3 প্রকার
4 প্রকার
5 প্রকার
27078. দালানে ব্যবহৃত দূষিত পানি সংগ্রহের জন্য কোন ফিক্সচার ব্যবহৃত হয়?
ওয়াশ বেসিন
গেট ভালভ
পিলার কক
পানি ট্যাপ
27079. একতলা অপেক্ষা দোতলায় খরচ কম হয়-
10%
15%
20%
25%
27080. কোনটি ভিত্তি প্রদানের উদ্দেশ্য নয়?
লোডের তীব্রতা হ্রাস করার জন্য
অসম লোডকে সমভাবে ছড়ানোর জন্য
মাটির সরণ প্রতিরোধের জন্য
কাঠামোর ওজনকে ধারণ করার জন্য