EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
27061. প্রজেক্টের উদ্দেশ্য-
4টি
3টি
2টি
5টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রজেক্ট-এর উদ্দেশ্য তিনটি: (১) নির্দিষ্ট সময়ে প্রজেক্ট সমাপ্ত করা। (ii) স্বল্প মূলধনের সাহায্যে প্রজেক্ট সম্পন্ন করা। (iii) কালক্ষেপণ ছাড়া মিতব্যয়িতার সাথে গ্রহণযোগ্য জনশক্তি ও নির্মাণসামগ্রী দ্বারা প্রজেক্ট সম্পন্ন করা।
27062. কোনটি প্রজেক্ট ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত?
প্রজেক্ট প্লানিং
প্রজেক্ট শিডিউলিং
প্রজেক্ট কন্ট্রোলিং
সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রজেক্ট ম্যানেজমেন্ট-এর ধাপসমূহঃ ( i) প্রজেক্ট প্লানিং (ii) প্রজেক্ট সিডিওলিং (iii) প্রজেক্ট কন্ট্রোলিং)
27063. ফাটলের হাত হতে ভিত্তিকে রক্ষা করতে হলে মাটির অভ্যন্তরে ভিত্তিকে প্রবেশ করাতে হবে কমপক্ষে-
50cm
60cm
80cm
90cm
27064. বর্গাকার দালান অপেক্ষা আয়তাকার দালানের দেয়ালের খরচ বেশি হয়-
5-10%
10-15%
15-20%
20-25%
27065. দালানে ব্যবহৃত দূষিত পানি সংগ্রহের জন্য কোন ফিক্সচার ব্যবহৃত হয়?
ওয়াশ বেসিন
গেট ভালভ
পিলার কক
পানি ট্যাপ
27066. রান্নাঘর থেকে যে পাইপের মাধ্যমে দূষিত পানি নিষ্কাশন করা হয়-
সয়েল পাইপ
ভেন্ট পাইপল
ওয়েস্ট পাইপ
অ্যান্টিসাইফোনেজ পাইপ
27067. মাটির প্রকৃতির ওপর নির্ভর করে নিরাপদ সহগের মান ধরা হয়-
1 to 2
2 to 3
3 to 4
2 to 5
27068. ব্রিজ Abutment-এর উভয় প্রান্তের মাটি ধরে রাখার জন্য যে Wall দেওয়া হয়, তাকে বলা হয়
Wing Wall
Breast Wall
Masonry Wall
Reinforced Concrete Wall
ব্যাখ্যা: উইং ওয়াল: এবাটমেন্টের পেছনের ভরাট করা মাটি আটকে রাখার জন্য যে দেয়াল বা কাঠামো নির্মাণ করা হয়, তাক উইং ওয়াল বা পাখনা দেওয়াল বলে। Breast Wall: ব্রিজের সার্ভারকে বা টি বিমকে বসানোর জন্য যে ওয়াল নির্মাণ করা হয়, তাকে বেস্ট ওয়াল বলে।
27069. কৃত্রিম ভেন্টিলেশন-
2 প্রকার
3 প্রকার
4 প্রকার
5 প্রকার
27070. গ্রীষ্মকালে ভেন্টিলেশন কাজে আপেক্ষিক তাপমাত্রা ধরা হয়-
22.9°F
23.9°F
22.9°C
23.9°C
27071. কোনটি ভিত্তি প্রদানের উদ্দেশ্য নয়?
লোডের তীব্রতা হ্রাস করার জন্য
অসম লোডকে সমভাবে ছড়ানোর জন্য
মাটির সরণ প্রতিরোধের জন্য
কাঠামোর ওজনকে ধারণ করার জন্য
ব্যাখ্যা: ভিত্তি প্রদানের উদ্দেশ্য- (i) লোভের তীব্রতা হ্রাস করা (ii) লোভের সুষম বণ্টন (iii) কাঠামোকে সমতল পৃষ্ঠ প্রদানের জন্য (iv) কাঠামোর স্থায়িত্বতা প্রদান (v) মাটির সরণ প্রতিরোধের জন্য।
27072. একতলা অপেক্ষা দোতলায় খরচ কম হয়-
10%
15%
20%
25%
27073. প্লাম্বিং সার্ভিস হলো-
পানি সরবরাহ ব্যবস্থা করা
ড্রেনেজের ব্যবস্থা করা
স্যানিটারি ফিটিংস প্রদান করা
সব কয়টি
27074. কাঠামোর সর্বনিম্ন অংশ-
ফুটিং
অফসেট
ভিত্তি
প্লিন্থ
ব্যাখ্যা: কোনো কাঠামোর সর্বনিম্ন অংশ, যা মাটির ভিতরে থাকে অর্থাৎ কাঠামোর নিম্নতম অংশকে ভিত্তি বা বুনিয়াদ বলে। এটি সুপারস্ট্রাকচারের বেইজ হিসেবে কাজ করে।
27075. কাঠামোর উপর আগত লোড প্রধানত কত প্রকার?
2
3
4
5
ব্যাখ্যা: কাঠামোর উপর আগত লোড তিন প্রকার, যথা- (i) ডেড লোড (ii) লাইভ লোড (iii) এনভায়রনমেন্টাল লোড।
27076. ওয়াসার মূল পাইপ লাইন থেকে ভোক্তার পাইপ লাইনে ব্যবহৃত স্টপ কক পর্যন্ত দূরত্বকে বলে-
ভোক্তার পাইপ লাইন
ওয়াটার সাব-মেইন
যোগাযোগ পাইপ লাইন
ওয়াটার মেইন
27077. কংক্রিট ঢালাই-এর কত সময় পর কিউরিং করা প্রয়োজন?
4-10 hour
6-24 hour
6-12 hour
24-48 hour
27078. কোনটি স্যানিটারি ফিটিং নয়?
সিঙ্ক
ওয়াটার ক্লোজেট
স্টপ কক
ইউরিন্যাল
27079. পাইপ লাইনের সমাপ্তি না ঘটিয়ে আপাতত বন্ধ রাখতে ব্যবহৃত হয়-
প্লাগ-
স্টপ কক
গেট ভালভ
সিঙ্ক
27080. 90°-এর চেয়ে অল্প কোণে লাইনের দিক পরিবর্তন করতে ব্যবহার হয়-
বেন্ড
এলবো
টি
রিডিউসার