MCQ
27041. পাথর বা শক্ত স্তরের অধিকৃত নমুনা সংগ্রহ করার পদ্ধতি-
টেস্ট সিলিন্ডার
ওয়াশ বোরিং
কোর ড্রিলিং
পারকুশন বোরিং
27042. কোনো দালানের ভূনিম্নস্থ তলকে বলে-
সাবস্ট্রাকচার
সুপারস্ট্রাকচার
বেইজমেন্ট ফ্লোর
আন্ডার গ্রাউন্ড ফ্লোর
27043. 10m গভীরতা পর্যন্ত গর্ত খনন করতে টিম্বারিং পদ্ধতি-
বক্স শিটিং
শিট পাইলিং
ভার্টিক্যাল শিটিং
রানার
27044. যে বৃহদাকার গর্তে মানুষ প্রবেশ করে মাটির স্তর পর্যবেক্ষণ করতে পারে-
বোরিং
অ্যাগার বোরিং
কোর ড্রিলিং
ওপেন ট্রায়াল পিট
27045. স্টে ব্রেসিং-এ পোলিং বোর্ড স্থাপন করা হয়-
1.5-4m পর পর
2-4m, পর পর
3-4m পর পর
4-5m পর পর
27046. পাঁচতলা দালানের তৃতীয়তলার কলাম ডিজাইনের জন্য লাইভ লোডের কমতির হার-
10%
20%
30%
40%
27047. ভিত্তি সংস্থাপনে সমকোণ মাপা হয়-
3,4 ও 5 একক দৈর্ঘ্য পদ্ধতি দ্বারা
থিওডোলাইট দিয়ে
রাজমিস্ত্রির মাটামের সাহায্যে
উপরের সব কয়টি
27048. ভিত্তির খাদ কাটার আগে কাগজের উপর অঙ্কিত প্ল্যান- এর স্কেল-
1:50
1:100
1:500
1:150
27049. মাটি তদন্তের প্রধান উদ্দেশ্য-
ভিত্তির গভীরতা নির্ধারণ
ভূমিম্নস্থ পানির অবস্থা জানা
মাটির ঘনত্ব নির্ধারণ
ভারবহন ক্ষমতা জানা
27050. মাটির কণাকে জমাটবদ্ধ করতে ব্যবহৃত হয়-
সোডিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম ক্লোরাইড
পটাশিয়াম ক্লোরাইড
ম্যাগনেশিয়াম ক্লোরাইড
27051. ভারবহন ক্ষমতা বেশি-
বেলে মাটিতে
কাদা মাটিতে
এঁটেল মাটিতে
দোআঁশ মাটিতে
27052. 4m গভীরতা পর্যন্ত পরিখা খনন করতে যে পদ্ধতিতে টিম্বারিং করা হয়-
বক্স শিটিং
স্টে ব্রেসিং
রানার
ভার্টিক্যাল শিটিং'
27053. কুপিং বলতে বুঝায়-
গ্রাউটিং করার পদ্ধতি
ভিত্তির গভীরতা বৃদ্ধি করার পদ্ধতি
মাটির কম্প্যাকশন করার পদ্ধতি
মাটি সীমাবদ্ধ করার পদ্ধতি
27054. রেকিং শোরে ব্যবহৃত স্থাপন করা হয়? রেকারগুলোকে কত ডিগ্রি কোণে স্থাপন করা হয়?
30°-45°
30°-60°
40°-75°
45°-75°
27055. 1 m³ RCC-এর ওজন-
1920 kg
2200 kg
2400 kg
2800 kg
27056. সাধারণ ইমারত নির্মাণে মাটি পরীক্ষা করতে ব্যবহৃত হয়-
গর্ত পরীক্ষা
অ্যাগার বোরিং
শলাকা পদ্ধতি
ওয়াশ বোরিং
27057. নিরাপদ সহগ-
কার্যকরী ভারবহন ক্ষমতা/নিরাপদ ভারবাহী ক্ষমতা
সর্বোচ্চ ভারবাহী ক্ষমতা/নিরাপদ ভারবাহী ক্ষমতা
গ্রহণযোগ্য ক্ষমতা/নিরাপদ ভারবাহী ক্ষমতা
কোনোটিই নয়
27058. সাইট এক্সপ্লোরেশনের উদ্দেশ্য নয়-
ডিগ্রি অব কম্প্যাকশন
বসনের পূর্বাভাস
আন্ডার গ্রাউন্ড ওয়াটার লেভেল
লোকেশন অব স্ট্রাকচার
27059. মাটির ভারবহন ক্ষমতা নির্ভর করে-
ভিত্তির চওড়ার ওপর
লোড প্রয়োগের ওপর
মাটির প্রকারভেদের ওপর
কাঠামোর গাঁথুনির ওপর
27060. মাটির ভারবহন ক্ষমতা নির্ণয় পদ্ধতি-
2
3
4
5