Image
MCQ
27001. Liquid limit থেকে Plastic limit-এর বিয়োগফলকে বলে-[PWD-2000]
Flow index
Liquidity index
Shrinkage index
Plasticity index
27002. পানির মাধ্যমে মৃত্তিকা স্থানান্তরিতকে বলা হয়-
বালিয়াড়ি
পাললিক মৃত্তিকা
উপবেশন মৃত্তিকা
ক্লিফট
27003. ট্রাই-অ্যাক্সিয়াল টেস্টে বিভিন্ন মৃত্তিকার টেস্ট করা হয়- [R&H-06]
কমপ্যাকশন
কনসলিডেশন
শিয়ার স্ট্রেংথ
টেনসাইল স্ট্রেংথ
27004. কোনো মৃত্তিকার তারল্য সীমা ২০% কম হলে কোন শ্রেণির মৃত্তিকা? [BGDCL-17]
নম্যতা
পলি
বেলে
কাদা
27005. নিচের কোন Relationship-টি সঠিক? (PWD-2000)
n=(1+e)/e
n= e/(1+e)
e=n/(1+n)
e=(1+n)/n
27006. এমআইটি শ্রেণিবিন্যাস (MIT Classification) অনুসারে সর্বোচ্চ কত মাপের মাটিকে বালি হিসাবে ধরা হয়? [MODMR-06]
২.০০ মিমি
০.০২ মিমি
০.২ মিমি
০.০০২ মিমি
27007. গ্রুপ ইনডেক্সের মান যত কম হবে সে মাটি সাবগ্রেডের জন্য তত--[BGDCL-17]
উপযোগী হবে
দৃঢ়াবন্ধ হবে
অনুপযোগী হবে
কোনোটিই নয়
সবগুলোই
27008. Column's law অনুযায়ী মাটির Shearing strength হলো- [PWD-2000]
c-ptan∅
c-ctan∅
c+p tan∅
p-ctan∅
27009. Clay-এর Maximum grain size কত?
০.০০২ মিমি
০.২ মিমি
০.০০০ মিমি
০.০২ মিমি
27010. বালি, পলি ও কাদামিশ্রিত পলি বায়ুবাহিত হয়ে স্থানান্তরের মাধ্যমে সৃষ্টি হয়-
মেরিন মৃত্তিকা
ড্রিফট
পাললিক মৃত্তিকা
বালিয়াড়ি
27011. বালুর আপেক্ষিক গুরুত্বের সবচেয়ে নিকটতম মান হলো- [PWD-2000]
১.২
২.০
১.৫
২.৭
27012. নিচের কোন পরীক্ষাটি মাটি পরীক্ষা পদ্ধতি নয়? [RAJUK-17]
Core boaring
Test cylinder
Test Pile
Wash boring
কোনোটিই নয়
27013. নিচের কোনটি স্থুলদানার মৃত্তিকা?
GM
OL
M
ML
27014. নিচের কোনটি সূক্ষ্মদানার মৃত্তিকা?
CL
GW
SP
Sw
27015. নিচের কোন প্রকার মাটির ভিতর দিয়ে সবচেয়ে সহজে পানি প্রবাহিত হতে পারে? [MOLE-19]
গ্র্যাভেল
মোটা বালু
চিকন বালু
Clay
27016. গ্রুপ ইনডেক্স-এর মান নিকটবর্তী কোন সংখ্যায় প্রকাশ করা হয়?
মূলদ সংখ্যা
পূর্ণসংখ্যা
বিজোড় সংখ্যা
বর্ণসংখ্যা
27017. Silt-এর Maximum grain সাইজ কত?
০.০৬ মিমি
০.২ মিমি
০.০০০২ মিমি
১ মিমি
27018. ড্রাই ভলিউম (Volume), ওয়েট ভলিউমের কত গুণ? [PWD-04]
১.৫
27019. কোন ধরনের মাটির ভারবহন ক্ষমতা বেশি? [PPA-18]
বেলেমাটি
এঁটেল মাটি
দোআঁশ মাটি
বালি
কোনোটিই নয়
27020. I_D- এর সর্বোচ্চ মান কত হতে পারে? [R&H-06]
8