27014. ক্রীতদাসের হাসি কার রচনা?
ব্যাখ্যা: তথ্য: ক্রীতদাসের হাসি বাংলাদেশী কথাসাহিত্যিক শওকত ওসমান
রচিত উপন্যাস। এ উপন্যাসের মূল চরিত্র ততারী। গণতন্ত্রিক জন্যই আবার নেমে আসে সামরিক শাসন তবুও লেখকের প্রতিবাদ
চেতনাকে ভয় পায় স্বৈরাচারী শাসক। এই চেতনাকে দমন করার
স্তব্ধ থাকেনি।