EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
28661. মিহি বালিতে ১০% পানি দিলে কত (%) আয়তন স্ফীতি হয়?[BB-211]
৩০%
৩৫%
80%
২৫%
ব্যাখ্যা: ব্যাখ্যা: বালিতে পানির পরিমাণ হ্রাস-বৃদ্ধিতে এর আয়তনের ক্ষেত্রে বিশেষভাবে প্রতিফলিত হয়। এমনকি বালিতে বালির ওজনের 4% হতে 5% পানি থাকলে এর আয়তন 20% হতে 25% পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। শুষ্ক বালিতে পানি দিলে এর আয়তন স্ফীত হয়। অনুরূপভাবে 10% পানি দিলে 40% থেকে 50% ৩৫। আয়তন স্ফীতি হওয়ার সম্ভাবনা থাকে।
28662. রেলপথের ব্যালাস্ট হিসাবে কোন পাথর ব্যবহার করা হয়? [BB-21]
ল্যাটারাইট
গ্র্যাভেল
গ্রানাইট
ব্যাসাল্ট
28663. টুল ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়- [TTC-21]
টুল স্টিল
সিরামিক টুল
কার্বন স্টিল
ডায়মন্ড টুল
ব্যাখ্যা: ব্যাখ্যা: টুল ম্যাটেরিয়ালস হিসাবে নিম্নোক্ত ম্যাটেরিয়ালস ব্যবহৃত হয়- (i) কার্বন স্টিল (ii) হাইস্পিড স্টিল iii) সিমেন্টেড কার্বাইড iv)ডায়মন্ড টুল v) টুল স্টিল
28664. কংক্রিটের ইনিশিয়াল সেট দ্রুতকরণের জন্য নিচের কোন অ্যাড মিক্সচারটি ব্যবহার করা হয়? [BGFCL-21]
জিপসাম
ক্যালসিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম কার্বনেট
ম্যাগনেশিয়াম ক্লোরাইড
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যালসিয়াম সালফেট (CaSO, 2H₂) এটি Setting Action মন্থর করে সেটিং টাইম বৃদ্ধি করে। পক্ষান্তরে, ক্যালসিয়াম ক্লোরাইড এবং আলুমিনা পানির সাথে বিক্রিয়া করে জমাটবদ্ধতা ত্বরান্বিত করে।
28665. The density of concrete---- with increase in the size of aggregate.
not change
increases
decreases
infinity
28666. ভবনের ছাদে পানি চুয়ানো বন্ধের জন্য ও তাপ প্রতিরোধ করার জন্য নিম্নের কোনটি ব্যবহৃত হয়?/DM-19, BB-211
সিমেন্ট কংক্রিট
বিটুমিনাস কংক্রিট
লাইম কংক্রিট
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: জলছাদ করতে লাইম কংক্রিট ব্যবহৃত হয়। এ ছাড়া বুনিয়াদ গাঁথুনির নিচে যেখানে কাঠামোর লোড সেখানে ব্যবহৃত হয়। সিমেন্ট কংক্রিট বিম স্ল্যাব-এর ঢালাইয়ের কাজে এবং শব্দ, তাপ এবং অগ্নিপ্রতিরোধে ব্যবহৃত হয়।
28667. পাথরের পানি শোষণক্ষমতা শতাংশের বেশি হলে তা নির্মাণকাজে পরিত্যাজ্য। [PPA-20]
৫%
১৫%
১০%
২০%
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পাথরের পানি শোষণক্ষমতা ১০% এর চেয়ে বেশি হলে পাথর দুর্বল হয়ে যায়। এর বেশি হলে নির্মাণকাজে ব্যবহার করা যাবে না।
28668. ছাদের ঢালাইয়ে ব্যবহৃত পাথর কোনটি? [PPA-20]
গ্রানাইট
ব্যাসল্ট
স্লেট
প্যারিস
ব্যাখ্যা: ব্যাখ্যা: ছাদ নির্মাণের জন্য সারা পৃথিবীতে প্লেট বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে। কারণ, এটি পাতলা শিটের মতো কাটা যায় এবং এটি ভালো আর্দ্রতা ও পানিরোধী।
28671. মার্বেলের রাসায়নিক নাম কী? [PPA-20]
মেটাফরমিক রক
আগিলেক্যুয়াস রক
ক্যালকেরাস রক
সিলিকাস রক
ব্যাখ্যা: ব্যাখ্যা: মার্বেল হলো একটি মেটামরফিক রক, যা কার্বনেট খনিজের সাধারণত (ক্যালসাইট অথবা ডলোমাইট) পুনঃস্কটিকীকরণের মাধ্যমে গঠিত হয়।
28672. The material used as an ingredient of concrete is usually-
cement
water
aggregate
all of these
28675. The function of aggregates in concrete is to serve as-
binding material
filler
catalyst
all of these
28676. বাণিজ্যিকভাবে স্টিল উৎপাদনের জন্য কোন তিনটি কাঁচামাল ব্যবহৃত হয়? [BGFCL-21]
আয়রন ওর, কয়লা ও সালফার
আয়রন ওর, কার্বন ও সালফার
আয়রন ওর, কয়লা ও লাইম স্টোন
আয়রন ওর, কার্বন ও লাইম স্টোন
কোনোটিই নয়
28677. কোন ধাতুর Ductility সর্বোচ্চ? [TTC-21]
Mild steel
Zinc
Copper
Aluminium
ব্যাখ্যা: ব্যাখ্যা: নমনীয়তা (Ductility) : কোনো ধাতুর উপর টানা লোড প্রয়োগ করলে না ছিঁড়ে লম্বা হওয়ার গুণকে নী ধাতুর নমনীয়তা (Ductility) বলে। ধাতুর এই গুণ দৈর্ঘ্যের শতক বৃদ্ধি (Percentage of elongation of length) এবং ক্ষেত্রফলের শতক হ্রাস (Percentage of reduction of area) দ্বারা পরিমাপ করা হয়। মাইন্ড স্টিল, পেটা লোহা, অ্যালুমিনিয়াম, সিসা, তামা প্রভৃতি ধাতুতে এই গুণ বিদ্যমান।
28678. রডে কার্বনের পরিমাণ বেশি হলে-(MOCA-19, BBA-20, BB-21]
রড hard হবে
Ductility কমে যাবে
সহজে ভেঙে যাবে
উপরের সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: রডে কার্বনের পরিমাণ 3-4% বা সঠিক পরিমাণ হলে টানের ফলে রডের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কিন্তু কার্বনের পরিমাণ বেশি হলে নির্দিষ্ট দৈর্ঘ্য বৃদ্ধির পূর্বেই রডটি ভেঙে যাবে।
28679. The expansion of Portland cement is caused by-
free lime
silica
magnesia
both (b) and (c)