EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
29121. A first class bricks should not absorb water more than
10%
16%
20%
25%
29122. Ventilation এর উদ্দেশ্যে ব্যবহৃত pipe -কে বলা হয়-
Waste pipe
Soil pipe
Vent pipe
Siphon pipe
ব্যাখ্যা: ব্যাখ্যা: টয়লেটের গ্যাস বাহির করার জন্য যে উল্লম্ব পাইপ ব্যবহার করা হয় তাকে Vent পাইপ বলে। সঠিক উত্তর: (c)
29123. What is the most dominant constituent of cement?
Silica
Lime
Magnesia
Alumina
ব্যাখ্যা: Information:Cement contains about 60-65% of lime. Silica constitutes 17-25%, alumina 3- 8%, and magnesia 1-3% Answer: (b)
29124. L দৈর্ঘ্য বিশিষ্ট একটি Simply Supported Beam এর Mid point এ P লোড দিলে উহার সর্বোচ্চ Bending Moment কত?
PL
PL/4
PL²
PL/2
ব্যাখ্যা: ব্যাখ্যা: P লোড দুটি সাপোর্ট সমান ভাঘে ভাগ করে নিবে। যে কোন সাপোর্ট লোড = PL/2 এবং সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট= বল x সাপোর্ট হতে বলের লম্ব দূরত্ব = P/2 *L/2=PL/4
29125. The method of surveying in which field work and plotting work are done simultaneously, is called (যে সার্ভেয়িং পদ্ধতিতে মাঠের কাজ এবং প্লটিং কাজ একই সাথে করা হয় তাকে বলে) [DM SAE 2019, BIMAN-2020]
compass surveying
levelling
plane tabling
chain surveying
ব্যাখ্যা: তথ্য: plane table surveting সাধারণত মাঠে সারেজমিনে কাজ কাজ করা হয়ে থাকে এজন্য এই পদ্ধতিতে মাঠের কাজ এবং প্লটিং কাজ একই সাথে করা হয়। সঠিক উত্তর: (c)
29126. Pizometer tube দিয়ে তরল পদার্থের যে Pressure মাপা হয় উহাকে বলে-
Gauge Pressure
Atmospheric pressure
Vaccum Pressure
Absolute Pressure
29127. ১০০ বর্গমিটার জায়গায় হেরিং বোন সেলিং এর জন্য কতটি ইটের প্রয়োজন?
৩২০০ টি
৫২৫০ টি
৪০০০টি
২৮০ টি
29128. Beam অথবা Girder নির্মাশের ক্ষেত্রে parallel M.S rod এর মাঝে minimum কত spacing রাখা উচিত?
২৫ মি.মি.
১৫ মি.মি.
২০ মি.মি.
ব্যবহৃত M.S rod -এর ব্যাস-এর সমান
ব্যাখ্যা: ব্যাখ্যা: BNBC Close 8.1.6.1: The minimum clar spacing between parallel bars in a layer shall be equal to one bar diameter, but not less than 25 mm, or 4/3 the maximum nominal size of coarse aggregate, whichever is larger. Parallel M.S rod এর মাঝে Minimum clear spacing- 1. 1" বা ২৫ মিমি এর কম হতে পারবে না। 2. 1.33xcoarse aggregate 3. ব্যবহৃত bar diameter এই তিনটির মাঝে যেটার মান বড় হবে সেই মানটি গ্রহণযোগ্য। তবে M.S rod এর diameter দেওয়া না থাকলে সঠিক উত্তর হবে 1" বা ২৫ মি.মি.। সঠিক উত্তর: (a)
29129. ডেটাম লাইনের উপরে অথবা নিচে উলম্ব দূরত্বকে বলে-
Verticle line
Level line
Reduced level
None of these
ব্যাখ্যা: তথ্য: উপাত্ত তল (Datum Surface): যে ধার্যকৃত উপাত্ত তল হতে কোন বিন্দু বা বস্তুর আপেক্ষিক উচ্চতা বা এলিভেশন নির্ণয় করা হয় তাকে উপাত্ত তল বলে। হ্রাসকৃত কল (Reduced level): উপাত্ত রেখা হতে কোন বিন্দু বা বস্তুর লম্ব দুরত্বকে হ্রাসকৃত তল বলে।
29130. 60 grade steel এর minimum yield strength কত?
72500 psi
55000 psi
60000 psi
40000 psi
ব্যাখ্যা: ব্যাখ্যা: ৬০ গ্রেড স্টিল (মেট্রিক গ্রেড ২৮০): ৬০ গ্রেড স্টিল বলতে বুঝায় স্টিলের নমনীয় বিন্দুর শক্তি ৬০,০০০ psi একে গ্রেড বলে। অন্যভাবে, এই স্টিল ৬০,০০০ psi টেনশন রেজিস্ট করতে পারে।
29131. একটি প্রথম শ্রেণীর ইটের আদর্শ পরিমপি কোনটি? [PWD- 2001]
9×4×2
9.5" x 4.5" x 2.75"
১০"x 5" x 3"
None of these
ব্যাখ্যা: তথ্য: প্রমাণ সাইজের ইটের মাপ, মসলা বিহীন = 9.5" x 4.5" x 2.75" = 9 × 4 × 2 = 24.2cm × 11.4cm x 7cm.
29132. what is the inital setting time of Ordinary portland cement (সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময় কত-)
1 hour
15 minutes
30 minutes
30 hour
ব্যাখ্যা: তথ্য: As per IS code 4031-part 5, সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময় কমপক্ষে ৩০ মি.। এরপর সিমেন্ট তার কার্যোপোযোগিতা ও প্লাস্টিসিটি হরিয়ে এবং সেট ঘটে।
29133. 1 Mpa সমান কত Psi
10.2 Psi
0.00689 Psi
145 Psi
9.81 Psi
29134. The unit of stress in M.K.S. units is (M.K.S. পদ্ধতিতে পীড়নের একক কোনটি)
kg-cm
N/m²
kg/m²
kg/cm²
ব্যাখ্যা: ব্যাখ্যা: পূর্বে চাপের একক ছিল kg/cm² যা আমাদের সকলের জান্য। চাপ ও পীড়ন যেহেতু সমধর্মী তাই পীড়নের একক ও তখন ছিল kg/cm², সেই থেকে পীড়নের M.K.S. একক kg/cm² বলবৎ আছে। সঠিক উত্তর: (ঘ)
29135. বস্তুর দৈর্ঘ্যর পরিবর্তনের হেতু Strain কে বলা হয়-
Linear strain
Lateral strain
Shear strain
Volumetric strain
ব্যাখ্যা: ব্যাখ্যা: দৈর্ঘ্য বিকৃতিকে বলে Linear strain পার্শ্ব বিকৃতিকে বলে Lateral strain আয়তন বিকৃতিকে বলে Volumetric strain এবং শিয়ার বিকৃতিকে বলে Shear strain। সঠিক উত্তর: (ক)
29136. RCC Footing এর নিচে ন্যূনতম কত কভারিং দিতে হবে। [DM SAE 2019]
40 mm
65 mm
50 mm
75mm
ব্যাখ্যা: ব্যাখ্যা: কভারিং (Covering): রডের বাইরের পৃষ্ঠ থেকে কনক্রিটের পৃষ্ঠ পর্যন্ত কনক্রিটের যে আবরণ তাকে কভারিং (Covering:) বলে। একে ফায়ার প্রুফিং ও বলে। ACI কোড অনুযায়ী কনক্রিটের ন্যূনতম কভারিং নিম্নরুপ: ১. মাটির নিচের কাজে শাটারিং ব্যবহার করলে মুক্ত কভারিং = 6.5 সেমি = 65 mm = ২.৫ ইঞ্চি ২. মাটির সংস্পর্শে থাকলে মুক্ত কভারিং= 7.5 সেমি- ৭৫ মিমি = ৩ ইঞ্চি। সঠিক উত্তর: (d)
29137. একটি ওয়ান ওয়ে স্ল্যাবে মূল লোহা ব্যবহৃত হয়-
লং ডিরেকশনে
উভয় ডিরেকশনে
শর্ট ডিরেকশনে
কলাম স্ট্রিপ বরাবর
ব্যাখ্যা: ব্যাখ্যা: একমুখী প্ল্যাব এ প্রধান রড একদিকে ব্যবহার করা হয়। যার কারণে এ রডগুলো তাদের আড়াআড়ি ফাটল প্রতিরোধ করতে পারে না। এ কারণে একমুখী স্ল্যাব এ তাপীও রড ব্যবহার করা হয়
29138. এক একর সমান কত বর্গফুট?
১,০০০
৪০,০০০
৪৩,৫৬০
৪,৮৪০
29139. The water obtained from tube well is known as- [BIMAN-2020]
Sub Surface Water
Surface Water
Precipitation
Run Off Water
ব্যাখ্যা: তথ্য: ভূ-নিম্নস্থ বা Sub Surface Water আমরা টিউবওয়েলের সাহায্যে তুলে থাকি। Ans: (ক)
29140. নিচের কোন গুণাগুণ যাচাইয়ের জন্য M.S rod এর tensile test করা হয়?
Ductility
Plasticity
Resilience
Elasticity
ব্যাখ্যা: ব্যাখ্যা: Ductility = Maximum elongation of gauge length Original gauge length যা টেনসাইল টেস্টে percentage of elongation এর মাধ্যমে প্রকাশকরা হয়। সঠিক উত্তর: (a)