Image
MCQ
5021. একটি সিনক্রোনাস মোটরে উৎপন্ন মেকানিক্যাল পাওয়ার কোনটির উপর নির্ভরশীল নয়?
প্রয়োগকৃত স্টেটর ভোল্টেজ
টর্ক অ্যাঙ্গেল
স্পিড
ফিল্ড এক্সাইটেশন
5022. একটি সিনক্রোনাস মোটর একটি-
পরিবর্তনশীল পাওয়ার ফ্যাক্টর মোটর
পরিবর্তনশীল স্পিড মোটর
সিংগেল ফেজ মোটর
কোনোটিই নয়
5023. 120f 120x50 P=N= 200 = যদি একটি সিনক্রোনাস মোটরের সাপ্লাই ফ্রিকুয়েন্সি 60c/s হয়, তবে রোটর অবশ্যই ঘুরবে-
25 c/s-এ
50 c/s-এ
60 c/s-এ
100 c/s-এ
5024. প্রতিটি TV station-কে যে channel- assign কর হয়, তার width হচ্ছে-
৪ মেগাহার্টজ
৩.৫৮ মেগাহার্টজ
৪.৫ মেগাহার্টজ
৬ থেকে ৮ মেগাহার্টজ
5026. TV বা radio system-4 audio signal নিম্নোক্ত frequency range-এ হয়-
20Hz থেকে 20kHz
20kHz থেকে 2GHz
20kHz থেকে 2MHz
20MHz থেকে 200MHz
5027. একটি সিনক্রোনাস ক্যাপাসিটর হলো একটি ওভার এক্সাইটেড মোটর, যখন চলে-
নো-লোডে
ফুল লোডে
হাফ লোডে
এক-চতুর্থাংশ লোডে
5028. নিম্নোক্ত কারণে একটি TV transmitting antenna সীমিত দূরত্ব পর্যন্ত signal পাঠাতে পারে-
Electromagnetic interference
আয়োনোস্ফেয়ার থেকে reflection
ব্যবহৃত carrier wave-এর line of sik propagation বৈশিষ্ট্য
earth curvature-এর বরাবরে propagation
5029. একটি Closed circuit TV system-এ-
কোনো অ্যান্টেনার প্রয়োজন হয় না
কোনো receiving অ্যান্টেনার প্রয়োজন হয় না
কোনো transmitting অ্যান্টেনার প্রয়োজন হয় না
উপরের কোনোটিই নয়
5030. TV broadcast system-এ video এবং audio signal radiate করা হয়-
একটি Modulation technique ব্যবহার করে
দুটি ভিন্ন ভিন্ন অ্যান্টেনা ব্যবহার করে
একই Carrier frequency ব্যবহার করে
একই অ্যান্টেনা ব্যবহার করে
5031. একটি সিনক্রোনাস মোটর যখন সিনক্রোনিজমের বাইরে আনা হয়, তখন স্টেটর কারেন্ট-
শূন্য হয়
অপরিবর্তিত থাকে
অত্যধিক হ্রাস পায়
অত্যধিক বৃদ্ধি পায়
5032. TV video signal তৈরি করতে হলে একটি Picture frame-এর প্রতিটি horizontal line-কে যে সময়ে scan করতে হয়, তা হলো-
১৫৬২৫ মাইক্রোসেকেন্ড
১/২৫ মাইক্রোসেকেন্ড
৬৪ মাইক্রোসেকেন্ড
৬২৫ সেকেন্ড
5033. একটি সিনক্রোনাস মোটরের সাইজ নির্ণীত হয় এর-
kW রেটিং দ্বারা
MW রেটিং দ্বারা
kVAR রেটিং দ্বারা
KVA রেটিং দ্বারা
5034. ভূপৃষ্ঠে Transmitter ও receiver station নিয়োগ কোন frequency band- satellite-এর সায়ে communicate করে?
HF band
Microwave frequency band
VHF band
UHF band
5035. সিনক্রোনাস মোটরের রোটর হলো-
স্যালিয়েন্ট পোল টাইপ।
নন-স্যালিয়েন্ট পোল টাইপ
ডি.সি. মোটরের আর্মেচারের অনুরূপ
স্কুইরেল কেজ টাইপ
5036. Cable TV-গুলো-
একটা common channel আছে
একটা common receiving antenna আছে
একটা common transmitting antenna আছে
antenna এবং receiver-এর মাঝে একটা সোমাগার cable আছে
5037. একটি সিনক্রোনাস মোটর শুধুমাত্র একটি স্পিডেই চলে, কারণ-
এটি ডাবলি ফেড মেশিন
এটি সিঙ্গলি ফেড মেশিন
এতে কোনো লস নেই
এতে ড্যাম্পার ওয়াইন্ডিং থাকে
5038. একটি সিনক্রোনাস মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তন করতে হলে নিম্নের যে-কোনো একটি করতে হবে-
ডি.সি. ফিল্ড এক্সাইটেশন শূন্যতে কমিয়ে আনতে হবে
সাপ্লাই ফ্রিকুয়েন্সি পরিবর্তন করতে হবে
সাপ্লাই ভোল্টেজ পরিবর্তন করতে হবে।
স্টেটর লাইনের যে-কোনো দুটি আন্তঃপরিবর্তন করতে হবে
5039. একটি Satellite TV মানে হচ্ছে একটি TV receiver, যা-
Close circuit TV system-এ ব্যবহৃত হয়
TV broadcast station থেকে প্রেরিত signal গ্রহণ করে
একটি ডিশ অ্যান্টেনাবিশিষ্ট এবং একটা satellite থেকে সরাসরি signal গ্রহণ করতে পারে
উপরের কোনোটিই নয়
5040. Color picture tube এর-
তিনটি electron gun আছে
একটি electron gun আছে
তিনটি phosphor dot screen: লাল, সবুজ, নীস
ক এবং খ উভয়টিই