5047. একটি অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন নির্ভর করে-
ব্যাখ্যা: ব্যাখ্যা:ড্যাম্পার ওয়াইন্ডিং-এর কাজঃ (i) অল্টারনেটরের গতিবেগ যদি বাড়তে-কমতে থাকে, তবে সৃষ্ট হান্টিং বা কলা দোলন প্রশমিত করার জন্যই ড্যাম্পার ওয়াইন্ডিং ব্যবহার করা হয়। (ii) সিনক্রোনাস মোটরের স্টার্টিং টর্ক তৈরিতে ড্যাম্পার ওয়াইভিং প্রয়োজন হয়। (iii) আনব্যালেন্সড লোড অবস্থায় থাকাকালীন ড্যাম্পার ওয়াইন্ডিং 30 ভোল্টেজের মধ্যে সমতা রক্ষা করে।