Image
MCQ
5041. একটি টারবো অল্টারনেটরের ইফিসিয়েন্সি তার স্পিড বাড়ার সাথে সাথে-
কমতে থাকে
অপরিবর্তিত থাকে
বাড়তে থাকে
কোনোটিই নয়
5042. একটি অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন নির্ভর করে-
শুধুমাত্র লোড কারেন্টের উপর
শুধুমাত্র পাওয়ার ফ্যাক্টরের উপর
লোড কারেন্ট ও পাওয়ার ফ্যাক্টর উভয়ের উপর
শুধুমাত্র টার্মিনাল ভোল্টেজের উপর
5044. একটি TV receiver-কে নিম্নোক্তভাবে ব্যবহার করা যেতে পারে-
শুধুমাত্র TV station থেকে broadcast করা video এবং audio signal গ্রহণ করতে পারবে
একটি PC monitor এর বিকল্প হিসাবে
VCR TV receiver এর সাথে connect করা যাবে
উপরের সব কয়টিই
5046. হান্টের প্রবণতা দেখায় না সেই সকল অল্টারনেটরের, যারা চলে-
ডিজেল ইঞ্জিনের সাহায্যে
ওয়াটার টারবাইনের সাহায্যে
গ্যাস টারবাইনের সাহায্যে
স্টিম টারবাইনের সাহায্যে
5047. একটি VCR-এর Recording mode-এ ব্যবহৃত মোটরটি হচ্ছে-
একটি DC মোটর
একটি DC servo মোটর
একটি AC servo মোটর
একটি Induction মোটর
5048. যে যন্ত্র Light insage-কে Video signal-t রূপান্তরিত করে, তাকে বলা হয় –
Cathode ray tube
Picture tube
Scannes
Camera tube
5049. যে যন্ত্র Sound wave-কে Audio signal-এ রূপান্তরিত করে, তাকে বলা হয়-
মাইক্রোফোন
ট্রান্সডিউসার
স্পিকার
অসিলেটর
5050. একটি অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন নির্ভর করে-
হান্টিং রোধ করা
উইন্ডেজ লস কমানো
সিনক্রোনিজম অর্জন করা
সার্বিক লস কমানো
5051. যখন কিছুসংখ্যক অল্টারনেটর প্যারালেলে চলে, তখন প্রতিটির পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা হয়-
লোডের পাওয়ার ফ্যাক্টর দ্বারা
প্রাইম মুভারের ড্রাইভিং টর্ক দ্বারা
ফেজ সিকুয়েন্স দ্বারা
এর ফিল্ড এক্সটাইশেন দ্বারা
5052. একটি ডেল্টা কানেক্টেড অল্টারনেটরের দুটি টার্মিনালের ডি.সি. আর্মেচার রেজিস্ট্যান্স 12 হলে প্রতি ফেজ ডি.সি. রেজিস্ট্যান্স হবে- .
0.33 Ω
1 Ω
1.5 Ω
3 Ω
5053. একটি আন্ডার এক্সাইটেড অল্টারনেটর উত্তরমালা সরবরাহ করে-
ল্যাগিং VAR
লিডিং VAR
নো-অ্যাক্টিভ পাওয়ার
নো-রিয়্যাক্টিভ পাওয়ার
5054. শর্ট পিচের কয়েলের অসুবিধা হলো-
হারমোনিকসের অনুপ্রবেশ ঘটে
ওয়েভ ফরম নন-সাইনুসয়ডাল হয়
কয়েলের চতুর্দিকে ভোল্টেজ হ্রাস পায়
কোনোটিই নয়
5055. প্যারালেল অপারেশনে থাকা অল্টারনেটর- সমূহের একটির এক্সাইটেশন যদি কমানো হয়, তবে এর-
পাওয়ার ফ্যাক্টর অধিক লিডিং হবে
পাওয়ার ফ্যাক্টর অধিক ল্যাগিং হবে
আউটপুট kW-এ পরিবর্তন হবে
আউটপুট LW অপরিবর্তিত থাকবে
5056. প্যারালেলে সংযুক্ত অল্টারনেটরসমূহের বাস-বারের ভোল্টেজ যুগপৎভাবে বৃদ্ধি করা যায় যদি সকল অল্টারনেটরের-
ফিল্ড এক্সাইটেশন হ্রাস করা যায়
ফিল্ড এক্সাইটেশন বৃদ্ধি করা যায়
প্রাইম মুভারের ইনপুট বৃদ্ধি করা যায়
প্রাইম মুভারের ইনপুট হ্রাস করা যায়
5057. একটি অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন ০.৪ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ইউনিটির-
চেয়ে কম হয়
চেয়ে বেশি হয়
সমান হয়
কোনোটিই নয়
5058. একটি অল্টারনেটরের ফুল লোড ইফিসিয়েন্সি মেশিনের আকারের সাথে সাথে-
বাড়তে থাকে
কমতে থাকে
অপরিবর্তিত থাকে
কোনোটিই নয়
5059. একই পাওয়ার রেটিং-এর জন্য একটি অল্টারনেটরের আকার একটি ডি.সি. জেনারেটরের আকারের-
সমান
চেয়ে বড় হয়
চেয়ে ছোট হয়
কোনোটিই নয়
5060. যখন একটি অল্টারনেটরে লোড বৃদ্ধি পেতে থাকে, তখন এর টার্মিনাল ভোল্টেজও বৃদ্ধি পেতে থাকে, যদি পাওয়ার ফ্যাক্টর হয়-
জিরো
লিডিং
ল্যাগিং
ইউনিটি