Image
MCQ
5061. প্রতি সেকেন্ডে 50 সাইকেল উৎপাদনের জন্য 6-পোলের একটি অল্টারনেটরকে কত গতিতে ঘুরতে হবে?
500 rpm
1000 rpm
1200 rpm
1500 rpm
5065. প্যারালেলে স্টিমচালিত দুটি অল্টারনেটরের লোড কোনটি পরিবর্তন করে সমন্বয় করা হয়?
অল্টারনেটরসমূহের ফিল্ড স্ট্রেংথ
অল্টারনেটরসমূহের পাওয়ার ফ্যাক্টর
তাদের প্রাইম মুভারসমূহের সিস্টম সরবরাহ
অল্টারনেটরসমূহের স্পিড
5066. লিডিং পাওয়ার ফ্যাক্টরে একটি অল্টারনেটরে আর্মেচার ফ্লাক্স রোটর ফ্লাক্সকে--
বাধা দেয়
সহায়তা করে
বিকৃত করে
প্রভাবিত করে না
5067. একটি টারবো অল্টারনেটরের রোটর সিলিন্ড্রিক্যালভাবে তৈরি করা হয়, কারণ-
এডি কারেন্ট লস হ্রাস করার জন্য
হিস্টেরেসিস লস কমানোর জন্য
কপার লস কমানোর জন্য।
উইন্ডেজ লস কমানোর জন্য
5068. ৪-পোল বিশিষ্ট একটি অল্টারনেটর 900 rpm-এ ঘুরলে। উৎপাদিত ই.এম.এফ.-এর ফ্রিকুয়েন্সি হবে-
50Hz
60Hz
100Hz
120Hz
5069. একটি অল্টারনেটর কর্তৃক উৎপাদিত ইএমএফ-এর পরিমাণ নির্ভর করে-
পোলের সংখ্যার উপর
রোটর স্পিডের উপর
প্রতি পোল ফ্লাক্সের উপর
উপরের সব ক'টির উপর
5070. একটি অল্টারনেটরে সিনক্রোনাস রিয়‍্যাক্ট্যান্স দেখা দেয়--
লিকেজ ফ্লাক্সের কারণে
ডি.সি. ফিল্ড এক্সাইটেশনের কারণে
আর্মেচার রিয়‍্যাকশনের কারণে
উপরের সব ক'টির কারণে
5071. যদি একটি অল্টারনেটরের ল্যাগিং লোড পাওয়ার ফ্যাক্টর কমে যায়, তবে আর্মেচার রিয়‍্যাকশনের ডি- ম্যাগনেটাইজিং প্রভাবও-
একই থাকে
কমতে থাকে
বাড়তে থাকে
কোনোটিই নয়
5073. একটি স্থির অল্টারনেটরকে লাইভ বাস- বারের সাথে সংযুক্ত করা সঠিক নয়, কারণ এটি-
সিনক্রোনাস মোটর হিসেবে চলা শুরু করবে
মুহূর্তের জন্য হলেও বাস-বার ভোল্টেজকে হ্রাস করবে
শর্টসার্কিটেড হবে
প্যারালেলে সংযুক্ত অন্যান্য অল্টারনেটরের উৎপাদিত ইএমএফ-এ অসুবিধা ঘটাবে
5074. একটি অল্টারনেটরের আর্মেচার রিয়‍্যাকশনের প্রভাব সর্বনিম্ন হয় কোন পাওয়ার ফ্যাক্টরে?
0.866 ল্যাগিং
0.866 লিডিং
0.5 ল্যাগিং
ইউনিটি
5075. Superheterodyne radio receiver গৃহীত যে-কোনো Radio signal-এর Frequency-কে-
একটি Local oscillator frequency-তে রূপান্তরিত করে
একটি Fixed frequency-তে রূপান্তরিত করে
একটি Audio frequency-তে রূপান্তরিত করে
একটি Modulating frequency-তে রূপান্তরিত করে
5077. একটি Radio receiver-এর মৌলিক Building block-গুলো ধারাবাহিক নিম্নরূপ-
ও অ্যান্টেনা রেডিও অ্যামপ্লিফায়ার ডিমডুলেটর-অডিও অ্যামপ্লিফায়ার-স্পিকার
ও অ্যান্টেনা-ডিটেক্টর-স্পিকার
ও অ্যান্টেনা-রেডিও অ্যামপ্লিফায়ার-স্পিকার
অ্যান্টেনা-অ্যামপ্লিফায়ার-ডিমডুলেটর-স্পিকার
5078. একটি অল্টারনেটরে শর্টসার্কিট অবস্থায় উৎপাদিত ভোল্টেজ নির্ণয়ের একটি সহজ পদ্ধতি হলো-
শর্টসার্কিট টেস্ট
ওপেন সার্কিট টেস্ট
সিনক্রোনাস ইম্পিড্যান্স টেস্ট
ব্লকড রোটর টেস্ট
5079. তথ্যপ্রযুক্তির জন্য অপরিহার্য-
উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থ্য
উন্নত মুদ্রণ বস্ত্র
অনুবাদক তেমগ্রাম
কোনোটিই নয়