MCQ
5081. স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) কমিউনিকেশনে আকাশে ভাসমান স্যাটেলাইটের 'ডাউন-লিংক ফ্রিকুয়েন্সি' তার 'আপ লিংক ফ্রিকুয়েন্সি'র তুলনায়-
সমান রাখা হয়
বেশি রাখা হয়
কম রাখা হয়
৪০ মেগাহার্টজ কম রাখা হয়
5082. 'মডেম'-এর মধ্যে যা থাকে তা হলো-
একটি মডুলেটর
একটি এনকোডার
একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
একটি কোডেক
5083. কোনো সিগন্যালে কী কী ফ্রিকুয়েন্সি কোন কোন মাত্রায় আছে তা পরিমাপ করা যায় যে যন্ত্র দিয়ে, তার নাম-
অসিলোস্কোপ
পাওয়ার মিটার
সিআরও
স্পেকট্রাম অ্যানালাইজার
5084. Amplitude modulation-এর ক্ষেত্রে-
Carrier frequency-টি হয় high
Envelop- frequency-টি হয় high
Carmer frequency-কে modulite করা হয়
Carrier এবং envelop দুটিই হয় high frequency-
5085. অল্টারনেটর কর্তৃক প্রদত্ত আউটপুটের স্ট্যান্ডার্ড ফ্রিকুয়েন্সি বৃদ্ধি করা যায়-
ফিল্ড কারেন্ট বৃদ্ধি
করে আর্মেচারের স্পিড বৃদ্ধি করে
ফিল্ডের স্পিড বৃদ্ধি করে
ফিল্ড কারেন্ট হ্রাস করে
5086. একটি বৃহৎ অল্টারনেটর ব্যবহৃত হয়-
স্ট্যাবিলিটি বৃদ্ধির জন্য
স্ট্যাবিলিটি স্থিতিশীল রাখার জন্য
ভোল্টেজ ফ্লাকচুয়েশন হ্রাস করার জন্য
ফ্রিকুয়েন্সি ফ্লাকচুয়েশন হ্রাস করার জন্য
5087. নো-লোড অবস্থায় একটি অল্টারনেটরের প্রাইম মুভারে গৃহীত পাওয়ার ব্যয় হয়-
আর্মেচার ওয়াইন্ডিং ইএমএফ উৎপাদনে
নো-লোড লসসমূহ মিটাতে
আর্মেচার পাওয়ার উৎপাদনে
আর্মেচার এবং রোটর উভয় ওয়াইন্ডিং-এ কপার লসসমূহ মিটাতে
5088. রেডিও রিসিভার অডিও সিগন্যাল ডিটেক্ট করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তা হলো-
ফস্টার-সিলি ডিটেক্টর
সিংক্রোনাস ডিটেক্টর
ইনভেলাপ/ডায়োড ডিটেক্টর
কহিরেন্ট ডিটেক্টর
5089. মাল্টিস্টেজ ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারে পাওয়ার অ্যামপ্লিফিকেশনের কাজে যে ধরনের কাল্পিং ব্যবহার করা হয়, তা হলো-
ডাইরেক্ট কাল্লিং
আরসি কাল্পিং
ট্রান্সফর্মার কাপ্লিং
রেজিস্ট্যান্স কাপ্লিং
5090. একটি Remote control calling bell কাজ করে যে ফ্রিকুয়েন্সিতে, তা হলো-
RF
VHF
Microwave
কোনোটিই নয়
5091. হাই-স্পিড অল্টারনেটর চলে কোনটির সাহায্যে?
ডিজেল ইঞ্জিন
স্টিম টারবাইন
হাইড্রোলিক টারবাইন
স্টিম ইঞ্জিন
5092. বর্তমানে যে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে। টেলিফোন করা যায়, তার নাম-
ভয়েস অভার ইন্টারনেট প্রটোকল (OVIP)
ইন্টারনেটে টেলিফোনি
মডেম
পোস্ট অফিস প্রটোকল
5093. একটি অল্টারনেটরের এ.সি. আর্মেচার ওয়াইন্ডিং-
সর্বদাই স্টার সংযুক্ত
সাধারণত ডেল্টা সংযুক্ত
স্টার ডেন্টা সংযুক্ত
কোনোটিই নয়
5094. VLSI কথাটি হলো-
Very Large System Intergration
Very Large Scale Integration
Very Long System Integration
Very Long System Input
5095. VSAT বলতে বুঝায়-
Virtual satellite
Very Small Apапше Terminal
Very Small Applitude Terminal
Vertical Satellite
5096. একটি রেকর্ডকৃত সাউন্ডকে পুনরায় শোনার জন্য যে তত্ত্বটি ব্যবহৃত হয়, তা হলো-
Dolby's law
Nyquist's law
Sampling principle
Bell's theorem
5097. অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করার সময় ট্রানজিস্টরের ইমিটার বেস জাংশন ফরোয়ার্ড বায়াসড় এবং কালেক্টর বেস জাংশন-
ফরোয়ার্ড বায়াসড় রাখতে হয়
রিভার্স বায়াসড্ রাখতে হয়
নেগেটিভ ভোল্টেজে রাখতে হয়
0.2 ভোল্টের কম রাখতে হয়
5098. লো-স্পিড অল্টারনেটর চলে কোনটির সাহায্যে?
হাইড্রোলিক টারবাইন
স্টিম ইঞ্জিন
স্টিম টারবাইন
ডিজেল ইঞ্জিন
5099. একটি অল্টারনেটরের এয়ার-গ্যাপ একটি ইন্ডাকশন মোটরের এয়ার-গ্যাপের তুলনায়-
অনেক কম
অনেক বেশি
প্রায় একই
কোনোটিই নয়
5100. ইলেকট্রনিক পরিভাষায় 'AM' দ্বারা বুঝায়-
Anno median
Angelo Marconi
Amperes
Amplitude Modulation