5117. বাংলাদেশে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠানো হয়-
অ্যামপ্লিচিউড মডুলেশন করে
ফ্রিকুয়েন্সি মন্ডুলেশন করে।
ব্যাখ্যা: ব্যাখ্যা। বাংলাদেশে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যালকে ফ্রিকুয়েন্সি মডুলেশন করে পাঠানো হয়, কারণ-
(1) Amplitude constant থাকায় Receiver নয়েজ রিসিপশন কম হয়।
( ii) চ্যানেল উইডথ বেশি তাই ইমেজ সিগন্যাল তৈরি হয় না।