EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
5101. 'সুপারহেটারোডাইন' রেডিও রিসিভারে যে ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সি ব্যবহার হয়, তা হলো-
450 কিলোহার্টজ
470 কিলোহার্টজ
455 কিলোহার্টজ
70 কিলোহার্টজ
ব্যাখ্যা: সুপারহেটারোডাইন রেডিও রিসিভারে 455A11: ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সিতে (IF) Fixed tuned করা থাকে। ব্যবহারের ক্ষেত্রে এক বা একাধিক IF অ্যামপ্লিফিকেশন ব্যবহার হতে পারে।
5102. বাংলাদেশে বেতার কেন্দ্রগুলো থেকে সাধারণত যে মডুলেশন পদ্ধতিতে সিগন্যাল সম্প্রচার করা হয়, তার নাম-
অ্যামপ্লিচিউড মডুলেশন
ওফ্রিকুয়েন্সি মডুলেশন
ফেজ মডুলেশন
কোয়াড্রেচার অ্যামপ্লিচিউড মডুলেশন
ব্যাখ্যা: Modulation index বাড়ালে Side band power বাড়ে এবং Transmission relay station প্রয়োজন হয় না, তাই অ্যামপ্লিচিউড মডুলেশন (AM) বাংলাদেশের বেতার কেন্দ্রে সিগন্যাল সম্প্রচার করে।
5103. একটি অল্টারনেটরের ফিল্ড ওয়াইন্ডিং কোনটির সাহায্যে উত্তেজিত হয়?
ডিসি
এসি
ডিসি ও এসি উভয়ই
কোনোটিই নয়
5104. একটি টারবো-অল্টারনেটর ব্যবহার করে-
স্যালিয়েন্ট গোল ফিল্ড স্ট্রাকচার
নন-স্যালিয়েন্ট পোল ফিল্ড স্ট্রাকচার
রোটেটিং এ.সি. আর্মেচার ওয়াইন্ডিং
কোনোটিই নয়
5105. বৃহৎ ট্রান্সফর্মারে তেল ব্যবহার করার কারণ হলো-
কয়েলসমূহকে ইন্সুলেট করা
কোরকে ইন্সুলেট করা
কোরকে লুব্রিকেট করা
কয়েলসমূহকে লুব্রিকেট করা
ব্যাখ্যা: ব্যাখ্যা: ট্রান্সফর্মারে ব্যবহৃত তেল ইনসুলেশন হিসাবে এবং ওয়াইন্ডিং- কে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়। এ তেলের বাণিজ্যিক নাম পাইরানল
5106. একটি অল্টারনেটরের স্টেটর নিম্নের কোনটির অনুরূপ---
ডি.সি. জেনারেটর
থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর
সিঙ্গেল-ফেজ ইন্ডাকশন মোটর
রোজেনবার্গ জেনারেটর
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: একটি অল্টারনেটরের স্টেটর প্রি-ফো ইন্ডাকশন মোটরের অনুরূপ।
5107. রঙিন টেলিভিশনে যে কম্পোজিট ভিডিও সিগন্যাল ব্যবহৃত হয়, তা পাঠাতে মোট ব্যান্ডউইডথ লাগে-
5 মেগাহার্টজ
7 মেগাহার্টজ
7.5 মেগাহার্টজ
10 মেগাহার্টজ
ব্যাখ্যা: রঙিন টেলিভিশনে যে কম্পোজিট ভিডিও সিগন্যাল ব্যবহৃত হয়, তা পাঠাতে SMHz ব্যান্ডউইডথ ব্যবহৃত হয়।
5108. যদি একটি ট্রান্সফর্মারের প্রাইমারি ভোল্টেজ 120V, সেকেন্ডারি ভোল্টেজ 12V এবং কারেন্ট 504, তবে প্রাইমারি কারেন্ট হবে-
5A
10A
50A
500A
5109. একটি ট্রান্সফর্মারে কোর ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো-
আয়রন লস্ কমানো
কমন ম্যাগনেটিক ফ্লাক্স পাথের রিয়্যাক্ট্যান্স কমানো
এডি কারেন্ট লস রোধ করা
হিস্টেরেসিস লস রহিত করা
5110. একটি ট্র্যান্সফরমারের নো-লোড ইনপুট পাওয়ার বাস্তবে ট্রান্সফর্মারের কোন লসের সমান?
কপার
আয়রন
এডি কারেন্ট
কোনোটিই নয়
5111. ব্যবহৃত অধিকাংশ অল্টারনেটরে থাকে-
ঘুরন্ত এ.সি. আর্মেচার ওয়াইন্ডিং
স্থির ফিল্ড টাইপ গঠন
ঘুরন্ত ফিল্ড টাইপ গঠন
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: ছোট ছোট অন্টারনেটে আর্মেচার ও ফিল্ড সুইটিকেই যুবানো হয়। কিন্তু ব্যবহৃত অধিকাংশ অল্টারনেটরে ঘুরত বিল্ড টাইপ হয়।
5112. টেলিফোনে ডিজিটাল ভয়েস কমিউনিকেশনের জন্য যে বিট-রেট প্রয়োজন, তা হলো-
প্রতি সেকেন্ডে ৪ কিলোবিট
প্রতি সেকেন্ডে 16 কিলোবিট
প্রতি সেকেন্ডে 32 কিলোবিট
প্রতি সেকেন্ড 64 কিলোবিট
ব্যাখ্যা: টেলিফোন 64kbps হারে voice signal প্রেরণ করে।
5113. যদি 2000/200V, 20kVA-এর একটি ট্রান্সফর্মারের সেকেন্ডারিতে প্যাঁচ সংখ্যা 66 হয়, তবে প্রাইমারি প্যাঁচ সংখ্যা হবে-
330
550
440
660
5114. আমরা টেলিফোন চ্যানেলের মাধ্যমে যখন কথা আদান- প্রদান করি, তখন তার ফ্রিকুয়েন্সি রেঞ্জ থাকে-
20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ
300 হার্টজ থেকে 3500 হার্টজ
০ হার্টজ থেকে 4 কিলোহার্টজ
10 হার্টজ থেকে 10 কিলোহার্টজ
ব্যাখ্যা: টেলিফোনের call limit audio frequency reunge হলো (300Hz-3.4kitz)। এর ট্রান্সমিটার-এর অডিও ফ্রিকুয়েন্সি range হলো (50Hz-7KHz)
5115. ট্রান্সফর্মারের কোর ল্যামিনেট করার কারণ হলো-
গঠনকে সহজ করা
ব্যয় হ্রাস করা
হিস্টেরেসিস লস্ হ্রাস করা
এডি কারেন্ট লস কমানো
5116. টেলিভিশন সেটে যে আউট ডোর অ্যান্টেনা ব্যবহার করা। হয়, সেটি একটি-
সাধারণ ডাইপোল অ্যান্টেনা
টেলিস্কোপিক অ্যান্টেনা
ফোন্ডেড ডাইপোল অ্যান্টেনা
অমনি-ডাইরেকশনাল অ্যান্টেনা
ব্যাখ্যা: TV সেটে বিভিন্ন ধরনের অ্যান্টেনা ব্যবহার করা হয় তার মধ্যে ডাইপোলার অ্যান্টেনা অন্যতম। এর গঠন সহজ এবং খুব সহজে ব্যবহার করা যায়।
5117. বাংলাদেশে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠানো হয়-
অ্যামপ্লিচিউড মডুলেশন করে
ফ্রিকুয়েন্সি মন্ডুলেশন করে।
ফেজ মডুলেশন করে
বাইনারি মডুলেশন করে
ব্যাখ্যা: ব্যাখ্যা। বাংলাদেশে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যালকে ফ্রিকুয়েন্সি মডুলেশন করে পাঠানো হয়, কারণ- (1) Amplitude constant থাকায় Receiver নয়েজ রিসিপশন কম হয়। ( ii) চ্যানেল উইডথ বেশি তাই ইমেজ সিগন্যাল তৈরি হয় না।
5118. একটি অল্টারনেটরের স্টেটরে কোন ধরনের স্লট খুব কমই ব্যবহৃত হয়?
ওয়াইড ওপেন টাইপ
সেমি-ক্লোজড টাইপ
ক্লোজড টাইপ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: সেমি-ক্লোজড টাইপ প্লট অল্টারনেটরের স্টেটরে খুব বেশি ব্যবহৃত হয়। অপরদিকে ক্লোজড টাইপ শুট খুব কম ব্যবহৃত হয়।
5119. একটি অল্টারনেটরকে অনেক সময় বলা হয়-
অ্যাসিনক্রোনাস জেনারেটর
সিনক্রোনাস জেনারেটর
উভয়ই
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: একটি অল্টারনেটরকে আনক সময় সিনক্রোনাস উপলো জেনারেটর বা এসি জেনারেটর বলা হয়।
5120. একটি ট্রান্সফর্মারের শর্টসার্কিট টেস্টের বেলায় কোন সাইডটিকে শর্টসার্কিট করা হয়?
হাই-ভোল্টেজ সাইড
লো-ভোল্টেজ সাইড
প্রাইমারি সাইড
প্রাইমারির একটি এবং সেকেন্ডারির একটি টার্মিনাল