Image
MCQ
5101. টেলিফোনে ডিজিটাল ভয়েস কমিউনিকেশনের জন্য যে বিট-রেট প্রয়োজন, তা হলো-
প্রতি সেকেন্ডে ৪ কিলোবিট
প্রতি সেকেন্ডে 16 কিলোবিট
প্রতি সেকেন্ডে 32 কিলোবিট
প্রতি সেকেন্ড 64 কিলোবিট
5102. একটি ট্রান্সফর্মারে কোর ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো-
আয়রন লস্ কমানো
কমন ম্যাগনেটিক ফ্লাক্স পাথের রিয়্যাক্ট্যান্স কমানো
এডি কারেন্ট লস রোধ করা
হিস্টেরেসিস লস রহিত করা
5103. যদি 2000/200V, 20kVA-এর একটি ট্রান্সফর্মারের সেকেন্ডারিতে প্যাঁচ সংখ্যা 66 হয়, তবে প্রাইমারি প্যাঁচ সংখ্যা হবে-
330
550
440
660
5104. একটি অল্টারনেটরকে অনেক সময় বলা হয়-
অ্যাসিনক্রোনাস জেনারেটর
সিনক্রোনাস জেনারেটর
উভয়ই
কোনোটিই নয়
5105. রঙিন টেলিভিশনে যে কম্পোজিট ভিডিও সিগন্যাল ব্যবহৃত হয়, তা পাঠাতে মোট ব্যান্ডউইডথ লাগে-
5 মেগাহার্টজ
7 মেগাহার্টজ
7.5 মেগাহার্টজ
10 মেগাহার্টজ
5106. একটি অল্টারনেটরের ফিল্ড ওয়াইন্ডিং কোনটির সাহায্যে উত্তেজিত হয়?
ডিসি
এসি
ডিসি ও এসি উভয়ই
কোনোটিই নয়
5107. 'সুপারহেটারোডাইন' রেডিও রিসিভারে যে ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সি ব্যবহার হয়, তা হলো-
450 কিলোহার্টজ
470 কিলোহার্টজ
455 কিলোহার্টজ
70 কিলোহার্টজ
5108. একটি অল্টারনেটরের স্টেটর নিম্নের কোনটির অনুরূপ---
ডি.সি. জেনারেটর
থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর
সিঙ্গেল-ফেজ ইন্ডাকশন মোটর
রোজেনবার্গ জেনারেটর
5109. একটি টারবো-অল্টারনেটর ব্যবহার করে-
স্যালিয়েন্ট গোল ফিল্ড স্ট্রাকচার
নন-স্যালিয়েন্ট পোল ফিল্ড স্ট্রাকচার
রোটেটিং এ.সি. আর্মেচার ওয়াইন্ডিং
কোনোটিই নয়
5110. যদি একটি ট্রান্সফর্মারের প্রাইমারি ভোল্টেজ 120V, সেকেন্ডারি ভোল্টেজ 12V এবং কারেন্ট 504, তবে প্রাইমারি কারেন্ট হবে-
5A
10A
50A
500A
5111. আমরা টেলিফোন চ্যানেলের মাধ্যমে যখন কথা আদান- প্রদান করি, তখন তার ফ্রিকুয়েন্সি রেঞ্জ থাকে-
20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ
300 হার্টজ থেকে 3500 হার্টজ
০ হার্টজ থেকে 4 কিলোহার্টজ
10 হার্টজ থেকে 10 কিলোহার্টজ
5112. টেলিভিশন সেটে যে আউট ডোর অ্যান্টেনা ব্যবহার করা। হয়, সেটি একটি-
সাধারণ ডাইপোল অ্যান্টেনা
টেলিস্কোপিক অ্যান্টেনা
ফোন্ডেড ডাইপোল অ্যান্টেনা
অমনি-ডাইরেকশনাল অ্যান্টেনা
5113. একটি ট্র্যান্সফরমারের নো-লোড ইনপুট পাওয়ার বাস্তবে ট্রান্সফর্মারের কোন লসের সমান?
কপার
আয়রন
এডি কারেন্ট
কোনোটিই নয়
5114. একটি অল্টারনেটরের স্টেটরে কোন ধরনের স্লট খুব কমই ব্যবহৃত হয়?
ওয়াইড ওপেন টাইপ
সেমি-ক্লোজড টাইপ
ক্লোজড টাইপ
কোনোটিই নয়
5115. বাংলাদেশে বেতার কেন্দ্রগুলো থেকে সাধারণত যে মডুলেশন পদ্ধতিতে সিগন্যাল সম্প্রচার করা হয়, তার নাম-
অ্যামপ্লিচিউড মডুলেশন
ওফ্রিকুয়েন্সি মডুলেশন
ফেজ মডুলেশন
কোয়াড্রেচার অ্যামপ্লিচিউড মডুলেশন
5116. ব্যবহৃত অধিকাংশ অল্টারনেটরে থাকে-
ঘুরন্ত এ.সি. আর্মেচার ওয়াইন্ডিং
স্থির ফিল্ড টাইপ গঠন
ঘুরন্ত ফিল্ড টাইপ গঠন
কোনোটিই নয়
5117. বাংলাদেশে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠানো হয়-
অ্যামপ্লিচিউড মডুলেশন করে
ফ্রিকুয়েন্সি মন্ডুলেশন করে।
ফেজ মডুলেশন করে
বাইনারি মডুলেশন করে
5118. বৃহৎ ট্রান্সফর্মারে তেল ব্যবহার করার কারণ হলো-
কয়েলসমূহকে ইন্সুলেট করা
কোরকে ইন্সুলেট করা
কোরকে লুব্রিকেট করা
কয়েলসমূহকে লুব্রিকেট করা
5119. একটি ট্রান্সফর্মারের শর্টসার্কিট টেস্টের বেলায় কোন সাইডটিকে শর্টসার্কিট করা হয়?
হাই-ভোল্টেজ সাইড
লো-ভোল্টেজ সাইড
প্রাইমারি সাইড
প্রাইমারির একটি এবং সেকেন্ডারির একটি টার্মিনাল
5120. ট্রান্সফর্মারের কোর ল্যামিনেট করার কারণ হলো-
গঠনকে সহজ করা
ব্যয় হ্রাস করা
হিস্টেরেসিস লস্ হ্রাস করা
এডি কারেন্ট লস কমানো