MCQ
7201. ফিন্টারের আউটপুট থেকে পাওয়া যায়-
পিউর ডিসি
পালসেটিং ডিসি
পিউর এসি
এসি
7202. ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক বর্তনী হলো একটি অতি-
সাধারণ বর্তনী
সহজ বর্তনী
ছোট এক টুকরা সিলিকনের টুকরার ওপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
সস্তা দামের বর্তনী
7203. An SCR is made of---
Germanium
Carbon
Silicon
None of the above
7204. কম্পিউটার ভাইরাস হলো-
এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্টসার্কিট
কম্পিউটারের যন্ত্রাংশের মাঝে জমে থাকা ধুলা
কম্পিউটারের কোনোও যন্ত্রাংশ সার্কিট ঢিলা হওয়া
7205. An SCR behaves as a—switch.
Unidirectional
Mechanical
Bidirectional
None
7206. CAT 6 cable ব্যবহৃত হয়ে থাকে-
পাওয়ার সার্কিটে
control সার্কিটে
নেটওয়ার্ক সার্কিটে
টেলিফোন সার্কিটে
7207. IC উদ্ভাবন করেন-
জে এস কিলবি
রবার্ট হুক
আবাকাস
জন ওয়াটসন
7208. PCB-এর ফুল মিনিং-
Pakistan Cricket Board
Printed Circuit Board
Painted Crossed Board
কোনোটিই নয়
7209. একটি microcontroller-এর সঙ্গে মিল রয়েছে এমন নিকটবর্তী বস্তু হলো-
Microprocessor
computer
electronic controller
PLC
7210. স্ট্যাবিলিটি ফ্যাক্টরের আদর্শ মান--
200
1
100
500
7211. ইলেকট্রনিক্স কাজের জন্য আদর্শ সোল্ডারিং হলো-
25 watt
40 watt
30 watt
60 watt
7212. ক্লাস 'ডি' অ্যামপ্লিফায়ারের কর্মদক্ষতা-
25%
50%
90%
60%
7213. --এ সূচনা বিন্দু (Operating point) সবচেয়ে বেশি স্থির থাকে।
ভোল্টেজ বিভাজিত (Divider) বায়াসিং
বেস-রোধ বায়াসিং
কালেক্টর-রোধ বায়াসিং
শূন্য বায়াসিং
7214. একটি কম্পিউটার-এর printer port-কে নিম্নলিখিত কোন কাজে ব্যবহার করা যেতে পারে?
Printing-এর কাজে
Data acquisition-এর কাজে
Control-এর কাজে
উপরের সবগুলো
7215. অপরিবাহীর এনার্জি গ্যাপ প্রায়-
15 eV
10 eV
0.7 eV
7 eV
7216. OSI মডেলে স্তর কয়টি?
৪টি
৫টি
৬টি
৭টি
7217. ১ বাইটে বিটের সংখ্যা কত?
৮
১৬
১
৩২
7218. An SCR is also known as---
Triac
Diac
Unijunction transistor
Thyristor
7219. দুই ইনপুট-বিশিষ্ট X-OR gate-এর output '0' হবে যখন input-সমূহের-
একটি '1' এবং অপরটি '0' হয়
দুটিই '1' হয়
দুটিই '0' হয়
খ অথবা গ
7220. An SCR has three terminals viz-
anode, cathode, grid
cathode, anode, gate
anode, cathode, drain
none of the above