EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
7281. Rotational রেজিস্টিভ ট্রান্সডিউসার কোন ধরনের পরিমাপে ব্যবহৃত হয়?
কৌণিক সরণ পরিমাপে
কৌণিক বেগ পরিমাপে
ব্যাস পরিমাপে
ব্যাসার্ধ পরিমাপে
7283. ৮৫ সংখ্যাটিকে বাইনারি পদ্ধতিতে কত লেখা যাবে?
(১০১০১০১)২
(১০০১১০১)২
(১১০০১০১)২
(১০০১০১১)২
7284. বন্ডেড টাইপ স্ট্রেইন গেজ কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
৪ প্রকার
7285. যে ট্রান্সডিউসার পরিচালনার জন্য কোনো বাহ্যিক সোর্সের প্রয়োজন হয় না, তাকে কী বলে?
অ্যাকটিভ ট্রান্সডিউসার
প্যাসিভ ট্রান্সডিউসার
প্রাইমারি ট্রান্সডিউসার
সেকেন্ডারি ট্রান্সডিউসার
7286. লিকুইড লেভেল পরিমাপে ব্যবহৃত ট্রান্সডিউসারের নাম কী?
স্ট্রেইন গেজ
আয়োনাইজেশন গেজ
ডাই-ইলেকট্রিক গেজ
ম্যাগনেটোস্ট্রিকশন গেজ
7289. তাপমাত্রা পরিমাপে ব্যবহৃত ট্রান্সডিউসার-এর নামটি কী?
থার্মোকাপল
ফটোসেল
LVDT
থার্মিস্টর
7290. পিজোইলেকট্রিক ট্রান্সডিউসার-এর উৎপাদিত ভোল্টেজ- এর মান বের করার সূত্র কী?
E=F/ CP
E=Q/ CF
E=Q/CP
E=C/CP
7291. সিবেক ক্রিয়ায় উৎপন্ন থার্মোইলেকট্রিক কারেন্ট প্রবাহের জন্য দুটি ধাতব তারের সমন্বয়ে যে বর্তনী তৈরি হয়, তাকে কী বলে?
থার্মোমিটার
থার্মোকাপল
থার্মোপাইল
থার্মিস্টর
7292. পিজোইলেকট্রিক ক্রিস্টাল কোন পদার্থ দ্বারা তৈরি?
কোয়ার্টজ
বেরিয়াম টিটানেট
রোসেল সল্ট
সবগুলো
7293. নিচের কোনটি operating system নয়?
MS-Word
Windows 98
DOS
LINUX
ব্যাখ্যা: There are two types of computer software: (i) System software (Operating system): Ex- Windows 98, DOS, Linux etc. (ii) Applications software: Ex-MS-Ward, Oracle, MS-Excel etc.
7294. যে ট্রান্সডিউসার পরিচালনা করার জন্য বাহ্যিক সোর্সের প্রয়োজন হয়, তাকে কী বলে?
অ্যাকটিভ ট্রান্সডিউসার
প্যাসিভ ট্রান্সডিউসার
প্রাইমারি ট্রান্সডিউসার
সেকেন্ডারি ট্রান্সডিউসার
7295. কোনটির গতি বেশি?
DTL
TTL
ECL
CMOS
ব্যাখ্যা: DTL-এর পূর্ণরূপ Diode Transistor Logic TTL" "Transisto Transistor Logic ECL ‘’ "Emitter Coupled Logic CMOS ‘’ ‘’ Complementary Metal Oxide Semiconductor. এখানে, ECL-এর ক্ষেত্রে ইমিটারগুলো কাপল করা থাকে বলে এর গতি অন্যদের তুলনায় কিছুটা বেশি থাকে।
7296. নিচের কোনটি অ্যানালগ ডাটা?
অন ও অফ অবস্থা
০ ও ১
০ ভোল্ট ও ৫ ভোল্ট
১.৫, ৩.২, ৪ এবং ৫ ভোল্ট
ব্যাখ্যা: অ্যানালগ ডাটা ভগ্নাংশ আকারে বেশি পাওয়া যায়।
7297. রিল্যাকট্যান্স পালস পিক-আপ কেন ব্যবহার করা হয়?
শ্যাফটের গতি ও তরল প্রবাহ পরিমাপে
শব্দ পরিমাপে
আলোর তীব্রতা পরিমাপে
বস্তুর কৌণিক সরণ পরিমাপে
7298. পটেনশিওমিটার ট্রান্সডিউসারে কয়টি প্লেট থাকে?
১টি
২টি
৫টি
৪টি
7299. অনেকগুলো থার্মোকাপলকে একত্রে সিরিজে যুক্ত করলে যে ইউনিট তৈরি হয়, তাকে কী বলে?
থার্মোমিটার
অপটিক্যাল ইনকোডার
থার্মোকাপল
থার্মোপাইল