MCQ
7301. দৃশ্যমান বাতির তরঙ্গদৈর্ঘ্য কত?
৩০০-৩১০ nm
৫০০-৫১০ nm
৪০০-৪১০ nm
৬০০-৬১০ nm
7302. একটি Common emitter বর্তনীতে লোড লাগানো হয়-
collector সার্কিটে
Base সার্কিটে
Emitter সার্কিটে
কোনোটিই নয়
7304. একটি Common emitter amplifier-এর current gain-
1 এর চেয়ে কম
যথেষ্ট বেশি
5 এর চেয়ে কম
কোনোটাই সত্য নয়
7305. Inverter হিসেবে কাজ করে কোনটি?
AND
NAND
NOR
NOT
7306. ডেসিমেল নাম্বার পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যা কোনটি?
১০
৯
০.১
০.০১
7307. বাইনারি নম্বর পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যা কোনটি?
২
১
০.১
০.২
7308. 'UP'S'-এর ব্যাকআপ সময় যার উপর নির্ভরশীল তা হলো-
লোড
ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার
ব্যাটারির চার্জের অবস্থা
সব কয়টিই
7309. সৌর কম্পাংক বর্ণালি কতটি?
৫৮০০K
৮৫০০K
৫৯০০K
৫৭০০K
7310. ট্রানজিস্টরের কারেন্ট গেইন এর ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য?
α = β/(1 + β)
α = (1 + β)/β
α = γ/(1 + γ)
α = (1 + γ)/Y
7311. একটি Common emitter amplifier-এর voltage gain হলো-
1 অপেক্ষা ক্ষুদ্রতর
10 অপেক্ষা ক্ষুদ্রতর
1500 এর মতো
কোনোটাই সত্য নয়
7312. অসিলোস্কোপের বিম-এর তীব্রতা পরিবর্তন করা যায়-
ইনটেনসিটি নব ঘুরিয়ে
ট্রিগার নব ঘুরিয়ে
ফোকাস নব ঘুরিয়ে
ভোল্ট/ডিভিশন নব ঘুরিয়ে
7313. কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। কাজ করে?
দশমিক
বাইনারি
অকটাল
হেক্সাডেসিমাল
7314. রেজিস্টরের চতুর্থ ব্যান্ডে কোনো কালার না থাকলে বুঝায়-
±10% টলারেন্স
±20% টলারেন্স
শূন্য টলারেন্স
অসীম টলারেন্স
7315. বাইনারি পদ্ধতিতে ব্যবহৃত মোট অংক বা ডিজিট কয়টি?
২
৯
১০
অসংখ্য
7316. ২৩ এর সমকক্ষ বাইনারি সংখ্যা কোনটি?
১১০১১
১০০১১
১০১১১
১০১০১
7317. প্রসেসরে যখন একটি প্রসিডিউর এক্সিকিউট হয় তখন সাধারণত নিম্নের কোনটি ঘটে? 1. Program counter is updated 2. Stack pointer is updated 3. Data cache is flushed to avoid aliasing
1 only
2 only
1 and 2 only
2 and 3 only
7318. নিচের কোনটি বহুল ব্যবহৃত ফটোকন্ডাকটিভ সেমিকন্ডাক্টর?
সোডিয়াম সালফাইড
ক্যাডমিয়াম সালফাইড
অ্যালুমিনিয়াম সালফাইড
সোডিয়াম সেলিনাইড
7319. ডাটা ট্রান্সমিশন স্পিডের ক্ষুদ্রতম একক কী?
Mbps
bps
kbps
gbps
7320. প্রথম ফটোকপি মেশিনের নাম কী ছিল?
Xerox
Merox
Rerox
Perox