MCQ
7321. আলোর তীব্রতা বাড়লে সেমিকন্ডাক্টরের রোধ হ্রাস পায়। এটি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য হবে?
ফটোভোল্টাইক সেল
ফটোকন্ডাকটিভ সেল
ফটোট্রানজিস্টর
ফটোরেজিস্টর
7322. সাধারণ ডায়োডের তুলনায় টানেল ডায়োডে ডোপিং করা হয়-
১০ গুণ
১০০ গুণ
১০০০ গুণ
১০০০০ গুণ
7323. ইলেকট্রনিক ড্রাইভ সিস্টেমের টার্ম নিচের কোনটি?
স্পিড রেগুলেশন
জগিং কন্ট্রোল
টর্ক লিমিট
উপরের সবগুলো
7324. রেকর্ডিং কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
৪ প্রকার
7325. রিকম্বিনেশন প্রক্রিয়ায় চার্জ ক্যারিয়ার-
হ্রাস পায়
বৃদ্ধি পায়
কোনো প্রতিক্রিয়া হয় না
অনাবিকৃত
7326. নিচের কোন ডিভাইসের সাহায্যে বিভিন্ন ফিজিক্যাল সিগন্যাল বা এনার্জিকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করা হয়?
ট্রান্সডিউসার
অ্যামপ্লিফায়ার
ট্রান্সফর্মার
অসিলেটর
7327. টানেল ডায়োডের ডিপ্লিশন লেয়ারের দূরত্ব-
0.1µm
0.1mm
0.01µm
0.01mm
7328. ডায়োড জাংশন ক্যাপাসিট্যান্সের মান হয় মোটামুটি-
30 nF
30 pF
80 nF
40 pF
7329. এই প্রতীকটি নিচের কোন ডায়োডের?
স্কটকি ডায়োড
জেনার ডায়োড
ফটোডায়োড
টানেল ডায়োড
7330. BJT দিয়ে তৈরি একটি Amplifier circuit-এর কোন Configuration-এর ইনপুট Impedance সবচেয়ে বেশি?
CE
CB
CC
Push pull
7331. সাইক্লোকনভার্টারের অপর নাম নিচের কোনটি?
বাইল্যাটারাল সিরিজ ইনভার্টার
সাইকেল কনভার্টার
ডিসি ট্রান্সফর্মার
ব্রিজ ইনভার্টার
7332. UPS-এর পূর্ণনাম নিচের কোনটি?
Universal power supply
Uninterruptible power supply
Unipolar power supply
None of them
7333. স্কটকি ডায়োডের সর্বোচ্চ সুইচিং ফ্রিকুয়েন্সি-
20MHz
20GHz
20kHz
20THz
7334. IPS-এর পূর্ণনাম নিচের কোনটি?
Instant Power Supply
Integrated Power Supply
Improved Power Supply
Isolated Power Supply
7335. উচ্চগতির সুইচিং সার্কিট হিসাবে ব্যবহার করা হয়-
জেনার ডায়োড
ভ্যারাক্টর ডায়োড
টানেল ডায়োড
স্কটকি ডায়োড
7336. ডায়োডের পি-এন জাংশনে রিভার্স বায়াস প্রয়োগে-
পটেনশিয়াল ব্যারিয়ার বৃদ্ধি পায়
জাংশন রেজিস্ট্যান্স উচ্চ হয়
লিকেজ কারেন্ট প্রবাহিত হয়
সবগুলো
7337. আলফা কণার অর্ধায় কত?
458 বছর
459 বছর
460 বছর
468 বছর
7338. একটি CE ট্রানজিস্টরের ইনপুট ও আউটপুট ফেজ শিফট হয়-
0°
360°
180°
90°
7339. লিকেজ কারেন্ট নির্ভর করে-
তাপমাত্রা
রিভার্স ভোল্টেজ
ডোপিং-এর পরিমাণ
সবগুলো
7340. LED তৈরিতে ব্যবহৃত হয়-
গ্যালিয়াম
আর্সেনিক
ফসফরাস
সবগুলো