Image
MCQ
8305. দুটি বল P ও Q (P>Q) একই সরল রেখায় পরস্পর বিপরীতমুখীভাবে কাজ করলে বলদ্বয়ের লব্ধি কত হবে?
P+P
P-Q
P.Q
P+Q
8308. রেলওয়েতে সাধারণত কোনটিকে আদর্শ Sleeper ধরা হয়?
Wooden Sleeper
Cast iron Sleeper
Concrete Sleeper
Steel Sleeper
8309. একটি মানচিত্রে RF (Representative Fraction) এর মান 1: 10,000। একটি জরিপ রেখার প্রকৃত দৈর্ঘ্য 500 মিটার হলে, মানচিত্রে তার দৈর্ঘ্য কত হবে?
৫ সেন্টিমিটার
৫ মিলিমিটার
৫ ইঞ্চি
৫ মিটার
8310. দুই বিন্দুর পিজোমেট্রিক লেভেলের পার্থক্যকে কী বলে?
পজিশন হেড
হাইড্রোলিক হেড
ক ও খ উভয়ই
কোনোটিই নয়
8313. ASTM-এর পূর্ণরূপ কী?
American Society of Testing Materials
American Society for Testing and Materials
American Standard of Test and Mechanics
American Standard of Testing Materials
8314. ক্যান্টিলিভার বিমের Main Reinforcement কোথায় থাকে?
Bottom of the beam section
Top of the beam section
Top & Bottom of the beam section
Middle of the beam section
8315. বালির ২টি নমুনার FM (সূক্ষ্মতা গুণাঙ্ক) যথাক্রমে ২.৫০০ ও ২.২৫। সমান অনুপাতে এই দুই ধরনের বালির মিশ্রণের Combined FM কত?
২.৩৭
৪.৭৫
৪.৫০
২.৬৫
8316. কোন পদার্থটি কোয়াগুলেন্ট (Coagulant) হিসেবে ব্যবহৃত হয় না?
ফেরিক সালফেট
সোডিয়াম অ্যালুমিনেট
ব্লিচিং পাউডার
ফিটকিরি
8317. বন্যা নিয়ন্ত্রণের সর্বোত্তম পন্থা কোনটি?
নদী খনন
ড্যাম নির্মাণ
দুই পাড়ে বাঁধ নির্মাণ
নদীশাসন
8318. যদি A এবং B স্থানের staff reading যথাক্রমে 5.70 ft এবং 6.85 ft হয় এবং A স্থানের R.L = 1001 হয়, তাহলে B স্থানের R.L. কত হবে?
98.85ft
102.5ft
105.6ft
101.15ft
8319. Beam-এর Inflection point-এ বেন্ডিং মোমেন্ট কত?
সর্বনিম্ন
শূন্য
কোনোটিই নয়
সর্বোচ্চ