Image
MCQ
8361. সুদের হার কত হলে ১০০ টাকা সরল সুদে ৮ বছরে দ্বিগুণ হবে?
১২.৫%
১০%
১৬%
১০.৫%
8364. ইসরাইল ও প্যালেস্টাইন মুক্তিসংস্থা পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে কবে?
১০ সেপ্টেম্বর, ১৯৯৩
১১ সেপ্টেম্বর, ১৯৯৪
১২ সেপ্টেম্বর, ১৯৯৫
১৩ সেপ্টেম্বর, ১৯৯৩
8365. একটি ছাতা ৩৭৮ টাকায় বিক্রয়ে যত ক্ষতি হয় ৪৫০ টাকায় বিক্রয়ে তার তিন গুণ লাভ হয়। ক্রয়মূল্য কত?
৩৬৯ টাকা
৩৯৮ টাকা
৩৯৬ টাকা
৬৩৯ টাকা
8366. নিম্নের কোনটি বৃত্তের সমীকরণ-
ax²+bx+c=0
y² = a(x - 2)
x² + (y-2)² = 7
y² = 2x +7
8368. পারমাণবিক চুক্তিতে চাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
সোডিয়াম
পটাসিয়াম
ম্যাগনেসিয়াম
কোনটিই নয়
8369. মানবদেহে তাপ ও শক্তি উৎপাদন করে কোনটি?
ভিটামিন
পানি
স্নেহ পদার্থ
খনিজ লবন
8372. 'বৃক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় উপকার হলো অক্সিজেন' ইংরেজি কোন বাক্যটি সঠিক-
The inportant benefit that we got from trees is oxygen.
The benefit that we get from trees is oxygen.
The inportant benifits that we get from trees is oxygen.
The most important benefit that we get from trees is oxygen.
8373. একটি কোণের দ্বিগুণ 60 হলে তার পূরক কোণ কত?
15
20
60
30
8374. 'আকাদামি' কোন ভাষার শব্দ?
ফারসি
ফরাসি
ইংরেজি
গ্রিক
8375. কোন বানানটি শুদ্ধ?
বুদ্ধিজীবী
বুদ্ধিজিবী
বুদ্ধিজিবি
বুদ্ধীজীবী
8376. ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুইজন লোক কমিয়ে দিলে কাজটি শেষ করতে শতকরা কত দিন বেশি লাগবে?
২৫%
৩৩.১/৩
৫০%
৬৬.২/৩
8378. 'বনলতা সেন' কবিতাটি রচনা করেন-
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর.
জীবনানন্দ দাশ
জসীমউদ্দীন
8379. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা' এর উল্লেখ করা হয়েছে?
৩ নং
৪ নং
৫ নং
৬ নং
8380. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
গলন
বাষ্পীভবন
প্রস্বেদন
সালোকসংশ্লেষণ