9051. সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অম্যাবস্যা' উপন্যাসের নায়ক-
ব্যাখ্যা: 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের নায়ক একজন স্কুলশিক্ষক নাম আরেফ আলী, ঔপন্যাসিক তাকে যুবক শিক্ষক বলে বারবার অভিহিত করেছেন। তাঁর এক মহৎ সাহিত্য কর্ম 'চাঁদের অমাবস্যা' উপন্যাস বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস।