Image
MCQ
9161. কোন সংখ্যার বর্গমূলের সাথে 3 যোগ করলে 3 এর বর্গ হবে?
35
36
37
38
9162. নিচের কোন ধ্বনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে?
খপাখপ
থকথকে
ভট ভট
মজায় মজায়
9163. A = {a, b, c} এর P(A) তে কতটি উপাদান থাকবে?
৫টি
৬টি
৯টি
৮টি
9164. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
শামীম শিকদার
হামিদুর রহমান
মৃণাল হক
কামরুল হাসান
9165. কোনটি ধ্বনাত্মক দ্বিত্বের উদাহরণ?
চুপচাপ
সুরে সুরে
চোখে চোখে
ঢং ঢং
9166. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৭ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?
১০
১১
১৭
9167. ৬*১/৬ মুনাফা হারে কত সময়ে ৯৬ টাকার মুনাফা ১৮ টাকা হবে?
২ বছরে
২*১/২ বছরে
৩ বছরে
৪ বছরে
9168. 'রাশি' শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়?
সামান্য
অতিশয্য
আধিক্য
শূন্য
9169. বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব কোনটি?
ঝাঁকে ঝাঁকে
হায় হায়
ঘুম ঘুম
কত কত
9170. কোনটি অব্যয়বাচক দ্বিরুক্তির উদাহরণ?
ভারা ভারা
ছম ছম
হাতে নাতে
নেই নেই
9171. 'ডেকে ডেকে হয়রান হয়েছি' এখানে 'ডেকে ডেকে' দ্বিরুক্তিটি কোন অর্থে?
স্বল্পকাল স্থায়ী
অস্থিরতা
দীর্ঘকাল স্থায়ী
পৌনঃপুনিকতা
9172. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান' এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ?
অবস্থাবাচক শব্দ
বাক্যালঙ্কার শব্দ
ধ্বন্যাত্মক শব্দ
দ্বিরুক্ত শব্দ
9173. 'সুন্দর সুন্দর ফুল' এখানে 'সুন্দর সুন্দর' দ্বিরুক্তি দ্বারা কি বুঝানো হয়েছে?
আধিক্য
সামান্যতা
তীব্রতা
পৌনঃপুনিকতা
9175. 'জ্বর' এর সাথে কোন শব্দের দ্বিরুক্তিতে সামান্য অর্থ প্রকাশ পায়?
জারি
বিকার
জ্বর
ব্যাধি
9176. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে?
১২
১৪
১৫
9177. সমার্থক শব্দ যোগে দ্বিরুক্তি হয়েছে কোনটি?
ভাল-মন্দ
তোড়-জোড়
ধন-দৌলত
আমার-ফকির
9178. 6+12+18+24+ …….. + ধারাটির প্রথম 10টি পদের যোগফল কত?
320
325
340
330
9179. বিশেষ্য পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ভালো-ভালো-আম
বাড়ি-বাড়ি যাব
যে-যে-যাবে
লাল- লাল ফুল
9180. নিচের কোনটি যুগ্মরীতি দ্বিরুক্ত শব্দ?
বই-টই
আয়-ব্যয়
ঝম্-ঝম
ঠাঠা